শুরু হচ্ছে আইপিএল। জমজমাট এই ক্রিকেট আসরের একটি দল কলকাতা নাইট রাইডার্স।
আমার মনে হয় এই সর্ম্পকে আমরা সবাই জানি তাই বেশি কিছু লিখতে চাচ্ছিনা যা হোক কাজের কথায় আসি আপনারা কেহ যদি কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ওয়েব সাইটে না গিয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি একবার ঘুরে আসতে পারেন।আমার মতো আপনারও ভাল লাগবে সাইটি।
কলকাতা নাইট রাইডার্সের সাইটে আপনি যা পাবেন -
* Wallpapers
* Desktop Themes
* Word press Themes
* Screen savers
* Photos
* Web Badges
এছাড়াও আমি আপনাদের যে কারণে ভিজিট করতে বলবো তাহলো আপনি এখানে ভোট দিয়ে কলকাতা নাইট রাইডার্সে ফেবারেট কে তা নির্বাচন করতে পারবেন এবং খুশির খবর এই যে বর্তমানে এক নম্বারে আছে আমাদের মাশরাফি।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
মইন ভাই ঠিক এরকম একটা টিউন আমি লিখে রেডী করছিলাম। আর তখনই দেখি আপনি করে ফেলেছেন। যাই হোক আমার মূল বিষয় ছিল মাশরাফিকে ভোট করার জন্য। আপনি মাশরাফিকে ভোট করার জন্য আরেকটি কিছু লিখে সরাসরি ভোটের জন্য একটা লিংক দেন। কারন এটা খুবই দরকার।