আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই লেভেলের একটা ভিডিও মেকিং সফটওয়্যার।
যার মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হল এই সফটয়্যারটির সাইজ মাত্র ৪৫ এমবি এবং ইন্সটলেশনে কোনো জামেলা নাই। আসেন আমরা সফটয়্যারটি নামিয়ে নি এবং এক নজরে ফিচারস গুলো দেখে নি। ওহহো আমি বলতেই ভুলে গেসিলাম যে সফটয়্যারটির নাম কি? সফটয়্যারটির নাম হচ্ছে Easy Video Maker।
এখন আমি শুধু দেখাবো কিভাবে Easy video maker এ কাজ করতে হয় এবং কিভাবে ভিডিও অথবা ইমেজ অপেন করতে হয়।
ওপেন করার পর নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন।
উপরের লাল দাগ দেওয়া বক্সটি হচ্ছে টাইমলাইন বক্স। আর সবুজ দাগ দেওয়া বক্সট হচ্ছে আপনার লেয়ার বক্স। এখানেই আপনার সব কাজ করতে হবে।
এখন টাইমলাইনে আপনি যে কোনো একটি ভিডিও অথবা ইমেজ এড করুন। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে Add selected to তে ক্লিক করে video line এ ক্লিক করুন। দেখবেন ভিডিওটি লেয়ারে চলে গেছে।
দেখুন আমি দুইটি ভিডিও দুইটি লেয়ারে ওপেন করেছি। আপনারাও একবার চেষ্টা করে দেখুন তারপর নিজেরাই বুজবেন পরে কি করতে হবে।
লেয়ার থেকে ভিডিওটিতে রাইট ক্লিক করে বিভিন্ন ধরনের Effect দিতে পারবেন। আরো অনেক কাজ আছে যেগুলো আপনারা কাজ করতে করতে নিজেরাই বুজে যাবেন।
আপনার কাজ শেষ হলে ডান পাশের নিচ থেকে Render দিয়ে সেভ করে নিন। আর যদি আপনার কাজ সম্পূর্ন না হয় তাহলে আপনি ফাইল থেকে সেভ করে নিন (বাম পাশের উপরে), তাহলে ভিডিওটি পুনরায় এডিট করতে পারবেন।
আর কোনো সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।
আমি ইয়াছিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor soft