টেকটিউনার’স আজ আমি আপনাদের দেখাব কি ভাবে idm দিয়ে youtube থেকে
থেকে playlist download করতে হয়।
ইউটিউব থেকে playlist download করতে প্রথমেই আপনাদের প্রয়োজন হবে ডাউনলোড করার বিখ্যাত সফটওয়্যার internet downlaod manager, যদি idm আপনার পিসি তে ইনস্টল করা না থাকে তবে IDM ডাউনলোড ও ইনস্টল করতে এই লিংকে যান সেখান থেকে idm টি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
১. এখন youtube যান এবং যে Playlist টি ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন। Address bar থেকে ঐ Playlist এর লিংকটা কপি করুন।
২. এই লিংক এ যান এবং কপি করা Playlist এর লিংকটা এখানকার “Link” এ past করুন, Quality options থেকে আপনার পছন্দের Quality সিলেক্ট করুন।
নিচেন বক্সে কিছু অটোমেটিক লিংক তৈরি হবে,
”নিচের ছবির মত”
সবগুলো লিংক 'ctrl+a' চেপে কপি করুন।
৪. ডেস্কটপ এ এসে একটি নতুন 'text document'
তৈরি করুন তারপর box থেকে কপি করা লিংকগুলো
'text document' এ রাখুন এবং একটি প্রসঙ্গিক
নামে সেভ করুন।
৫. idm যান মেন্যু থেকে -- task>import>import from
txt যান, এখান থেকে আপনার ‘text document ’(প্রসঙ্গিক)
নামের ফাইলটা সিলেক্ট করে open এ ক্লিক করুন।
তারপর check all এ click করুন।
”নিচের ছবির মত”
আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট ফোল্ডারেও ফাইল সেভ করতে পারবেন।
কোন সমস্যা হলে টিউমেন্টে জানান অথবা নিচের ভিডিওটি দেখুন
ধন্যবাদ।
আমি আশরাফ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।