আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে ফটোশপ-CS6-পর্টেবল ভার্সন, কিভাবে ইসি ভাবে ডাউনলোড এবং ব্যবহার করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করবো।
প্রথমেই বলে রাখি যারা এই ব্যাপারে যানেন বা সিনিয়র তাদের আমার এই টিউন না দেখলেও চলবে।
পর্টেবল সফটয়া্রের সুবিধা হলো, আপনার কম্পিউটারে সফটয়ার, ইন্সটাল করা ছারাই ব্যবহার করতে পারবেন।
এবং যেই সফটয়ার ব্যবহার করবেন সেই ফটয়ারটি যদি পেইড ভার্সনের হয়,তাহলেও আপনার লাইছেন্স কির দরকার পরবেনা।
এছারাও নানাবিধ সুবিধা,এই পর্টেবল সফটয়ারে আপনি, থ্রিডি অপশন চালুই পাবেন।ফটশপের বিভিন্য ফিচার আছে, তারমধ্যে থ্রিডি ফিচারটি আমার কাছে ভালোলাগে।
প্রথমে সফটয়ারটি ডাউনলোড করেনিন নিচের লিঙ্ক থেকে
ডাউনলোড করারপর জিপ ফাইলটি আনজিপ করেনিন, তারপর ফল্ডারের ভিতর থেকে, ফটোশপের লোগতে ডাবল ক্লিক করে চালু করলে দেখবেন ভাষার একটি উইন্ডো আসছে সেখান থেকে ইংলিশ সিলেক্ট করে ওপেন করুন। আশাকরি ইন্সটাল করতে সফল। তারপর ব্যবহার করুন ফুল ভার্সন ফটোশপ।
https://www.youtube.com/watch?v=2NxuiMiIbo0
আমি সহজ সরল ভাবে উপস্থাপন করার চেসস্টা করেছি, তারপরো মানুষ মাত্রই ভুল আশাকরি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
আমি মুহাম্মদ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর পোস্ট করেছেন।