بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম। আমার নতুন চেইন টিউন সিরিজে আপনাদের স্বাগতম। আমার এই চেইন সিরিজে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইনের বিভিন্ন মানসম্পন্ন ভিডিও টিউটোরিয়াল। আমরা অনেকেই বিভিন্ন সফটওয়্যার শিখতে চাই, কিন্তু প্রয়োজনীয় ও মানসম্পন্ন রিসোর্স না থাকায় কিছুদুর অগ্রসর হয়ে আর বেশি দূর এগোতে পারি না। ফলে আমাদের সময় নষ্ট হয় ও পরিশ্রম বৃথা যায়।
কিংবা কোচিং সেন্টারে গিয়ে অনেক টাকা খরচ করে শিখতে হয় , যা এই অনলাইনের যুগে বেমানান। তাই আমাদের সকলের প্রয়োজনের কথা বিবেচনা করে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অনলাইনের সেরা সেরা বাছাই করা বিভিন্ন সফটওয়্যার, টিপস ও ট্রিকস ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর তৈরি করা মানসম্পন্ন ভিডিও টিউটোরিয়াল যার বেশির ভাগই পেইড ভার্সন, তবে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পুর্ন ফ্রিতে।তবে ফাইল গুলো পাসওয়ার্ড দেয়া, পাসওয়ার্ড ডাউনলোড করতে ক্লিক করুন । আর এই টিউটোরিয়াল গুলো ডাউনলোড করতে পারবেন সম্পুর্ন ডাইরেক্ট লিঙ্ক থেকে।
আজকে থাকছে টিউটোরিয়াল জায়ান্ট Udemy কোম্পানির রিসেন্টলি পাবলিসড Udemy PHP Development। সফটওয়্যার ডাউনলোড করতে এখানে খুঁজুন অথবা আমার ফেসবুক পেজে comment করুন। এছাড়া অন্য ভার্সন থেকেও ব্যবহার করতে পারেন। ঘুরে আসতে পারেন তাদের অফিসিয়াল সাইট থেকে।
আপনারা যদি ডাউনলোড করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে টিউমেন্টে জানান, পরবর্তীতে আর কোন সফটওয়্যারের টিউটোরিয়াল প্রয়োজন জানানে পারেন। আপডেট করে দেব। ভাল লাগলে Like করুন, মতামত জানাতে Comment করুন, বন্ধুদের জানাতে Share করুন।
ফেসবুকে আমিঃ মোঃ আশিকুর রহমান
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
vai apnr tunes gulo onk kajer…kintu part1,part2….bole akoi jinis bar bar download koranor karon ta ki bujlam na…ami 4/5 ta tunes r tutorial sob namalam sob gulo tei part1/part2/part3….etc sob guloi same…