আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন টি শুরু করছি ।
এই টিউনে আমি আপনাদের কিছু সফটওয়ার এর সাথে পরিচয় করিয়ে দেব ।
প্রথমে Mp3 to ringtone Gold সফটওয়ার এর সাথে পরিচয় করিয়ে দেব । সফটওয়ার টির বেশ কিছু অসাধারন ফিচার রয়েছে । যেমন এই সফটওয়ার টি দিয়ে যে কন গান অথবা সাউন্ড হতে Ringtone Create করতে পারবেন ।
এ ছারাও এই সফটওয়ার এর Big Mp3 To Small ফিচার দিয়ে ১০০ এমবি মেমরি তে ১০০ গান রাখতে পারবেন । এই কনভারটার এর বহুমুখি ব্যবহারে আপনি always একে Use করবেন ।
এখন আরেকটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব । PICASA 3 একটি আসাধারন পিকচার ভিউয়ার . এই পিকচার ভিউয়ার ভিউয়ার দেখতে যেমন সুন্দর তেমনি এর রয়েছে বেশ কিছু স্পেশাল ইফেক্ট যেমন এই পিকচার ভিউয়ার দিয়া আপনি পিকচার এর কাস্টমাইজেশন করতে পারবেন । ছবি বিভিন্ন ওয়েব সাইট এ ছবি Upload করতে পারবেন । এ ছারাও আপনার যদি ওয়েব কেম থাকে তাহলে তা ব্যবহার করতে আপনার সফটওয়ার লাগবে না । আপনি সরাসরি তা ব্যবহার করতে পারবেন । এ ছারাও আপনি এ সফটওয়ার দিয়ে আপনি মুভি এর প্রেসেনটেশান , ফটো কপি করতে , ছবি ইমেইল করতে , ছবি প্রিন্ট করতে , ছবির College বানাতে , ছবি Publish করতে , Poster বানাতে পারবেন ।
Nokia_Ovi_Suite_webinstaller এ সফটওয়ার নকিয়া পিসি সুইট এর অন্ন যে কন ভারশন হতে অনেক বেশি সুন্দর এবং Useful । বাবহারে সুবিধা ।
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
ধন্যবাদ ভয়ঙ্কর মৃত্যু