CCleaner ব্যবহার করেন নি এমন কম্পিউটার ব্যবহার কারী পাওয়া দুষ্কর বলেই আমার বিশ্বাস। CCleaner ব্যবহার করার মাধ্যমে একজন কম্পিউটার ব্যবহারকারী তার কম্পিউটারটিকে রাখতে পারেন ডিজিটাল আবর্জনা থেকে মুক্ত। আমি এই টিউনে CCleaner Pro 5.29.6033 Portable ভার্সনটি শেয়ার করেছি, যার মাধ্যমে আপনি পাবেন সি ক্লিনার প্রো ভার্সনের পূর্নাঙ্গ সুবিধা। CCleaner Pro আপনার ডিজিটাল প্রাইভেসী রক্ষার জন্য দারুণ এক ডিজিটাল অস্ত্র।
এর আছে কম্পিউটার সিস্টেম কে টুইক, অপটিমাইজেশন ও ক্লিনিং টুলের এক চমৎকার কম্বিনেশন যার মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন আপনার কম্পিউটারের আনইউসড ফাইল ও ইন্টারনেট হিস্টোরি। CCleaner Pro এর মাধ্যমে System Registry Error ফিক্স করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার কম্পিউটার টি ফিরে পাবে পূর্ণ গতিতে কাজ করার সক্ষমতা। পক্ষান্তরে CCleaner Pro আপনার কম্পিউটারে থাকা Unused ফাইল ডিলিট করার মাধ্যমে ফিরে-পাবেন বেশ কিছু Disk Space। ইন্টারনেট ব্রাউজিং হিস্টোরি ক্লিন করার মাধ্যমে কুকি ও টেম্পোরারি ফাইল স্থায়ী ভাবে মুছে ফেলে।
এক কথায় CCleaner অত্যন্ত সহজ ব্যবহারযোগ্য ইউটিলিটি এপ্লিকেশন যা এক ক্লিকের মাধ্যমে কম্পিউটার পরিষ্কার এবং অপটিমাইজেশন করতে বেশ দক্ষ, তাই যেকোনো কম্পিউটার ব্যবহারকারী শুধু একটি ক্লিকের মাধ্যমে তাদের কম্পিউটার অপ্টিমাইজ করতে পারেন। CCleaner অনন্য এক সিস্টেম ইউটিলিটি, এটি আপনার গোপনীয়তা রক্ষা করে এবং আপনার কম্পিউটার আরও নিরাপদ রাখে, পাশাপাশি আগের চেয়ে দ্রুততর করে তোলে আপনার সাধের কম্পিউটার।
উইন্ডোজ এক্সপি / ভিস্তা / 7/8 / 8.1 / 10 বা সার্ভার 2003/2008/2012 (32-বিট / 64-বিট) 512 মেগাবাইট RAM
ডাউনেলোড করুন নিচের লিংঙ্ক থেকে
আমি NGN-BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kger sogt vai