অন্তর্জালে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অজস্র তথ্য হাতের মুঠোয় পাওয়াটা নিঃশন্দেহে একটা আশির্বাদ। কিন্তু এই বিরাট তথ্যভান্ডারের একটা বড় খারাপ দিক হচ্ছে বিভিন্ন সাইটের দেয়া তথ্যগুলোর অনেকাংশ প্রায়ই অসত্য আর অসম্পূর্ন হয়। আর তথ্যসাগরে হাবুডুবু খেতে খেতে চোখ এড়িয়ে যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ খবর। আর এ কারণেই মাসিক ম্যাগাজিন পড়ার আবেদন এখনও কমেনি। মূল কারণ- ম্যাগাজিনে তথ্যগুলো খুব গুছিয়ে সাজানো থাকে।
টেকবিশ্বের সব গুরুত্বপূর্ণ সব খবরাখবর জানতে আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন PC WORLD. এই ম্যাগাজিনের ভাষা/লেখনী সহজবোধ্য, রিভিউগুলো বিশ্বাসযোগ্য এবং টিপসগুলো খুবই কাজে দেয়। একটি সংখ্যা পড়েই দেখুন, পিসি ওয়ার্ল্ড এর প্রেমে পড়বেনই!
ম্যাগাজিনটির লেটেস্ট সংখ্যা ফেব্রুয়ারী, ২০১১ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
পারলে বস অন্যান্য ম্যাগাজিনে যেমনঃ কম্পউটার টুমোরো ইত্যাদি ইত্যাদি দিলে ভালো হয়।