بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(বিসমিল্লাহির রাহমানির রাহিম)
আসসালামু আলাইকুম। আমার ১০২ তম টিউনে এবং Rubik's Cube সিরিজের ২ তম টিউনে সবাইকে স্বাগতম। Rubik's Cube নামটি আমাদের অনেকের কাছেই পরিচিত। অনেকে আবার একে পাজেল নামেও চিনে থাকেন। যাই হোক এর সমাধান করা খুব একটা সহজ ব্যাপার না, অনেকটা ধাঁধাঁর মত।
3X3 Rubic's Cube কত সহজে এর সমাধান করা যায় তা নিয়ে আমার ১ম টিউন Rubik’s Cube এর সমাধান করুন মাত্র ১৫ মিনিটে (বাংলা টিউটোরিয়াল ) টি দেখে নিতে পারেন। ১ম টিউনের পরও অনেকেই হয়ত ১ম ২টি লেয়ার মিলাতে পেরেছেন, কিন্তু ৩য় লেয়ারে আটকে গেছেন। যাই হোক তাদের উদ্দ্যেশে ৩য় লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার এই সিরিজের ২য় টিউনে ।
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Rubik's Cube এর সবচেয়ে সেরা Timer এবং Trainer সফটওয়্যার, ডাউনলোড করুন এক্ষুনি, আপনার মোবাইল ফোনের জন্য, সরাসরি প্লে স্টোর থেকে।
Cube Master for Rubik’s Cube(Click Here)
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যাবার আগে যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি, মেধার বিকাশ ঘটাই। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ্ আগামী টিউনে।
সৌজন্যে :
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি