পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, ফেব্রুয়ারী ২০১১ (রিজিউমেবল ডাউনলোড লিংক)

অন্তর্জালে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অজস্র তথ্য হাতের মুঠোয় পাওয়াটা নিঃশন্দেহে একটা আশির্বাদ।  কিন্তু এই বিরাট তথ্যভান্ডারের একটা বড় খারাপ দিক হচ্ছে বিভিন্ন সাইটের দেয়া তথ্যগুলোর অনেকাংশ প্রায়ই অসত্য আর অসম্পূর্ন হয়। আর  তথ্যসাগরে হাবুডুবু খেতে খেতে চোখ এড়িয়ে যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ খবর। আর এ কারণেই মাসিক ম্যাগাজিন পড়ার আবেদন এখনও কমেনি। মূল কারণ- ম্যাগাজিনে তথ্যগুলো খুব গুছিয়ে সাজানো থাকে।

টেকবিশ্বের সব গুরুত্বপূর্ণ সব খবরাখবর জানতে আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন PC WORLD.  এই ম্যাগাজিনের ভাষা/লেখনী সহজবোধ্য, রিভিউগুলো বিশ্বাসযোগ্য এবং টিপসগুলো খুবই কাজে দেয়। একটি সংখ্যা পড়েই দেখুন, পিসি ওয়ার্ল্ড এর প্রেমে পড়বেনই!

ম্যাগাজিনটির লেটেস্ট সংখ্যা ফেব্রুয়ারী, ২০১১ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পারলে বস অন্যান্য ম্যাগাজিনে যেমনঃ কম্পউটার টুমোরো ইত্যাদি ইত্যাদি দিলে ভালো হয়।

    কম্পিউটার টুমরোর স্ক্যান করা পিডিএফ দেখিনি এখনও। বাংলাদেশী ম্যাগাজিনগুলার ডিজিটাল কপি দূর্লভ ভাই

আপ্নের লিঙ্ক থেকে ডাউনলোড করতে যেয়ে জান বের হয়ে যাচ্ছে, অবশেষে গুগল সার্চ করে http://www.fileserve.com/file/qJBQxza এই লিঙ্ক থেকে ট্রাই করছি।

    ফাইলসার্ভ কি ফ্রি ইউজারদের রিজিউম সাপোর্ট দেয়? মাত্র ৩০ সেকেন্ড ওয়েটিং টাইম সহ্য করে যদি রিজিউম সুবিধা পাওয়া যায়, তাহলে সেটাই আমার কাছে অনেক বেশী যুক্তিযুক্ত। অবশ্য এই ৩০ সেকেন্ডে যদি জান বের হয়ে যায় তাহলে অন্য ব্যাপার 😛

    দুইটা সাইটের তুলনা দেখুন- http://img7.imageshack.us/i/6ybh.png/

ভাই মিডিয়া ফায়ারের লিঙ্ক দেওয়া যায় না।

    আমি নিজেও মিডিয়াফায়ারের ফ্যান! নিজের হার্ডডিস্ক থেকে আপলোড করতে পারলে অবশ্যই মিডিয়াফায়ারেই দিতাম। কিন্তু ভাই, এই দরিদ্র আপলোড স্পিডে (৫কেবি/সেকেন্ড) যদি ৩৫মেগাবাইট আপ করতে চাই তাহলে ঘন্টা লেগে যাবে। তারপরও আছে করাপ্ট করার সম্ভাবনা 🙁 তাই রিমোট আপলোডই ভরসা। আমি যে সাইটে রিমোট আপলোড করেছি সেখানে মিডিয়াফায়ারের সব সুবিধাই পাবেন (ফ্রি ইউজার হিসেবে ডাউনলোড ম্যানেজার সাপোর্ট, রিজিউম সুবিধা ইত্যাদি)। ওয়েটিং টাইমটা বাদে এই সাইটটা খুবই ভাল সার্ভিস দেয় 🙂

আপলোডিং সাইটটির ডাউনলোড কাউন্টার অনুযায়ী এখন পর্যন্ত ৭০ জন এই ফাইলটি ডাউনলোড করেছেন। এই ৭০ জন ইউজারের সবাই পোস্টের মন্তব্যে “ধন্যবাদ” দিতে ভুলে গিয়েছেন, এইটা তেমন কোন বড় বিষয়ই না! (মাইন্ড করিনাই) 😛 তবে যে দুইজন ইউজার এই নিরিহ পোস্টে থাম্ব ডাউন দিয়ে গিয়েছেন তাদের অপছন্দের পিছনের কারণটা জানতে ইচ্ছে করছে। আমার মত নগন্য মানুষকে ভুল শুধরে দেয়ার দায়িত্ব ত আপনাদেরই, তাইনা?

হা হা, মন খারাপ কইরেন না। পোলাপাইন ভালা জিনিসের মর্ম বুঝতে একটু টাইম নিতাছে। …………… ধন্যবাদ।

    মন খারাপের প্রশ্নই আসেনা! শুধু মাঝেমধ্যে একটুখানি চাপা অভিমান জেগে উঠে, শ্রেফ ছেলেমানুষী ছাড়া আর কিছুনা। মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

আমার Avast free antivirus malicious web URL দেখায়(download link টিকে) এবং block করে দেয়।

    নিশ্চিতভাবে বলতে পারি অ্যাভাস্ট ফলস পজিটিভ দিচ্ছে। অ্যাভাস্ট, আভিরা আর এভিজি অপছন্দ করি তার মূল কারণ- মাত্রারিক্ত ফলস পজিটিভ রেট। পেইড এন্টিভাইরাসের মধ্যে ক্যাস্পারস্কি, নরটন(নতুনটা), নড ৩২ আর ফ্রি এর মধ্যে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস ব্যবহার করতে পারেন।

Level 0

thanks vai………………

Comments are closed.