স্কাইপ এর কথা শোনেন নি এমন মানুষ পাওয়া দুষ্কর। ইন্টারনেটে ভয়েস কলের জন্য স্কাইপ এর চেয়ে জনপ্রিয় বোধ হয় এখন আর কিছুই নেই। আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কল করতে পারেন পৃথিবীর যে কোন মোবাইল, ল্যান্ডফোন কিংবা একদম ফ্রি তে যেকোন স্কাইপ আইডিতে।
কিন্তু স্কাইপ এখন কম্পিউটারের গন্ডি ছাড়িয়ে মোবাইল ফোনে এসে পড়েছে। ঠিক যেমনটা হবার কথা ছিল। কেননা কল-ই যদি হবে তা সেলফোনের মাধ্যমে না হলে যেন মানায় না। ল্যান্ডফোন তো আর হাতে নিয়ে ঘোরা যায় না। কিন্তু সেলফোনে প্রানখুলে কথা বলার সুযোগ কই? কলচার্জ আমাদের ব্যতিব্যস্ত করে রাখে।
এসবের সমাধান হল স্কাইপ মোবাইল।
কাজ করে নকিয়ার সিমবিয়ান সিরিজ ৬০ থার্ড এডিশন (যেমনঃ নকিয়া N73) , ফিফথ এডিশন(যেমনঃ নোকিয়া 5800), এনড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ মোবাইল ফোন এবং আইফোনে! এছাড়াও অন্যান্য কোম্পানির S60v3 ও S60v5 সেলফোনেও এটি কাজ করে। আমার ফোনটি ছিল নোকিয়া ৬১২০ ক্লাসিক, এর স্ক্রিনশটই দিচ্ছি।
বিশেষ দ্রষ্টব্যঃ
1. যে কোম্পানির সিমই ব্যবহার করুন না কেন, আপনার অন্তত একটি ইন্টারনেট প্যাকেজ চালু থাকা ভাল। যেমনঃ এয়ারটেলের পি৬, বা গ্রামীনের পি৬, কিংবা আনলিমিটেড।
2. স্কাইপি মোবাইলে কথা বলতে খুব কম স্পিডের ইন্টারনেট হলেই চলে যদি স্পিড ৫-১০ কেবি/সেকেন্ড হয়, তাতেই চলবে।
3. আমি হিসেব করে দেখেছি প্রায় ২ ঘন্টা কথা বললে মাত্র ৮-৯মেগাবাইট ব্যান্ডউইডথ খরচ হয়।
4. আপনার ইন্টারনেট স্পিডের উপর কলের ক্লিয়ারেন্স নির্ভর করে। আমি এয়ারটেলের পি৬ ব্যবহার করে ইউ.কে. ও সৌদি আরব কথা বলেছি। আমার কাছে কল ক্লিয়ারেন্স স্বাভাবিক ভাবে দেশের ভেতরে এয়ারটেল(ওয়ারিদ) যে ক্লিয়ারেন্স দেয়, তার চেয়ে ভাল মনে হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য।
তাহলে, ব্যবহার করতে থাকুন স্কাইপ !!</p
যদি স্কাইপ মোবাইল সরাসরি পিসিতে ডাউনলোড করে এর পর মোবাইলে নিতে চান, বা ওপেরা মিনি, অপেরা মোবাইল বা ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে চান যাতে করে ব্যাকআপ ফাইলটা থাকে আর যখন ইচ্ছা ডাউনলোড না করেই ইন্সটল করে নিতে পারবেন,
তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন। এটা একদম ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক
ভাল থাকুন।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
ভালো একটা তথ্য শেয়ার করলেন, ধন্যবাদ দিহান ভাইকে।