উন্মুক্ত হলো বাংলা ফন্টের নতুন স্টাইল – ‘চারু চন্দন হার্ড স্ট্রোক’

নতুন বাংলা ফন্ট নিয়ে আমার তৃতীয় টিউনসে সবাইকে স্বাগতম।

স্টাইলিশ বাংলা ফন্টের অভাব পূরণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘চারু’ বাংলা ফন্ট পরিবারে ‘আল্ট্রা লাইট’ এবং ‘থ্রিডি’ স্টাইলের পর আজ যুক্ত হলো আরো একটি নতুন স্টাইল – ‘হার্ড স্ট্রোক’। বাংলা ফন্টের জগতে একেবারেই নতুন-আনকোরা স্টাইলের ফন্ট ‘চারু চন্দন হার্ড স্ট্রোক’ সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত হলো আজ।

মূলত 'চারু চন্দন’ ফন্টটিরই একটি নতুন স্টাইলিশ ভার্সন হিশেবে তৈরি করা হয়েছে ‘চারু চন্দন হার্ড স্ট্রোক’ ফন্টটি। কাজ করতে গিয়ে এমন স্টাইলের ইংরেজি ফন্টের ছড়াছড়ি দেখে আমাদের বাঙালি ডিজাইনাররা প্রত্যেকেই হয়তো কোনো না কোনো সময় এমন একটি বাংলা ফন্টের অভাব বোধ করেছেন কিংবা করে যাচ্ছেন প্রতিনিয়ত। আর অভাব বোধ নয়; এবার শুরু হয়ে যাক বাংলায় ‘হার্ড স্ট্রোক’ এর ব্যবহার।  😛

চারু চন্দন হার্ড স্ট্রোক
Font - Charu Chandan Hard Stroke

কেবল ‘হার্ড স্ট্রোক’ই নয় বন্ধুরা, আরো আছে। পূর্বে ‘চারু চন্দন 3D’ ফন্টটির কেবলমাত্র ইউনিকোড ভার্সন তৈরি করা হলেও এবার তৈরি করা হয়েছে ফন্টটির প্রিন্ট মিডিয়ায় ব্যবহারযোগ্য ‘আনসি’ ভার্সন  😀

চারু চন্দন 3D
Font - Charu Chandan 3D

পাশাপাশি রয়েছে ‘চারু’ ফন্ট পরিবারের ইউনিকোড এবং আনসি মিলিয়ে সবকটি ফন্টেরই আপডেট ভার্সন  😀

চারুকলা আলট্রা লাইট
Font - Charukola Ultra light

বাংলা ভাষার ফন্ট সমৃদ্ধ করতে ব্যক্তিগতভাবে এটি আমার ক্ষুদ্র একটি প্রয়াস। ‘চারু’ ফন্ট পরিবারের নতুন স্টাইলের ফন্টগুলো ডাউনলোড করে ব্যবহার করুন যে কোনো ডিজাইন অথবা ডকুমেন্টে আর অবশ্যই টিউনটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। শুভকামনা 😎

 

ফন্টগুলোর ডাউনলোড লিংক – http://www.charuchandan.com

 

Level 0

আমি চন্দন আচার্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর পোষ্ট, ভাই অন্য আরও ভাল ফন্ট নাই??