সহজেই আপনার জিমেইল আক্যাউন্ট ব্যাকআপ করে হার্ডড্রাইভে রাখুন

আসসালামুআলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সকলে ভালো আছেন। যারা জিমেইল ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউন। টিউনটি আগে হয়ে থাকলে দুঃখিত।

অধিকাংশ জিমেইল ব্যবহারকারীর প্রায় প্রতিটা মেইলই গুরুত্বপূর্ণ। সেই সব মেইল পরেও দরকার হয়। হ্যাকিংয়ের কবলে পরলে আবার হয় দারুন বিপদ।  তাই সবচেয়ে ভালো হয় যদি আপনার মেইলগুলো আপনার হার্ডড্রাইভে সংরক্ষণ করতে পারতেন।

আর যাই হোক, আজ থেকে আপনি সহজেই আপনার জিমেইল আক্যাউন্ট ব্যাকআপ করে রাখতে পারবেন। তবে মেইলগুলো দেখার জন্য আপনার outlook express থাকতে হবে।

এবার আসল কথায় আসি। ব্যাকআপ করতে চাইলে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। প্রায় ৪.৫ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে। সফটওয়্যারটির মেইন মেনু-

আপনার যে আক্যাউন্টের ব্যাকআপ করতে চান প্রথমে তার আইডি এবং পাসওয়ার্ড দিন।

এরপর backup folder অর্থাৎ যেখানে আপানার মেইলগুলো সেভ হবে। Directory তে ক্লীক করে সিলেক্ট করুন কোথায় ব্যকাআপ করতে চান।

তারপর since date এবং before date সিলেক্ট করুন। since date মানে আপনি যে তারিখ হতে মেইলগুলো ব্যাকআপ শুরু করতে চান আর before date হল যেই তারিখ পর্যন্ত শেষ করতে চান।

এরপর Backup এ ক্লীক করুন। ব্যকআপ শুরু হয়ে যাবে।

আজকের টিউন এখানেই শেষ করছি। কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন।

Level 0

আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank u for the software @ Bookworm ইশতিয়াক
Anuo mail id backup software thakla post korben.

thanks

সফটোয়ারটা নিরাপদ তো?

ধন্যবাদ ভাইয়া, দারুণ একটা টিপ্স শেয়ার করলেন। কাজে আসবে।

ধন্যবাদ