ডাউনলোড করে নিন বিশ্বের সবচেয়ে সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত (১১৪ টি সুরা)

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম। সবাইকে মাহে রমযানের শুভেচ্ছা। ১ বছর পর আমাদের সামনে উপস্থিত হল আমাদের প্রানের মাস রমযান।  এ মাসের ফজিলত আমরা সবাই কম বেশি জানি। আমরা  সবাই চেষ্টা করি এ মাসে বেশি বেশি ইবাদাত করতে। এছাড়াও আমরা রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করে থাকি। অনেকে কোরআন শরিফ তিলাওয়াত শুনতে পছন্দ করেন।আসরের নামাযের পরই আমরা রেডিও টিভি চালু করে কুরআন তিলাওয়াত শুনি। মাঝে মাঝে অনেক তিলাওয়াত আমাদের অনেক ভালো লাগে। কিন্তু পরবর্তীতে সেই ক্বারির বা সেই ব্যক্তির তিলাওয়াত আর হয়তো পাওয়া যায় না। এছাড়াও ইন্টারনেটের সহজলভ্যতার কারনে এখন সবাই ইউটিউব থেকেই কুরআন তিলাওয়াত শুনে থাকি।

ইউটিউবে আপনি কুরআন তিলাওয়াত শুনতে চাইলে অনেক অনেক মানুষের তিলাওয়াত পাবেন। এক জনের চেয়ে আরেকজনের তিলাওয়াত শ্রুতিমধুর। একেকজনের একেকটা সুরা পড়া সুন্দর হয় বেশি। ইউটিউবে শ্রুতিমধুর কুরআন তিলাওয়াত খুঁজতে গিয়ে বছর খানেক আগে পেয়ে যাই "মিশারি রাশিদ আল আলাফাসি" এর তিলাওয়াত।  মিশারি রাশিদ আল আলাফাসি  Grand Mosque of Kuwait এর ইমাম এবং প্রতি বছর এখানে তারাবীহ এর নামায উনি পড়িয়ে থাকেন। উনার তিলাওয়াত শোনা শুরু করার পর আর কারও তিলাওয়াত আমার আর এত ভাল লাগে নি। কখনো যদি কোন কারনে হতাশায় পড়েছি শুধু কোরআন তিলাওয়াত শোনা আরম্ভ করেছি। শেষে হতাশা অনেকটাই কেটে গেছে। আমার বিশ্বাস আপনাদের সবার অসম্ভব রকম ভাল লাগবে এই ক্বারির তিলাওয়াত।

ডাউনলোড যেভাবে করবেনঃ গুগল ড্রাইভে জিপ ফাইল আপলোড করে দিয়েছি। নিচের লিঙ্কে শুধু ক্লিক করে ডাউনলোড করবেন। এরপর Winrar বা 7zip সফটওয়্যার দিয়ে আনজিপ করে প্লে করবেন। ডাউনলোড করতে কোন ধরণের সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।

যা থাকছেঃ সম্পূর্ণ কোরআন শরীফের ১১৪ টি সুরা এমপি৩ ভার্শন।

সম্পূর্ণ কোরআনের ১১৪ টি সুরা ডাউনলোড  করতে এখানে ক্লিক করুন।

ক্লিক করার পর গুগল ড্রাইভের  পেজে আপনি  চলে যাবেন। সেখানে লেখা  থাকবে "There was a problem with the preview."। এর ঠিক নিচেই ডাউনলোড অপশন থাকবে।এরপর ডাউনলোডে ক্লিক করলে আরেকটি পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে গুগল বলবে তারা ফাইল স্ক্যান করতে পারেনি। কোন চিন্তা নেই। নিশ্চিন্তে আপনি "Download Anyway" তে ক্লিক করুন। সেখানে ক্লিক করে আপনি  সহজেই ফাইলটি নামিয়ে নিতে পারবেন। তিলাওয়াত কেমন লাগলো জানাতে ভুলবেন না।

ফেসবুকে আমিঃ FA Shopnil
ইসলাম সম্পর্কিত গ্রুপঃ নামাযি গ্রুপ

Level 2

আমি FA Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 444 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি FA Shopnil। মানে ফেরদৌস আলম ষপ্নিল।তিতুমির কলেজ এ ১বম বর্ষের ছাত্র। কম্পিউটার নিয়ে পরে থাকি সারাদিন কিন্তু পারি না কিচ্ছু। Techtunes থেকে অনেক কিছু শিখেছি।আমার অনেক ইচ্ছা কম্পিউটার expert হয়ে ওঠার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস