Your Uninstaller-আনইনস্টল করার একটি দারুন সফটওয়্যার

আমরা পিসিতে অনেক সফটওয়্যার ইনস্টল করি। আবার আনইনস্টলও করি। ডিফল্টভাবে সাধারণত আমার কন্ট্রোল প্যানেলে গিয়ে "Add or Remove Programmes" এ গিয়ে আনইনস্টল করে থাকি। আবার কেউ কেউ Revo Uninstaller ও ব্যবহার করে থাকি। আমি এগুলোর মধ্যে প্রথমটি ব্যবহার করি না, কারণ এতে প্রোগ্রামগুলো সম্পূর্ণ রিমুভ হয় না। রেজিস্ট্রি থেকেই যায় আবার প্রোগ্রাম ফাইলস নামক ফোল্ডারে কিছু ফাইল থেকে যায় যেগুলো ম্যানুয়ালি ডিলিট করতে হয়। Xp তে ম্যানুয়ালি ডিলিট হতে চায় না। এ জন্য Your Uninstaller ব্যবহার করা ভালো।
এছাড়া এর আরো অনেক সুবিধা আছে।

Your Uninstaller

এই সফটওয়্যার টিতে Autofix, Refresh, Quick Uninstall,Advanced Uninstall,Search প্রভৃতি অপশন আছে। অটোফিক্স অপশন অটোমেটিকালী ফিক্সড করে থাকে। কোন প্রোগ্রাম ঠিকমতো ইনস্টল করা না হলে তা ফিক্সড করে থাকে। অধিকাংশ প্রোগ্রাম Quick Uninstall দিয়ে আনইনস্টল হয়। কিছু গুলোর ক্ষেত্রে Advanced Uninstall প্রযোজ্য।
Search Option দিয়ে খোজা যাবে কোন কোন প্রোগ্রাম চলছে।

এছাড়া ডিস্ক ক্লিনার অপশন আছে, যা অনেক জাঙ্ক ফাইল ডিলিট করে দেয়।যা ccleaner দিয়ে ডিলিট হয় না।এটা বেশ ভালো একটা সুবিধা।

স্টার্টআপ প্রোগ্রাম যোগ বা রিমুভ করার অপশন আছে এটাতে:

Trace Eraser অপশন
এ অপশন দিয়ে ইন্টানেট ব্রাউজারের হিস্টোরী,কুকিজ প্রভৃতি ডিলিট করার সুবিধা আছে।তবে এটা তেমন ভালো না।

File Shredder:
এ অপশনটিও যোগ করা আছে।

এছাড়া Windows tools (System Information, Diffragment , Security Centre প্রভৃতি), Start Menu ফিক্সড করার অপশন আছে।
টিউনটি হয়তো অনেকেই জানেন ।আমি শেয়ার করার জন্যই লিখলাম।
এটি ডাউনলোড করতে পারেন এখান থেকে:
যারা নিজের সাইটের অ্যাড পছন্দ করেন না তাদের জন্য

মিডিয়াফায়ার লিংক:

সিরিয়াল

আর যারা সাইটের বিজ্ঞাপন পছন্দ করেন তারা ডাউনলোড করতে পারেন এখান থেকে:

আমার সাইট থেকে

ভালো লাগলে জানাবেন। না লাগলেও জানাবেন। তবে আমি ক্রমাগত শিখছি।

Level 0

আমি শাহাদাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am shahadat from RUET. I am so simple.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল কাজের জিনিস

ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল মানের কাজের জিনিস।

অনেক ভাল একটি সফট আমি আর আগের থেকে ব্যবহার করতেছি

সুন্দর টিউন-সুন্দর সফট,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে ধন্যবাদ।

onek din theke use kortesi khuboi valo soft

revo pro এটার মতোই কাজ করে, আমার কাছে revo pro টাই ভালো মনে হয়

ভাই সফটওয়ার টি সম্পর্কে জান থাকলে ও আমার মত অনেকেরই বিস্তারিত জানা ছিল না। যাহা আপনার টিউন পড়ে জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

Revo Uninstaller এর সাথে পার্থক্য দেখালে ভাল হত, কোনটা ভালো।

যারা এই সফটয়্যার ডাউনলোড করেছেন বা করার চিন্তা করছেন,তাদের বলছি যদি কোন কারণে আপনার সিরিয়াল কি ব্ল্যাকলিস্টেড হয়ে যায় বা কাজ না করে বা কারো যদি একদম আপডেটেড ভার্সান ব্যাবহার করার ইচ্ছা থাকে তাহলে এইখানে কমেন্ট করবেন।আমি আপনাদের আপডেটেড ভার্সানের ডাইনলোড লিংক ক্র্যাকসহ দিয়ে দিব।আর শাহাদাত ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি উনার অনুমতি না নিয়ে কমেন্ট সেকশনে এই অফার দেওয়ার জন্যে।আপনি একবার এতো কষ্ট করে এতগুলো স্ক্রিনশট দিয়ে এত সুন্দর করে এই টিউনটি করেছেন,তাই আমি আবার নতুন করে এই নিয়ে টিউন করতে চাই না,কিন্তু এই সফটয়্যার ব্যাবহার করতে গিয়ে আমার কিছু সমস্যা হয়েছিলো,সেটা হলো সিরিয়াল কি কাজ না করা,অনেকের আমার মত এই সমস্যা হতে পারে ভেবেই এই কমেন্ট করা()আমি জানি না আপনি নিজে এই লিংক থেকে সফটয়্যারটি ডাউনলোড করে আপনার দেওয়া সিরিয়াল কি দিয়ে কাজ করে দেখেছেন কিনা,যদি আপনার ক্ষেত্রে কাজ করে তাহলে আমাকে নিজ গুনে ক্ষমা করে দিবেন আর এই কমেন্ট ডিলেট করে দিবেন…আপনাকে অসংখ্য ধন্যবাদ…

Level 0

আমি এই সফটওয়ারটি প্রায় ৪ বছর ব্যবহার করছি । সফটওয়ারটি ব্যবহার করা খুব সহজ ।