ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার শিখুন [পর্ব–০১] :: Google SketchUp Bangla Tutorial – Introduction

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার শেখার চেইন টিউনে সবাইকে স্বাগত। আমাদের এই চেইন টিউনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার যেমন Autocad 2D Basic & Advanced, Autocad 3D, Google sketchUp, Etabs, Staad pro,Chief Architect, Homeplan 3D, Twinmotion ইত্যাদি সফটওয়্যার গুলো নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লহ।

যারা এই কোর্সটি করতে পারবেনঃ

এই কোর্সটি মুলত যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিশেষকরে সিভিল কিংবা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কিংবা ইঞ্জিনিয়ার, পাবলিক ইউনিভার্সিটি,প্রাইভেট ইউনিভার্সিটি, পলিটেকনিক থেকে ডিপ্লোমা বা BSC করছেন বা ইতোমদ্ধ্যে সমাপ্ত করেছেন, তারা এই কোর্সটি করতে পারবেন।

কোর্সের মুল্যঃ

কোর্সটি আপনাদের জন্য অনলাইনে ফ্রি তে দিব ইনশাআল্লহ। আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিক ভাবে কোর্সটি আপলোড করা হবে ইনশাআল্লহ। তাই আপনারা আজই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সেই সাথে ভিডিওগুলো কেমন লাগছে টিউমেন্ট করুন, ভাল লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। লাইক টিউমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের কথা এজন্যই বলছি, কারন আপনারা হয়ত জানেন না একেকটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে কত পরিশ্রম করতে হয়। এত কিছুর পরে যদি আপনাদের উৎসাহ না পাওয়া যায়, তাহলে আসলে কোর্স কন্টিনিউ করা খুবই কঠিন হবে।

কোর্সটি কেন করছিঃ

মুলত দুইটি করনে কোর্সটি করছি, প্রথমত নিজের জন্য অর্থাৎ আমি মনে করি শিক্ষা বিতরনে বাড়ে, তাছাড়া অন্যকে শেখাতে গেলে নিজের চর্চাই বেশি হয়। দ্বিতীয় কারন হল আপনাদের জন্য, অর্থাৎ বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে এই কোর্সগুলো করতে গেলে আপনাদের মোটা অংকের টাকা গুনতে হবে সেই সাথে অনেক সময়ও। আর মানসম্পন্ন শিক্ষা পাবেন কিনা তারও কোন নিশ্চয়তা নেই, তাই আমি চাই অনলাইনের এই যুগে আপনাদের সময় ও টাকা নষ্ট না করে ঘরে বসেই শিখুন, দেশের মানব সম্পদে পরিনত হউন।

কোর্সটি কে করাবে?

আপনাদের মনে হতে পারে আমার মনে হয় কোন কাজ নেই, আসলে তা নয়, আমি মুলত সফটওয়্যার ও কম্পিউটার রিলেটেড কাজ করতে পছন্দ করি। আমি দেশের একটি স্বনামধন্য সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করছি, এই টিউনটি লেখা পর্যন্ত ৪র্থ বর্ষের শেষের দিকে আছি। আমি নিজেকে এক্সপার্ট মনে করি না, কারন আমি মনে করি শেখার কোন শেষ নেই, যে যত বেশি প্রাকটিস করবে, সে তত বেশি এক্সপার্ট হবে, তাই আমি নিজেকে শিক্ষার্থীই মনে করি। এই কোর্সটিতে আপনাদের বিভিন্ন মতামত দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আশা করি।

কোর্সের ধরনঃ

কোর্সটি হবে ভিডিও টিউটোরিয়াল,যা আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে,  কারন লিখে বুঝাতে গেলে অনেক বিষয় অস্পষ্ট থেকে যায়।

সফটওয়্যার যেভাবে ডাউনলোড করবেনঃ

এই কোর্সের সকল সফটওয়্যারই আপনি ইন্টারনেটে পাবেন, গুগল কিংবা টেকটিউনসে খুঁজলেই পাবেন, আমি ব্যক্তিগত ভাবে টরেন্ট সাইট থেকে ডাউনলোড করা পছন্দ করি, আর যদি না পান তাহলে আমাকে ইউটিউবে বা ফেসবুকে টিউমেন্টের মাধ্যমে জানান, দেয়ার চেষ্টা করব ইনশাআল্লহ।

তাহলে ১ম কোর্স শুরু করা যাক, আমাদের ১ম কোর্স Google SketchUp Bangla Tutorial

Google SketchUp Bangla Tutorial - Introduction

Google SketchUp সম্পর্কেঃ  উপরে অনেক কথা বলেছি, আর বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলছি স্কেচাপে খুব সহজে দ্রুত তম সময়ে স্টাকচারের 3D ভিউ নিয়ে কাজ করা যায়, আর সফটওয়্যারটি কিভাবে ফুলভার্সন করতে হয় তা আমার ফেসবুক পেজে একটি ভিডিও তে দেখানো আছে।

ভাল লাগলে Like করুন, মতামত জানাতে Comment করুন, বন্ধুদের জানাতে Share করুন

আমার ইউটিউব চ্যানেলঃ

ফেসবুকে আমিঃ  ফেসবুক পেজ

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস