ক্রিকেটের রান গুণুন একদম টিভির মতো পদ্ধতিতে!!!

ক্রিকেট (Cricket) তো সবাই খেলেন। ডাকলে আগে আগে ছুটে যান। কিন্তু যদি রান গণনার খাতা যদি হাতে ধরিয়ে দেওয়া হয় তবেই বাঁধে বিপত্তি। কেউই তা করতে চায় না।

আবার কে্‌উ করতে চাইলেও দেখা যায় শুধু ওভারগুলোর হিসাব রাখতে পারছে, ব্যাট্‌সম্যানের ব্যক্তিগত রান হিসাব করতে পারে না। কারণ, সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়। আবার ব্যাট্‌সম্যানও মনক্ষুন্ন হতে পারেন। তাই এসব ঝামেলা থেকে মুক্তি পেতে নিচের এক্সেল ডাটাবেইজটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন!!!(zippyshare)

ডানপাশের কমলা রঙের DOWNLOAD NOW তে ক্লিক করলে প্রথমবার নতুন একটি পেইজ/পপ আপ পেইজ ওপেন হবে। এক্ষেত্রে আগের ট্যাবে থেকেই দ্বিতীয়বার DOWNLOAD NOW তে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন!!!(google drive)

একদমই যারা ডাউনলোড করতে পারছেন না, তারা ফেইসবুক গ্রুপ থেকে ডাউনলোড করুন। লিংক এই:

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন!!!(Facebook Group)

 

 

আর কীভাবে ব্যবহার করবেন তা দেখতে নিচের ক্লিক করুন।

ফিচারসমূহ:

১। প্রতিটা দলের খেলোয়াড়দের (Player Name) নামসমূহ সেইভ করে রাখার ব্যবস্থা আছে।

২। খেলার সময় হঠাৎ করে কোনো বোলার বল বন্ধ করে অন্য ওভার চালু করার সুবিধাও আছে। একই সুবিধা (Retired Hurt) ব্যাট্‌সম্যানদের জন্যও আছে।

৩। একজন ব্যাট্‌সম্যান আউট গেলে কীভাবে আউট গেল, কে ক্যাচ করলো, কে থ্রো করে রান আউট করলো তা এক মুহূর্তেই করা সম্ভব।

৪। রানের জন্য প্রায় সব ধরনের গ্রাফই আছে এতে।

৫। বর্তমান রানরেট (Current Run Rate), শেষ পাঁচ ওভারে কত রান এসেছে, কত করে রানরেট দরকার (Required Run Rate) সবই স্বয়ংক্রীয় ভাবে হিসাব রাখে।

৬। ব্যবহার করা খুবই সহজ।

বি:দ্র: যদি কখনও লিংকে প্রবলেম হয় তাহলে আমাকে ফেইসবুকে ইনবক্সে জানাবেন। ঠিক করে দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ।

আজকের মতো এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Youtube Channel>> সাবস্ক্রাইব করুন।

Me on Facebook>> ফেইসবুকে আমি।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধুমাত্র ধন্যবাদ দেয়ার জন্যেই লগইন করলাম। অনেকদিন থেকেই এমন একটি টিউন খুজছিলাম। আবারো ধন্যবাদ আপনাকে।