আমরা সাধারণত MSword থেকে PDF কনভার্ট করি। এর জন্য অনেক টুলস আছে। কিন্তু মাঝে মাঝে PDF থেকে MSword কনভার্ট করার দরকার হয় । PDF থেক Text গুলো Word এ কপি-পেস্ট করা যায়। ঝামেলা হয় তখনই যখন সেটিংস ঠিক রেখে একসাথে টেক্সট ও গ্রাফিক্সসহ ফাইলটিকে DOC ফাইলে পরিণত করতে হয়। এই কাজের জন্য যেসব টুলস আছে সেগুলো ঠিকমত কাজ করেনা। কাজ করে এমন যেগুলো পাওয়া যায় সেগুলো ও কিনতে হয় অনেক টাকা দিয়ে। তেমনি একটা টুল/সফটওয়্যার হল PDFZILLA.
PDFZILLA তে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলো হল:
কনভার্ট করবেন যেভাবে :
PDFZILLA দিয়ে Convert এর কাজটি করে নেয়া যায় সহজে। চলুন দেখা যাক কিভাবে কাজটি করতে হয়।
প্রথমে Add button ক্লিক করুন।
একটা PDF File সিলেক্ট করুন
এবার একটা output format নির্বাচন করুন।
এবার Output Folder টি নির্বাচন করে Start Converting Now করুন।
ব্যাস কাজ শেষ
Convert PDF to Word ছাড়া ও আরও যেসব ফরমেটে কনভার্ট করা যায় তা হল :
Convert PDF to RTF
Convert PDF to TXT
Convert PDF to Images ( BMP, JPG, GIF or TIF )
Convert PDF to HTML
Convert PDF to SWF (Flash Animation)
ডাউনলোড
এই সফটওয়্যারটির দাম $29.95 কিন্তু তারা সীমিত সময়ের জন্য বিনামূল্যে রেজিষ্ট্রেশন কোডসহ ডাউনলোডের সুবিধা দিচ্ছে। এই অফার চলবে ৫ই ফেব্রুয়ারী ২০১১ পযন্ত ।
ডাউনলোড করুন এখান থেকে
আর রেজি কী চাইলে দিয়ে দিন - 8061822TWDV6YUK
আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......
অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর টিউনটির জন্য।