প্রিয় টেক টিউন্স সদস্যবৃন্দ, এটা আমার প্রথম টিউন্স।
আসা করি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভাল। আমি একটি চমকপ্রদ Software নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তাহলে শুরু করা যাক আমার প্রথম টিউনটি।
প্রথম দিকে যখন Office 2007 আসলো- তখন প্রিন্ট করতে গিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ কমই পাওয়া যাবে ।
দেখা যেত Pen drive এ ঠিকই ফাইলটা আছে, কিন্তু দোকানে গিয়ে ফাইলটা আর খুলছে না।
কারন, দোকানে Office 2003 ব্যবহার করে। যা (.doc) সাপোর্ট করে। অন্নথায় Office 2007 এ (.docx) সাপোর্ট করে এবং সয়ঙ্ক্রিয় ভাবে সেভ দিলে -(.docx) এই ফরম্যাট এ সেভ হয়। ফলে Office 2003 এ আর ওপেন হয় না।
আর এই সমস্যার সমধান এর জন্য আজকে আমি আপনাদেরকে একটি কাজের সফট্ওয়ার উপহার দেব। যার সাহায্যে আপনি Office ছাড়া Office এর যেকোনো file – ওপেন করতে পারবেন। সবচে বড় কথা -এই সফটওয়্যার টি পোর্টেবল এবং ওপেন সোর্স।
ব্যবহার করে দেখতে পারেন, ভাল লাগবে।
Snapshots
আমি বোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার উপকারে লেগেছে। ধন্যবাদ আপনাকে।