বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনযে এখানে ভালো মানে কোন সফটওয়্যার সেবা দাতা কোম্পানী তাদের ব্যবসার শুরু করলে খুব একটা লাভবান হতে পারবেনা, এই বিষয়টা শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশেই, এখানকার প্র্যা সকলেই সব কিছু ফ্রিতে পেতে চায়, আর সে লক্ষেই অনেকেই পাইরেটেড সফটওয়্যার ইউজ করে। এখানে বিষয়টা সকলকে বাধ্য হয়েই করতে হয়। কারণ এসকল সফটওয়্যারের দাম এতোটাই বেশি যে কোন কোম্পানী ছাড়া ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব। আর সে সকল বাধা বিপত্তি এড়াতেই আমাদের উচিত ফ্রি সফতওয়্যার ব্যবহার করা। আমি কাউকে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধে বাধ্য করতে পারবো না, তবুও না ব্যবহার করাটাই শ্রেয়। তবে যারা লিনাক্স ব্যবহারকারী তাদের কথা আলাদা (আমিও লিনাক্সে শিফট হচ্ছি খুব শীঘ্রই)। তো বাড়তি কথা না বলে সরাসরি ২০১০ এর সেরা যত সিস্টেম ইউটিলিটি ফ্রিওয়্যার রয়েছে তার ছোট রিভিউ সহ ডাউনলোড লিঙ্ক দেয়া হলঃ
প্লাটফর্মঃ উইন্ডোজ
আগে এটি উইন্ডোজকেয়ার পারসনাল নামে পরচিত ছিল। এটি দুটি ভারশন, একটি ফ্রি আর অপরটি পেইড। এর সফটওয়্যার ব্যবহার করা খুবই সোজা, মাত্র এক ক্লিকে আপনি আপনার পিসিকে অপ্টিমাইজ করে ফেলতে পারবেন, যাতে আপনি পাবেন আপনার কাঙ্খিত স্পিড।
প্লাটফর্মঃ উইন্ডোজ
আপনার পিসি বিভিন্ন কারণে মাঝে মাঝে স্লো হতেই পারে, নানা রকম জাঙ্ক এবং অপ্রয়োজনীয় ফাইলে ভরে যেতে পারে আপনার পিসি। তাই বলে আপনিতো আর সেগুলোকে খুজে খুজে বের করে ডিলেট করবেন না। আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতেই বানানো হয়েছে সিক্লিনার, এটি আপনার পিসি অপ্রয়োজনীয় ফাইলগুলোকে খুজে খুজে ডিলেট করে দিবে। এতে রয়েছে বিল্ট ইন রেজিস্ট্রি ক্লিনার, আনইন্সটলার সহ আরো নানা ফিচার।
প্লাটফর্মঃ উইন্ডোজ
এটি প্রায় সকলের পিসিতেই থাকা উচিত বলে আমি মনে করি। এটি আপনাকে এমন সব সুবিধা দেবে যা আপনি সাধারণ রিসাইকেল বিনে পাবেন না। উইন্ডোজ ডিফল্ট ভাবে ফাইলগুলোকে সম্পূরণ রুপে ধংস করে না। ফাইলগুলোকে লুকিয়ে রাখে, যদি ঐ ফাইলটি যেখানে ছিল সে জায়গাটা অন্য কিছুর মাধ্যমে ওভাররাইট না হয় তাহলে বিভিন্ন ডাটা রিকোভারী সফটওয়্যার দিয়ে সেগুলো ফিরে পাওয়া সম্ভব। কিন্তু আপনার বিভিন্ন স্পরশকাতর ডাটা, পাসওয়্যার্ড সহ বিভিন্ন ফাইল যা আপনি আর রাখতে চান না আপনার পিসিতে অথবা আপনার ঐ হার্ড ডিস্ক আপনি বিক্রি করে দিবেন আর তার আগে আপনার সেই ফাইলগুলোকে পুরোপুরিভাবে মুছে দেয়া দরকার যাতে কোন ভাবেই তা রিকোভার না করা যায় তাহলে এটি আপনার জন্য অতী প্রয়োজনীয় সফটওয়্যার।
প্লাটফর্মঃ উইন্ডোজ| পোর্টেবল
এটাকে অল ইন ওয়ান ইউটিলিটি প্যাক বলা যেতে পারে। এতে ডিস্ক ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার, মেমরী অপ্টিমাইযার, রেজিস্ট্রি অপ্টিমাইজার, ফাইল শ্রেডার (এটি অনেকটা ইরেসারের মত কাজ করে), প্রোসেস ম্যানেজার সহ নানা ফাংশনে সমৃদ্ধ।
প্লাটফর্মঃ উইন্ডোজ
বলতে গেলে আসলেই চরম একটি সফটওয়্যার এটি। বেশির ভাগ সফটওয়্যারই আনইন্সটল করলেও এর ট্র্যাকব্যাক হিসেবে বিভিন্ন রেজিস্ট্রি ফাইল এবং ফাইল রেখে যায়, যা আপনার পিসির স্পেস নষ্ট করা সহ পিসি স্লোও করতে পারে। এই আনইন্সটলার ব্যবহার করে কোন সফটওয়্যার আনইন্সটল করলে এটি আপনাকে ঐ সফটওয়্যারের রেখে যাওয়া রেজিস্ট্রি এবং ফাইলগুলো খুজে বের করে ডিলেট করার সুবিধা দেবে। এতে আপনি অযাচিত ফাইল থেকে রক্ষা পাবেন। এর মধ্যে অটোরান ম্যানেজার, জাঙ্ক ক্লিনার, উইন্ডোজ ক্লিনার, হান্টার মোড সহ আরো ফিচার।
প্লাটফর্মঃ উইন্ডোজ
অনেক দিন পিসি ব্যবহার করলে পিসির হার্ড ডিস্কে ফাইল গুলো অগোছালো বা ফ্র্যাগ্মেন্ট হতে পারে। যা আপনার পিসিকে বহুগুণে স্লো করে দিবে। সকলের উচিত মাসে অন্তত একবার হলেও পিসিকে ডিফ্র্যাগ করা। এতে আপনার পিসিতে ভালো স্পিড পাবেন এবং পাশাপাশি হার্ড ডিস্কে ব্যাদ সেক্টর পড়া থেকেও রক্ষা পাবেন। ডিফ্র্যাগ্মেন্ট না করলে হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পরার সমূহ সম্ভাবনা থাকে।
আমার ইসলামি ব্লগকে এগিয়ে নিতে সহায়তা করুন। কপি পেস্ট ছাড়া ইউনিক আরটিকেল সেখানে প্রকাশ করতে পারেন। আপনার লেখায় ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান দান করুন মানুষকে।
ইসলামি ব্লগের Link: http://islaminsidetheheart.com/
লেখা পোস্ট করুন এখানে- http://islaminsidetheheart.com/submit-your-writing-here/
অনুগ্রহ করে কপি পেস্ট লেখা পোস্ট করবেন না।
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
চরম টিউন হয়েছে।
আশা করি সবাই ফ্রিওয়্যার কে আপন করে নিবে।
অনেক ধন্যবাদ।