কে হতে চায় রুবিক কিউবার [পর্ব–০৩] :: Rubik’s Cube নিয়ে এবার মজার কিছু প্যাটার্ন তৈরি করি (CheckerBoard Pattern)

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

(বিসমিল্লাহির রহমানির রহিম)

আসসালামু আলাইকুম।Rubik's Cube সিরিজের  ৩য়  টিউনে সবাইকে স্বাগতম। Rubik's Cube নামটি আমাদের অনেকের কাছেই পরিচিত। অনেকে আবার একে পাজেল নামেও চিনে থাকেন। যাই হোক এর সমাধান করা খুব একটা সহজ ব্যাপার না, অনেকটা ধাঁধাঁর মত।আজকে থাকছে CheckerBoard Pattern।

ডাউনলোড

রুবিক্স কিউবের দশটি মজার তথ্যঃ

•প্রফেসর এরনো রুবিক ১৯৭৪ সালে ম্যাজিক কিউব নামে একটি ধাঁধা যন্ত্র আবিষ্কার করেন। ১৯৭৭ সালে যা বুদাপেস্টের খেলনার দোকানগুলোতে জায়গা করে নেয়। এই ম্যাজিক কিউবটিই কিন্তু তোমাদের প্রিয় রুবিক্স কিউব।
•প্রতি সেকেন্ডে একবার ঘুরিয়ে রুবিক্স কিউবের সমস্ত সম্ভাব্য বিন্যাস তৈরি করতে ১৪০০ ট্রিলিয়ন বছর সময় লেগে যাবে, যেখানে এই মহাবিশ্বের বয়সই মাত্র ১৪ বিলিয়ন বছর!
•প্রতিটি সঠিক বিন্যাসে রুবিক্স কিউব ২০ বা তার চেয়ে কম সংখ্যক বার ঘুরাতে হয়।
•রুবিক্স কিউব ২৬ টি ছোট ছোট কিউব দিয়ে তৈরি। তাদের কিউবিস বা কিউবেলেট বলা হয়ে থাকে।
•১৯৮০ এবং ১৯৮১ সালে Toy Of The Year হয়েছিল রুবিক্স কিউব।
•রুবিক্স কিউব প্রায় ৪৩,২৫২,০০৩,২৭৪,
৪৮৯,৮৫৬,০০০ ভাবে সাজানো যায়। অর্থাৎ এর প্রায় ৪৩ কোয়াইনট্রিলিয়ন সংখ্যক সম্ভাব্য কনফিগারেশন রয়েছে!
•মাত্র ৫৭ মিলিমিটারের এই রুবিকস কিউবের সবগুলো সম্ভাব্যতা যদি এক সঙ্গে একটি মাত্র তলে পাশাপাশি মেলে ধরা হয় তাহলে তা গিয়ে ঠেকবে প্রায় ২৬১ আলোক বর্ষ দূরে!
•বর্তমানে সবচেয়ে দ্রুত রুবিক্স কিউব মেলানোর রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার Feliks Zemdegsএর দখলে। সে মাত্র ৪.৭৩ সেকেন্ডে রুবিক্স কিউব সমাধান করেছে!
•১৯৮২ সালে প্রথমবারের মত আন্তর্জাতিক রুবিক্স কিউব চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছিল।
•বিশ্বের সর্ববৃহৎ রুবিক্স কিউব অবস্থিত টেনেসীর নক্সভিলে শহরে। তিন মিটার উচ্চতার এই কিউবের ওজন প্রায় ৫০০ কেজি

যাবার আগে

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যাবার আগে যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি, মেধার বিকাশ ঘটাই। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ্‌  আগামী টিউনে।

সৌজন্যে :

Ashiq79Channel

আমার ব্লগ

মো আশিকুর রহমান

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস