সকলকে অনেক অনেক শুবেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমার টিউন টি শুরু করছি । আজ আমি আপনাদের সকলকে নতুন কিছু ওয়েব সফটওয়ার এর সাথে পরিচিত করিয়ে দিব । অনেকের এই ওয়েব সফটওয়ার এর সম্পরকে জানা থাকতে পারে তাই এই টিউন টি তাদের জন্য । এই সব সফটওয়ার সম্পরকে জানা থাকতে পারে বলার কারণ এর আগের টিউনে আমি কিছু সফটওয়ার নিয়ে আলচনা করি তাতে একজন বলল সেই সফটওয়ার নিয়ে নাকি আগে ২-৩ টা টিউন হয়েছে । তাই আজকের টিউন টিতে যে সব সফটওয়ার নিয়ে লিখব তা নিয়ে যদি কন টিউন হয়ে থাকে তাহলে ওই টিউনারদের বলছি আপ্নারা আমাকে জানাবেন আমি আমার টিউন মুছে ফেলব ।
প্রথমে যে সফটওয়ার নিয়ে বলব তা হল XWebDesignor 1.4.9 r1 ।
এই সফটওয়ার এর কাজ হল আপনি আপনার সাইট ডিজাইন করার জন্য সহায়ক হিসেবে এটি ব্যবহার করতে পারেন । এতে করে আপনি আপনার সাইট টিকে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন ।দিতে পারবেন নানা মনরম ইফেক্ট । আর বেশি কিছু বললাম না আপ্নারা ব্যাবহার করলেই এর সুবধা গুলা বুঝতে পারবেন ।
1 .
2.
3.
4.
5.
6.
7.
এখান হতে ডাউনলড করুন ।
এবার যে সফটওয়ার নিয়ে বলব তা হল e WYSIWYG Web Builder 7.5.1
এটি একটি ওয়েব বিল্ডার সফটওয়ার ।এই সফটওয়ার দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর অনেক কিছু তইরি করতে পারবেন । মানে বিভিন্ন পরিবরতন করতে পারবেন ।
এখান হতে ডাউনলড করুন ।
আরেকটি ওয়েব সাইট ডিজাইন রার সফটওয়ার হল Website Styler 1.0
এটি এখান হতে ডাউনলড করুন ।
আরও কিছু " HTML " সফটওয়ার ছিল কিন্তু সময়ের জন্য লিখতে পারলাম না ।
তাই সত্যিই " সময় ও স্রোত কারও জন্য থেমে থাকে না "
আমার পোস্টটি কস্ট করে পরার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
ধন্যবাদ …
কাজের পোস্ট ..