স্কাইপ মোবাইল! আনলিমিটেড কল যেকোন দেশে ![আপডেটেড on 3:37 PM 19/1/2011]

স্কাইপ এর কথা শোনেন নি এমন মানুষ পাওয়া দুষ্কর। ইন্টারনেটে ভয়েস কলের জন্য স্কাইপ এর চেয়ে জনপ্রিয় বোধ হয় এখন আর কিছুই নেই। আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কল করতে পারেন পৃথিবীর যে কোন মোবাইল, ল্যান্ডফোন কিংবা একদম ফ্রি তে যেকোন স্কাইপ আইডিতে।

কিন্তু স্কাইপ এখন কম্পিউটারের গন্ডি ছাড়িয়ে মোবাইল ফোনে এসে পড়েছে। ঠিক যেমনটা হবার কথা ছিল। কেননা কল-ই যদি হবে তা সেলফোনের মাধ্যমে না হলে যেন মানায় না। ল্যান্ডফোন তো আর হাতে নিয়ে ঘোরা যায় না। কিন্তু সেলফোনে প্রানখুলে কথা বলার সুযোগ কই? কলচার্জ আমাদের ব্যতিব্যস্ত করে রাখে।

এসবের সমাধান হল স্কাইপ মোবাইল।

কাজ করে নকিয়ার সিমবিয়ান সিরিজ ৬০ থার্ড এডিশন (যেমনঃ নকিয়া N73) , ফিফথ এডিশন(যেমনঃ নোকিয়া 5800),  এনড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ মোবাইল ফোন এবং আইফোনে! এছাড়াও অন্যান্য কোম্পানির S60v3 ও S60v5 সেলফোনেও এটি কাজ করে। আমার ফোনটি ছিল নোকিয়া ৬১২০ ক্লাসিক, এর স্ক্রিনশটই দিচ্ছি।

এখন আসি এটি কি কি ফিচার আমাদের অফার করেঃ

  • প্রথমেই আমাদের লাগবে একটা স্কাইপ আইডি। যা স্কাইপ মোবাইল থেকেই বানানো সম্ভব।

  • পরে সেই আইডি দিয়ে লগিন করে ফ্রেন্ড দের এড করে নিন।

  • আপনার মোবাইলের স্পিকার ও মাউথপিস ঠিক আছে কিনা দেখতে Echo/sound test service টি ব্যবহার করে একটি ফ্রি কল করে নিন।

  • স্কাইপ মোবাইল থেকে আপনি ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে চ্যাটও করতে পারবেন।

  • ইচ্ছে করলেই যেকোন আইডি তে আপনি বলামাত্রই আপনার ফোন থেকে ছবি, মিউজিক কিংবা যেকোন ফাইল সেন্ড করতে পারবেন।

  • ভয়েস মেইল দিতে পারবেন।
  • স্কাইপ ক্রেডিট কিনে আপনি দুনিয়ার যেকোন ফোনে কল ও মেসেজ দিতে পারবেন খুব কম দামে।

  • আর সব কথার শেষ কথা হল অন্য একটি স্কাইপ আইডিতে সারাদিন কথা বলতে পারবেন যখন খুশি একদম ফ্রিইইইই!

বিশেষ দ্রষ্টব্যঃ

1. যে কোম্পানির সিমই ব্যবহার করুন না কেন, আপনার অন্তত একটি ইন্টারনেট প্যাকেজ চালু থাকা ভাল। যেমনঃ এয়ারটেলের পি৬, বা গ্রামীনের পি৬, কিংবা আনলিমিটেড।

2. স্কাইপি মোবাইলে কথা বলতে খুব কম স্পিডের ইন্টারনেট হলেই চলে যদি স্পিড ৫-১০ কেবি/সেকেন্ড হয়, তাতেই চলবে।

3. আমি হিসেব করে দেখেছি প্রায় ২ ঘন্টা কথা বললে মাত্র ৮-৯মেগাবাইট ব্যান্ডউইডথ খরচ হয়।

4. আপনার ইন্টারনেট স্পিডের উপর কলের ক্লিয়ারেন্স নির্ভর করে। আমি এয়ারটেলের পি৬ ব্যবহার করে ইউ.কে. ও সৌদি আরব কথা বলেছি। আমার কাছে কল ক্লিয়ারেন্স স্বাভাবিক ভাবে দেশের ভেতরে এয়ারটেল(ওয়ারিদ) যে ক্লিয়ারেন্স দেয়, তার চেয়ে ভাল মনে হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য।

স্কাইপ পাবেন http://skype.com এই ঠিকানায়

ও স্কাইপ মোবাইল পাবেন http://skype.com/m এই ঠিকানায়

তাহলে, ব্যবহার করতে থাকুন স্কাইপ !!</p

যদি স্কাইপ মোবাইল সরাসরি পিসিতে ডাউনলোড করে এর পর মোবাইলে নিতে চান, বা ওপেরা মিনি, অপেরা মোবাইল বা ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে চান যাতে করে ব্যাকআপ ফাইলটা থাকে আর যখন ইচ্ছা ডাউনলোড না করেই ইন্সটল করে নিতে পারবেন,
তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন। এটা একদম ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক

Download করতে এখানে ক্লিক করুন(৪মেগাবাইট)

ভাল থাকুন।

Related Articles

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো একটা তথ্য শেয়ার করলেন, ধন্যবাদ দিহান ভাইকে।

স্কাইপি দিয়ে শুধু স্কাইপি এক্যাউন্ট টু স্কাইপি এ্যাকাউন্টে কথা বলা যাবে বিশ্বের সব যায়গায়। কিন্তু, আপনার স্কাইপি এ্যাকাউন্ট দিয়ে কোন মোবাইলে কল করতে পারবেন না। পারবেন, যদি আপনার এক্যাউন্টে স্কাইপি ক্রেডিট থাকে তাহলে। আপনি মানিবুকারস্‌ দিয়ে স্কাইপি ক্রেডিট কিনতে পারেন। সর্বনিম্ন $10 ক্রেডিট কিনতে পারবেন। এগুলোও তো লেখক ভাইজানের লেখা উচিৎ ছিল।

তবুও ধন্যবাদ লেখক ভাইজানকে এতটুকু লেখার জন্য। 🙂

skype to skype is free but skype will eat or will finish your internet data very quick if you are using limited internet data. Everyone should know that otherwise they will have to feel bad when data will finish before the necessity.
IMRAN KHAN

ভাই আমার তো নকিয়া ৫১৩০। এইটাতে কি হবে??

ভিডিও কল করা যায়??

    আসছে! খুব শীঘ্রি! এইটা বাংলাদেশ সরকারের ‘শীঘ্রি’ না, এর মানে আসলেই শীঘ্রি

আমার s60v2 🙁 আমার nimbuzz এই ভরসা,nimbuzz এর আগের ভার্সন এ স্কাইপি দিয়া কল করা যাইত ।নতুন ভার্সন এ যায় না 🙁 ,যাইহোক আপনার সময় উপযোগী এই লেখাটা দারুন হইসে 🙂

Level 0

ভাই ভিডিও কল করা যায় কিনা জানালে খুশি হব।

    আসছে! খুব শীঘ্রি! এইটা বাংলাদেশ সরকারের ‘শীঘ্রি’ না, এর মানে আসলেই শীঘ্রি। নেক্সট এডিশনেই। তবে পিসির স্কাইপ তে অলরেডি ভিডিও কল আছে।

can u give me download link for nokia n73????

actually, i’v already mentioned to use a unlimited or gigabyte limited data plan. U didnt notice. Even i said that 2hours of call eats away 9megabyte. So a data plan is appriciated. But i didnt insist to use one,because those who uses grameenphone, enjoys unlimited internet after u spend 20taka in p1.

@sumon,
did u actually read the article? Iv already mentioned tht skype to skype call is free. Then, also said that, u have to spend some money to call to mobile numbers(nt skype mobile), then u gotta spend while calling to landphones.
Anyways, ur comment is okay to lead me to clarity.

Level 0

VAI,SKYPE WEBSITE A TO N73 LIST A NAI

    getjar.com থেকে ডাউনলোড করে নেন। সার্চে গিয়ে স্কাইপ লেখেন। কাজ হয়ে যাবে।
    তাও না পেলে http://ea.mobile.nokia.com/ea/ তে মোবাইল ওয়াপ ব্রাউজার দিয়ে যান। আমার বন্ধু ২য় লিঙ্ক থেকে নামিয়েছে। ওর N73

ami n73 use kori.pls give me upload link.thanks in advance.

N73 তে তো স্বাভাবিক ভাবেই skype চলার কথা। যদি সেটাপ নিতে সমস্যা করে তবে প্রথমে সেটটি হ্যাক করে নিতে হবে।

    bhai apnar kache ki setup file ta ache.thakle share korun

    অফলাইন সেটাপ ফাইলটা আমি বহুত খুঁজলাম, পেলাম না। আপনারা http://dotsis365.com এ পিসি থেকে গিয়ে একবার সার্চে স্কাইপ লিখে এন্টার দেন। পেয়ে যাবেন। তবে একদম লেটেস্ট পাবেন কিনা সন্দেহ আছে।

    http://1mobile.com/mobile-skype-226/ থেকে ডাউনলোড দিন

    Level 0

    @মারুফ: ভাই অনেক try করতাছি কাজ হয়না এমনকি Fring ও কাজ করে না…

Level 0

ভাই sony erisson k800i তে কি স্কাইপি ব্যবহার করা যায়????

after searching i download skype for nokia n73.after install when i try to open give me this error
menu:Feture not Supported.what’s the problem

ভাই, আমি আগে কখনও এটি ব্যবহার করি নি। আমি কম্পিউটারে স্কাকাইপ ব্যবহার করে কথা কথা বলতে চাই বংলাদেশের যে কোন মোবাইলে এ। কিন্ত আপনি যে বললেন ক্রেডিট কিনতে হয় সেটা কি জিনিস বা কিভাবেই ক্কেডিট কিনব। জানলে খুশি হতাম।

ধন্যবাদ , বাট এটা তু অনেক পুরাতন তথ্য ,যাদের আনলিমিতেদ নেট আছে তাদের জন্য,

    সেটা তো আমি বলেই দিয়েছি। তবে আনলিমিটেড হবে না কথাটা। কেননা যাদের ১গিগা প্যাকেজ আছে তাদেরও হবে। আর আপনি বেশি বড়লোক হলে এম্নিতেও পে-এস-ইউ-গো দিয়েও করতে পারেন। টিউন পুরো না পড়ে কমেন্ট করবেন না।

স্কাইপি মোবাইলের জন্যও আছে জানতাম না,
কষ্ট করে শেয়ার করার জন্য দিহান ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়।
অনেক অনেক ধন্যবাদ দিহান ভাই তথ্যটি শেয়ার করার জন্য।

Level 0

বস
আমার মোবাইল নোকিয়া ৬১২০ ক্লাসিক । প্লিজ এর লিংকটা দিয়ে দেন

Level 0

n73 ta frings valo kaj kore.

Skype software এ কিভাবে কথা বলা যায়, দয়া করে যে কেউ সম্পূর্ণর্র্র্ নিয়মটা বলবেন।

সম্পূর্ণ নিয়ম উপরে দেয়াই আছে।

Level 0

Vai ami nokia c3 keybord mobile use kori. Amar mobile a ki konoprokar voice call kora somvob?? Plz help me.

    @Amir: এটা কি সিমবিয়ান? যদি হ্যা হয়,তাহলে সম্ভব।

vi eta ki live with walkman/experia neo v te kaj kore ???

    @zobayer@juel: করবে না মানে?? এন্ড্রয়েডে ভিডিও কল পর্যন্ত সাপোর্ট করে ভাইয়া।

Level 0

ভাই আমি খুব বিপদে আছিn আমাক উদ্ধার করুন. আমি নকিয়া N73 ইউসে করি.. আমার মোবইলে Fring/ Skype কোনটাই Install korte পারছিনা আমাক একটু Help করুন আমার মোবইলে Skype খুব দরকার… আমি আমার মোবইল হেক কোরব দেখেছি কাজ হয়না…. Plzzzzz Helpppppp

Level 0

http://www.mediafire.com/?4g01j02a75e71f0 Media fire link Download kora nan