টেকটিউনের সকল ভিজিটর ও টিউনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজকে আপনাদের সাথে প্রয়োজনীয় ও শিক্ষনীয় বিষয় নিয়ে টিউন করছি। আমরা সকলেই জানি বই আমাদের কত দরকারি বস্তু। বই যেমন আনন্দ দেয় তেমনি শিক্ষাও দেয়। জীবনের এমন কোন জায়গা নেই যেখানে বই নামক জিনিসটি দরকার হয় না। জীবনে একবারেও কোন বই পড়েন নি এমন লোক খুজে হাজারেও একটা পাবেন না। আমাদের জ্ঞানের পরিসীমা বাড়াতে পড়ার কোন বিকল্প নেই। পড়কে হলে বইয়ের কাছেই যেতে হবে।
আমাদের অবসর সময়কে কাজে লাগানোর জন্য বই পড়ার বিকল্প নেই। যখনই সময় পাব বই পড়ব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাইকে পুস্তক পড়তে হয়।
চলতি পথে কাগুজে বই বা হার্ডকপি সাথে রাখা সম্ভব হয় না। চাইলেই একসাথে অনেক বই সঙ্গে করে বের হওয়া যায় না। তাই বলে কি বইপোকাদের বই পড়া বন্ধ থাকবে?? না, তা থাকে নি। বিভিন্ন পদ্ধতির মধ্যে ভার্চুয়াল বই পড়ার প্রবণতা এখনকার সময়ে ব্যাপক। এখন প্রত্যেকের হাতেই স্মার্ট ফোন। এন্ডয়েড বা উইন্ডোজ দিয়ে ভার্চুয়াল বই পড়ার একটা অন্য রকম মজা আছে। এখন পিডিএফ pdf, ইপাব epub বা মুবি mobi ফরম্যাটের বই অনলাইনেও পড়তে পারবেন।
ভার্চুয়াল বইয়ের বড় সুবিধা হল চাইলেই হাজার হাজার বই সাথে রাখতে পারবেন। বই খুজে পাওয়াও সহজ।
আপনাদের জন্য আজকে পাঁচ হাজারের মত বাংলা বই ডাউনলোড করার লিংক নিয়ে হাজির হলাম। আপনার পছন্দমত বই ডাউনলোড করতে পারবেন। সাথে রয়েছে সার্চ করার অপশন। কোন বই না পেতে অনুরোধ করারও ব্যবস্থা আছে।
বই ডাউনলোড করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://docs.google.com/document/d/1T_8xl-4RKej8o9Wj0hGep6nrVv6qcr9IaeeskUcTTrQ/edit?usp=drivesdk
এখানে সব ধরনের বাংলা বই পিডিএফ, ইপাব ও মুবি আকারে পাবেন। ঘুরে আসুন বইয়ের রাজ্যে আর জানুন অজানাকে।
আমি সাইদুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।