সত্যিকার অর্থেই টরেন্টের স্পিড বাড়ান নতুন ট্র্যাকার এড করে (টরেন্ট নিয়ে সিরিজ টিউন-২) !

Torrent দিয়ে ডাউনলোড নিয়ে একটা টিউন করেছিলাম টেকটিউনসে। সেটা অনেকে পড়ে উপকৃত হয়েছেন জানিয়েছিলেন। কিন্তু টরেন্টে ডাউনলোডের সময় ভাল স্পিড পাচ্ছিলেন না বলে অনেকে জানিয়েছিলেন। আমি লিখেছিলামও, কিন্তু সংক্ষেপ করে। ফলে অনেকে বোঝেন নি। মনে হয়েছিল টিউনটি অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। সেই অসম্পুর্ণ টিউনের সম্পূর্ণতা আনতেই আজকের পোস্ট।

তবে আগেই বলে রাখছি ঐ পোস্টটা না পড়লে অনেকেই এই পোস্টের আগা মাথা কিছু বুঝবেন না। তাই আগে ঐটা পরে নিন যারা নতুন।

পড়তে এই লিঙ্কে ক্লিক করুন।

প্রথমে একটি টরেন্ট ডাউনলোড শুরু করি আসুন:

  • http://www.torrentz.com/ এ যান। এটি একটি টরেন্ট সার্চ ইঞ্জিন।
  • যে ফাইল ডাউনলোড করবেন তার নাম লিখুন। এখানে আমি হ্যারি পটার এন্ড দা হাফ ব্লাড প্রিন্স পার্ট-১ ডাউনলোড করছি। এন্টার দিন বা সার্চ ক্লিক করুন।

  • সার্চ রেজাল্ট দেখাবে। সেখান থেকে আমি প্রথম রেজাল্টে ক্লিক করলাম। কেন ঐটা? কেননা লক্ষ্য করলে দেখবেন এর সিডার(যারা ডাউনলোড করতে দিচ্ছে) সংখ্যা অনেক বেশি। সেজন্যই আমি এইটাতে ক্লিক করেছি।
  • ক্লিকের পর দেখবেন যে যে সাইটে সিডার অনেক বেশি সেটায় সবসময় ক্লিক করবেন।
  • এর পর যে পেইজটি আসবে তা খুব গুরুত্বপূর্ণ। এটি ক্লোজ করবেন না। এখানে দেখুন অনেক টরেন্ট প্রোভাইডিং সাইটের লিঙ্ক দেখাচ্ছে। মানে কোন কোন সাইটে এই টরেন্টটা আছে তার লিস্ট। আপনি btjunkie/alive torrent/kickass torrent একটায় রাইট ক্লিক করে নিউ ট্যাব/উইন্ডো খুলে প্রবেশ করুন। এখানে ডাউনলোড লিঙ্ক থেকে টরেন্টটা ডাউনলোড করে নিন।


Don't Close this page

  • ওপেন করুন মিউটরেন্ট দিয়ে। দেখুন কি কি ডাউনলোড হবে তা দেখাচ্ছে। এবার সেইভের জায়গা দেখিয়ে ওকে দেন। অপেক্ষা করুন।

  • * ভাল স্পিড পেলে আর কিছু করতে হবেনা। তবে ভাল স্পিড না পেলে(যেমন-আপনার ৫১২ কেবি লাইনে আপনি স্পিড ৫১২ পাচ্ছেন না, ২৫৬ কেবি পাচ্ছেন এমন হলে) যে পেইজটা ক্লোজ করিনি সেই পেইজে ব্যাক করুন।
  • * স্ক্রল করে নিচে যান। ট্রাকার গুলো ছবির মত এক এক করে কপি করুন। পেস্ট করুন এনে মিউটরেন্টে যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে ফাইলের প্রোপারটিজে গিয়ে পাওয়া ট্রাকার বক্সে গ্যাপ দিয়ে দিয়ে।


  • এবার ওকে করে আবার ফাইলে রাইট ক্লিক করে আপডেট ট্রাকার দিন।

এবার একটু অপেক্ষা করুন আর মজা দেখুন

তবে!!!!!!

আপনার কানেকশন স্পিডই যদি ৫-৬কেবি হয়, স্পিড আর কি বাড়বে বলে মনে হয়? হা হা !!

এই লেখাটি উৎসর্গ করলাম আমার অনেক প্রিয় ছোটবেলার বন্ধু আজাদ আহমদকে। ও United Kingdom থাকে। আজ ওর জন্মদিন।

ভাল থাকুন সবাই।

To know more about bit torrent. Browse wikipedia.

Level 2

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুঃখিত!!!!
—————————————
টেকটিউনস এর ইমেইজ রিসাইজ অপশনটা কাজ করছেনা। তাই আমাকে বাধ্য হয়ে এমন বড় করে ছবিগুলো রাখতে হচ্ছে। ভিজুয়াল এডিটর কাজ করছে না। বুঝলাম না কেন এমন হচ্ছে। যত তাড়াতাড়ি পারি ঠিক করে দিব।
—————————————————————————————————————————-

আমি কখনো টরেন্ট থেকে ডাউনলোড করিনাই বা দরকারও হয় নাই তাই এইটার ভাল খারাপ বলতে পারবনা।
তবে যেহেতু দিহান ভাইয়ের টিউন সেহেতু টিউনটা ভাল হওয়াই স্বাভাবিক এবং আমাকেও একটা ভাল টিউনে কমেন্ট করতেই হবে।
অনেক অনেক ধন্যবাদ হিমায়িত দিহান ভাই সুন্দর টিউনটির জন্য।

    হা হা! ধন্যবাদ। আসলে মুভি বা বিশাল ফাইল শেয়ারিং(বর্তমানে ডাউনলোড) করার জন্য টরেন্ট এখন সবচেয়ে ভাল উপায়।

জটিল লাগে কেন 😉 । দেখি আরেকবার পড়ি। হি হি হি। আপনাকে টরেন্টগুরু ডাকতে হবে এখন থেকে।

Level 0

টরেন্ট নিয়ে অনেক কিছু জানার ছিলো…মোটামুটি সব ই জানলাম…
একটা প্রশ্ন, ২০ জিবি র একটা ফাইল এর ২৫% ডাউনলোড হওয়ার পর এই মুহূর্তে এক্সপি সেটাপ দিতে হবে…কি করা যায়, জানাবেন।

    আর বলবেন না। এটা ভাবছিলাম শিখব ইন্টারনেট ঘেঁটে। শেখা হল না। লজ্জার সাথে বলছি একটু ওয়েব ঘেঁটে শিখে নিন।

    ডাউনলোড লিংক কপি করে রাখেন এবং ফরমেট করার পর টরেন্ট ডাউনলোডারের এড লিংক এ লিংকটি পেষ্ট করে মূল ফাইল যেখানে অাছে সেখানে ডাউনলোড দিন। অাশা করি কাজ হবে।

এখন বুজলাম কিভাবে এই কাজ টা করব…বাচা গেল।আগে তো মিউ টরেন্ট এ কিছু কিছু তে স্পীড কম পাইতাম… এখন আর সমস্যা হবে না। টিউন টা আসলেই খুব দরকার ই টিউন।। অনেকের উপকার এ আসবে (আমি সহ) ।। 🙂 আর একটা কথা এইটা কি ভুজ এও কাজ করবে?

    কাজ তো করবে। সূত্র ঠিক তো অংক মিলবেই। ভুজে কোন জায়গায় পেস্ট করতে হয় তা মনে নেই।

অনেক দিন পর আপনাকে টিটিতে দেখলাম দিহান ভাই। টিউন খুব ভালো হয়েছে তবে বেশি ট্র্যাকার এড করলে কিন্তু আপলোডও করতে হয় প্রচুর।

    আরিফ ভাই আনলিমিটেড নেট যাদের নেই তারা টরেন্ট ব্যবহার করেও না। ঠিক না?

সুন্দর উপস্থাপনা ধন্যবাদ আপনাকে।

    সুন্দর আর করতে পারলাম কই? ছবি গুলা কেমন বাজে হইছে আর টিটির ভিজুয়াল এডিটর গেল কই? ছবিগুলা সাইজ করতে পারছি না।
    ভাল থাকেন

তবে আগেই বলে রাখছি ঐ পোস্টটা না পড়লে অনেকেই এই পোস্টের আগা মাথা কিছু বুঝবেন না। তাই আগে ঐটা পরে নিন যারা নতুন।

হা ভাই আগের টা পড়ার জন্য চলে যাচ্ছি। ভাল থাকুন।

অনেক অনেক ধন্যবাদ হিমায়িত দিহান ভাই সুন্দর টিউনটির জন্য।
অনেক দিন পর আপনাকে টিটিতে দেখলাম দিহান ভাই। ব্যস্ত নাকি …?

Level 0

ধন্যবাদ হিমায়িত দিহান ভাই সুন্দর টিউনটির জন্য।

অনেক কাজে লাগবে, ধন্যবাদ!

Level 0

জোসস একটা টিউন…

ধন্যবাদ। অনেকদিন থেকে ব্যবহার করি। আশা করি আপনার টিউনটি কাজে লাগাতে পারব।

ধন্যবাদ। অনেকদিন থেকে torrent ব্যবহার করি। আশা করি আপনার টিউনটি কাজে লাগাতে পারব।

হিমায়িত দিহান ভাই আপনার টরেন্ট নিয়ে লেখা মেগা টিউনটি পড়ে আমি সর্বপ্রথম টরেন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা পাই,এর আগে আমি টরেন্ট সম্পর্কে কিছুই জানতাম না বলা যায়,জানতাম টরেন্ট থেকে ডাউনলোড করা যায়,কি কি সফটয়্যার দিয়ে ডাউনলোড করা যায় তাও জানতাম।কিন্তু মুল খুটিনাটি টেকনিকগুলো কিছুই জানতামতাম। আপনার টিউনটি পড়ে টরেন্ট বকলম থেকে টরেন্ট গুরু না হলেও এখন জানি টরেন্ট ডাউনলোড করার জন্যে কি কি জিনিস গুরুত্বপুর্ণ।ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।বিনয়ের সাথে একটা কথা বলি আমার মুলত টেকটিউনসে রেজিস্ট্রেশন করার পেছনে দুইটা কারণ আছে্টা১)এক নাম্বার আপনার টরেন্ট মেগাটিউনটার জন্যে আপনাকে ধন্যবাদ জানানো(যেহেতু রেজিস্ট্রেশন না করে সব টিউন পড়তে পারি,সেহেতু রেজিস্ট্রেশন করার কোন কারণ আমি দেখতাম না,তারপরেও আপনার টিউনটি পড়ে এই জিনিস আপনি মানুষের মাঝে শেয়ার করেছেন কোন কিছু পাওয়ার আশা ছাড়াই,আর আমি সামান্য একটা ধন্যবাদ বলার জন্যে এইখানে রেজিস্ট্রেশন করতে পারব না?যাই হোক আপনার জন্যেই কিন্তু টিটি আরেকটা টিউনার পেয়ে গেলো।আমি দুই দিনে ৩ টা টিউন করেও ফেললাম,ভালো খারাপ বুঝি না,যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।)২)দুই নাম্বার কারণ হলো আতাউর ভাই,আমার টিউন যদি কারো পছন্দ নাও হয়,আতাউর ভাই তার মধ্যেও ভালো কিছু বের করে উৎসাহ ব্যাঞ্জক কিছু কথা মন্তব্য হিসেবে লিখে দিবেন।আমি আমার এক জীবনে এইরকম ভালো মানুষ হাতে গোনা কয়েকজন মাত্র দেখেছি।যাই হোক এই কমেন্ট আর বড় করতে চাই না,কারণ আপনি পড়তে পড়তে কনফার্ম এখন আমাকে গালি দেওয়া শুরু করেছেন এতবড় কমেন্ট এর জন্যে।কিন্তু কি করব বলেন,আপনাদের গুনকীর্তন করা থেকে নিজেকে যে বিরত করতে পারি না,এই দেখেন এই বাহানায় কমেন্ট আরো বড় হয়ে যাচ্ছে 😀 ….ভালো থাকবেনে আর আমাদের মাঝে এই রকম আরো ভাল ভাল টিউন নিয়ে আবারো খুব শীগ্রি হাজির হবেন এই কামনায় শেষ করছি,আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আরে কি যে বলেন। বড় কমেন্ট সবাই বরং চায় বেশি করে। আর আপনার লাস্ট পোস্টটা কিন্তু আমার দারুন কাজে লাগবে বলে মনে হচ্ছে। দারুন করেছেন।

জসিল্লা টিউন।

Level 0

হিমায়িত দিহান ভাই, কাজের ??? ধন্যবাদ টিউনের জন্য,,,,,,,।

হিমায়িত দিহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপুর্ণ টিউনটি করায়।

আমার মিউ টরেন্টে স্পিড ঠিক আছে কিন্তু stable থাকে না, খুব বেশি উঠা নামা করে

আমার দেখা অন্যতম সেরা টিউন আপনার সেই প্রথম টিউন।

    হা হা ! সহজ সমাধান আছে। http://www.6ybh-upload.com এ যান, নতুন আইডি বানান। এর পর upload ক্লিক করুন। দেখবেন একটা অপশন আছে নাম leech torrent ঐটায় টরেন্ট ফাইলটা দেখিয়ে দিন। একটু পরে ঐটা এখানে আপলোড হয়ে যাবে। তারপর রিজিউম সাপোর্ট সহ পুরা স্পিডে ধুমায়া ডাউনলোড করেন এই সাইটের দেয়া লিঙ্ক থেকে।

    ———–
    আর ঐ টিউন অনেক দিন লাগিয়ে করা, একটু কাজে লাগ্লে আমারই ভাল লাগে।

Level 0

ধন্যবাদ। ব্যাপারটা জানা ছিল না আগে।

Level 0

দিহান ভাইকে ধন্যবাদ একটি চমৎকার পোস্টের জন্য। তবে বিনীত ভাবে বলতে চাই, ট্রাকার সংখ্যা বাড়ালে উক্ত ট্রাকারদের সাথে যোগাযোগের জন্য যে রিকোয়েস্ট ক্লায়েন্টকে (অর্থাৎ আপনার টরেন্ট ডাউনলোডারকে) পাঠাতে হয় তাতে আপনার ব্যান্ডউডথের একটা অংশ ব্যয় যা ডাইনলোড/আপলোডের গতি কমিয়ে ফেলতে পারে। সহজ কথায়, অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট!

তবে বহুল প্রচলিত ট্র্যাকারগুলো ব্যবহার করতে পারেন যা সাধারণতঃ টরেন্ট ফাইলের সাথেই যুক্ত থাকে।

Level 0

amazing post…..

ধন্যবাদ না দিলে কাজটা বেআইনি হয়ে যাবে। তবে কতটুকু দেওয়া দরকার তা বুঝছিনা।

" অ সা ধা র ণ "

আরে এ কি ? আপনি তো ফাটাইয়া ফেললেন !

আচ্ছা একটা প্রশ্ন ছিলো, অনেক ব্রডব্যান্ডে লোকাল এরিয়া নেটয়ার্কের ক্যালানে ৮-১০ কেবির নেটেও ২০০-৩০০ কেবি স্পিড পাওয়া যায়, এমন আমার নেটেও আছে, অনেক খুজে কয়েকটা পেয়েছি, আরো যদি থাকে তাহলে কিভাবে তা খুজে বের করবো ?

Level 0

দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যারা নিজের জন্য কিছু করেন না, যারা মানুষকে দিয়েই তৃপ্তির ঢেকুর তোলেন, তবে তারা সংখ্যায় বড় অল্প।
কিছু মানুষ আছেন গণতন্ত্রের এ্যাওয়ার্ড কিনে নেন।
আবার কিছু আছেন যাদেরকে মানুষ কলিজার ভেতর থেকে অনেক কিছু দিয়ে দেন।
দিহানের জন্য প্রার্থনা রইল।

হিমায়িত ভাই, মিঊ টরেন্টের নিচে একটি লাল আশ্চর্যবোধক চিহ্ন (!) উঠে আছে। স্পিড পাচ্ছি খুবই কম 0.1-0.2 kB/s! লাল আশ্চর্যবোধক চিহ্নের উপর মাউসের পয়েন্টার নিলে এই লেখাটি দেখায়ঃ

Not connectable, a firewall/router is limiting your network traffic, you need to open up a port, so others can connect to you

কি করলে পোর্ট খুলবে এবং সমস্যার সমাধান হবে জানালে খুশি হব।

আমি বাংলালিঙ্ক ইন্টারনেট দিয়ে মোবাইল ফোনকে মডেম হিসাবে ইউজ করছি

Level 0

অসাধারন, জবরদস্ত, চমৎকার
এক কথায় অদ্ভুত ……………………।

Level 0

vai, hash kivabe use korte hoy seta aktu janan.

Level 0

vai, hash ar use kivabe korte hoy.

ভাই, একটা সমস্যা। আমার বিটটরেন্টে কতকগুলো সিনেমা ডাউনলোড হইতেছিলো। হঠাত করে, এখন দেখি আর ডাউনলোড হয় না। সিড আছে, ব্রাকেটের ভিতরে। কিন্তু ডাউনলোড পুরা অফ। কি করবো ভাই?

দিহান ভাই, আজকে দুইদিন থেকে অপেক্ষা করে আছি। কিন্তু, কোনো ফায়দা হয় নাই। ব্যাপারটা কি একটু খুলে বলবেন? নতুন কোনো টরেন্ট এড করলেও কোনো লাভ হয় না। ডাউনলোড পুরো অফ হয়ে আছে। সবগুলো সিনেমার ৫০-৬০% হয়ে গেছে। কি যে করি!

    @dascapital09: আপনি কি বাংলালায়ন ব্যবহার করেন? সেক্ষেত্রে এটি বাংলালায়নের কাম। ওরা টরেন্ট বন্ধ করে দিচ্ছে।

হায় হায়! এখন কি করবো ভাই? উপায় বলেন। বাংলালায়ন কি এরকম করে নাকি? জানিই তো না। ধুর।
কমপ্লেইন করবো?

ভাই, আপনের ফেইসবুক আইডি/মেইল এড্রেস টা কি দেয়া যায়? আমার মেইল আইডি হলো: [email protected]

ভাই, স্ক্রীনশটগুলার এই অবস্থা কেন? বাংলা টরেন্ট ভাল না। ৫ ডলার চায় 🙁 । কিন্তু ওদের কালেকশন ভাল।

টরেন্ট ডাউনলোড আপনার কাছ থেকেই শিখতেছি। অনেক ধন্যবাদ

Level 0

দিহান ভাই আমার তো স্পীড বাড়ছে না।সিস্টেম তো মনে হচ্ছে সব ঠিক ই আছে।

Level 0

nice tune..thanks 🙂