কে হতে চায় সফটওয়্যার এক্সপার্ট [পর্ব–০৪] :: বিখ্যাত Lynda কোম্পানির Photoshop CC 2017 Tutorial Series

কে হতে চায় সফটওয়্যার এক্সপার্ট

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আসসালামু আলাইকুম। আমার নতুন চেইন টিউন সিরিজে আপনাদের স্বাগতম। আমার এই চেইন সিরিজে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইনের বিভিন্ন মানসম্পন্ন ভিডিও টিউটোরিয়াল। আমরা অনেকেই বিভিন্ন সফটওয়্যার শিখতে চাই, কিন্তু প্রয়োজনীয় ও মানসম্পন্ন রিসোর্স না থাকায় কিছুদুর অগ্রসর হয়ে আর বেশি দূর এগোতে পারি না। ফলে আমাদের সময় নষ্ট হয় ও পরিশ্রম বৃথা যায়।

কিংবা কোচিং সেন্টারে গিয়ে অনেক টাকা খরচ করে শিখতে হয় , যা এই অনলাইনের যুগে বেমানান। তাই আমাদের সকলের প্রয়োজনের কথা বিবেচনা করে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অনলাইনের সেরা সেরা বাছাই করা বিভিন্ন সফটওয়্যার, টিপস ও ট্রিকস ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর তৈরি করা মানসম্পন্ন ভিডিও টিউটোরিয়াল যার বেশির ভাগই পেইড ভার্সন, তবে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পুর্ন ফ্রিতে।তবে ফাইল গুলো পাসওয়ার্ড দেয়া, এখানে পাসওয়ার্ড লিখতে সমস্যা তাই দিচ্ছি না, আমার ফেসবুক পেজে দেয়া আছে। আর এই টিউটোরিয়াল গুলো ডাউনলোড করতে পারবেন সম্পুর্ন ডাইরেক্ট লিঙ্ক থেকে।

আজকে থাকছে টিউটোরিয়াল জায়ান্ট Lynda কোম্পানির রিসেন্ট পাবলিসড Photoshop CC 2017  Tutorial Series। সফটওয়্যার ডাউনলোড করতে টরেন্টে খুঁজুন অথবা আমার ফেসবুক পেজে comment করুন। এছাড়া অন্য ভার্সন থেকেও ব্যবহার করতে পারেন। ঘুরে আসতে পারেন তাদের অফিসিয়াল সাইট থেকে।

ডাউনলোড করুন

ভাল লাগলে Like করুন, মতামত জানাতে Comment করুন, বন্ধুদের জানাতে Share করুন।

আমার ইউটিউব চ্যানেলঃ

ফেসবুকে আমিঃ  ফেসবুক পেজ

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

    ভাল করে পোষ্টটি পড়লে মনে হয় আর জিজ্ঞেস করতে হত না , আমার ফেবু পেজে দেয়া আছে , দয়া করে দেখে নিন