PDFZILLA ডাউনলোড করুন করুন ফ্রী তে, সময় সীমিত। PDF থেকে কনভার্ট করুন ঝামেলা ছাড়াই….

আমরা সাধারণত MSword থেকে PDF  কনভার্ট করি। এর জন্য অনেক টুলস আছে। কিন্তু  মাঝে মাঝে PDF থেকে MSword কনভার্ট করার দরকার হয় । PDF  থেক Text গুলো Word এ কপি-পেস্ট করা যায়। ঝামেলা হয় তখনই যখন সেটিংস ঠিক রেখে একসাথে টেক্সট ও গ্রাফিক্সসহ ফাইলটিকে DOC ফাইলে পরিণত করতে হয়। এই কাজের জন্য যেসব টুলস আছে সেগুলো ঠিকমত কাজ করেনা। কাজ করে এমন যেগুলো পাওয়া যায় সেগুলো ও কিনতে হয় অনেক টাকা দিয়ে। তেমনি একটা টুল/সফটওয়্যার হল PDFZILLA.


PDFZilla

PDFZILLA তে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলো হল:

  • PDF Documents কে সহজে কনভার্ট করা যায়।
  • Text এবং Graphical Data সমৃদ্ধ PDF File কে কনভ্র্ট করা যায় কোয়ালিটি ঠিক রেখে।
  • কোন ডকুমেন্ট এর নির্দিষ্ট কিছু পেইজ চাইলে কনভার্ট করা যায়।
  • ইংরেজী ছাড়াও Besides English, PDFZilla Also supports German, French, Spanish, Italian এর মত ২০ টির বেশি ভাষা সাপোর্ট করে।  তাছাড়া সব Unicode Language PDF File সাপোর্ট করে। যেমন: and all Unicode Language PDF Files.
  • Batch Mode এ একসাথে ১০,০০০,০০০  PDF File কে Word এ কনভার্ট করা যায়।

কনভার্ট করবেন যেভাবে :

PDFZILLA  দিয়ে Convert এর কাজটি করে নেয়া যায় সহজে। চলুন দেখা যাক কিভাবে কাজটি করতে হয়।

প্রথমে  Add button ক্লিক করুন।

PDFZilla Tutorial Step 1

একটা  PDF File সিলেক্ট করুন

PDFZilla Tutorial Step 2

এবার একটা output format নির্বাচন করুন।

PDFZilla Tutorial Step 3

এবার Output Folder টি নির্বাচন করে Start Converting Now করুন।

PDFZilla Tutorial Step 4

ব্যাস কাজ শেষ

PDFZilla Tutorial Step 5

Convert PDF to Word ছাড়া ও আরও যেসব ফরমেটে কনভার্ট করা যায় তা হল :

Convert PDF to RTF
Convert PDF to TXT
Convert PDF to Images ( BMP, JPG, GIF or TIF )
Convert PDF to HTML
Convert PDF to SWF (Flash Animation)

ডাউনলোড

এই সফটওয়্যারটির দাম $29.95 কিন্তু তারা সীমিত সময়ের জন্য  বিনামূল্যে রেজিষ্ট্রেশন কোডসহ ডাউনলোডের সুবিধা দিচ্ছে। এই অফার চলবে ৫ই ফেব্রুয়ারী ২০১১ পযন্ত ।

ডাউনলোড করুন এখান থেকে

আর রেজি কী চাইলে দিয়ে দিন - 8061822TWDV6YUK

Level 0

আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর টিউনটির জন্য।

সুন্দর ও কাজের টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসাধারন। এমন কিছুই এতদিন খুজেঁ আসছিলাম। পেয়েগেলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব তা বলে বুঝাতে পারবনা।
অনেক সুন্দর টিউন।
ধন্যবাদ ভাল থাকবেন

কিছুকিছু pdf কে কনভার্ট করতে গেলে এই লিখাটা আসে , “this pdf file has been encypted please enter the password”
এটা থেকে কেমন করে মুক্তি পাব। জানালে উপকৃত হতাম।

    আপনার ফাইলটা পাসওয়ার্ড দেয়া। পাসওয়ার্ড ব্রেক করার নিয়ম নিয়ে এখানে কিছু টিউন আছে একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন……

অনেক ধন্যবাদ।

Level 0

কি যে উপকার করলেন তা ভাষায় প্রকাম করতে পারব না।

ভাই জান এটা নিয়ে আমি টিউন করেছিলাম…
https://www.techtunes.io/download/tune-id/44406/
আগামিতে টিউন করার সময় টিটির গুগল এ সার্চ দিয়ে টিউন করবেন।

    ফাইয়াদ ভাই আসলে আমি প্রথমে আপনার লিংকটা পাইনি। মহিসন ভাইয়েরটা পেয়ে আপনারটাও পেলাম। এতে আমাদের সকলের জন্য উপকারই বরং হয়েছে দুটো পোষ্ট ভিন্নভাবে পেয়ে। আর আসল কথা হল আপনারটা প্রপেশনাল সফটওয়ার। আর মহসিন ভাইয়েরটা ফ্রি। আর ফ্রির অফারটা স্বয়ং কর্তৃপক্ষই দিয়েছে। সম্ভবত মহসিন ভাই সেই ফ্রি অফারটার জন্য পোষ্টটি করেছেন। আপনি আর মহসিন ভাই দুজনকেই ধন্যবাদ।

    ok ঠিক আসে…চালিয়ে যান…দুইটি ভিন্ন জিনিস…tnx

    আপনার টিউনটা আমারটার চেয়েও ভাল হয়েছে। আসলে কামরুল ভাই যেটা বলেছে সেটাই আমার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ আপনাকে….

Level 0

Bhaia Licence key ta ki unlimited?

    মনে তো হয়……

    লাইসেন্সটা আনলিমিটেড হবে অবশ্যই। কর্তৃপক্ষ এটা দিয়েছে শুধু প্রচারণার উদ্দেশ্যে। তবে এ লাইসেন্স দিয়ে তাদের আপডেট ভার্সনটা সম্ভবত কাজ করবেনা বা এ ভার্সনকে আপডেট করা যাবেনা।

কি যে উপকার করলেন তা কিকরে বোঝাই, techtunes-এ রেজিষ্ট্রেশন করে এই প্রথম আপনাকে comment করলাম, ধন্যবাদ আপনাকে I

ভাই, অন্য একজনের রেফারেন্সে আপনার টিউন টা পেলাম, যদিও আমি অন্য একটা কনভার্টার ডাউনলোড করছি কিন্তু এটা দেখে ভাল মনে হচ্ছে তাই ডাওনলোড করছি। আচ্ছা এটা দিয়ে কি বাংলা পিডিএফ ও কি কনভার্ট করা যাবে?>?