অনেকে হয়ত বলবেন নিজের মাতৃভাষা বাংলাটাই ভালোভাবে টাইপ করে যেকোন পোষ্টে লেখাটাই কঠিন, আর উনি{আমি} কিনা বলছেন চাইনিজ লেখা বিষয়ে। ভাই আপনাদের জন্য বলছি আমি ঝামেলা তৈরি করছি না। যদিও পৃথিবীর কঠিন একটা ভাষা চাইনিজ ভাষা , কিন্তু এ ভাষার উচ্চারণ না শিখুন অন্তত এ সফ্টওয়ার দিয়ে ইংলিশ লেখা থেকে চাইনিজ লেখা কিভাবে লিখতে হয় সেটাতো দেখতে পারলেন। এটাইবা কম কিসের? সফ্টওয়ারটি একটু ব্যবহার করেই দেখুন না। ভালো কিংবা মন্দ লাগলো তা জানাবেন দয়া করে।
সফ্টওয়ারটি INSTALL হওয়ার পর এটা OPEN করুন। তারপর বাঁ পাশের Translation এ ক্লিক করুন। EMPTY বক্সে যেকোন ইংলিশ লেখা লিখুন। ধরুন লিখলাম MY NAME IS JONY। তারপর GO এ ক্লিক করুন। ঐ ইংলিশ লেখা থেকে চাইনিজ লেখা Translation হয়ে যাবে। Found 1 এ ক্লিক করলে লেখাটি বড় দেখাবে। সফ্টওয়ারটির ডাউনলোড লিংক: http://hotfile.com/dl/95481246/4c7d32e/CSS_v3.9.2_By_Adrian_Dennis.rar.html
এ ছাড়াও Symbol From our website এ ক্লিক করলে A to Z অনেক লেখা পাবেন। সেগুলো ক্লিক করে দেখুন। এছাড়াও অনেক অপশন্স রয়েছে।
আমি রাতপ্রহরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এ ছাড়াও আপনাদের জন্য দিলাম বিভিন্ন ধরনের ভাষার রুপান্তরের একটা চমৎকার website. এখানে যান http://translate.reference.com