খুব সহজেই IDM এর সমস্যা থেকে মুক্তি নিন চিরকালের জন্য।এবার ডাউনলোড হবে রকেট এর স্পিডে কোন প্রব্লেম ছাড়াই

আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভাল আছেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম অতি প্রয়োজনীয় সফটওয়ার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার।অনেকেই আমরা ফ্রী ভারসন ব্যবহার করি কিন্তু কিছুদিন পর তা রেজিস্ট্রেশন করতে বলে অথবা নানা ধরনের সমস্যা সৃষ্টি করে।অনেক চেষ্টা করেও আমরা এর সমাধান করতে পারি না।কিন্তু আর কত???নিয়ে এলাম সমাধান।খুব সহজেই আপনি এখন আইডিএম ইন্সটল করে তা দিয়ে অনায়াসে যে কোন ফাইল ডাউনলোড করতে পারবেন।সেই সাথে এইটা রিজিউম সাপোরটেড হউয়ায় ডাউনলোড ইন্টারাপ্ট হুওয়ার কোন চান্স নেই।আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি আজকের টিউন।

প্রথমেই নিচের দেওয়া লিঙ্ক থেকে জিপ ফাইল টি ডাউনলোড করে নিন।

IDM rocket version

ডাউনলোড করবেন যেভাবেঃ প্রথমে উপরের লিঙ্কটিতে ক্লিক করুন।মিডিয়াফায়ার ওপেন হবে।এবার ডাউনলোড অপশন এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

এবার ডাউনলোড করা জিপ ফাইলটিকে কোন একটা ফোল্ডার এর ভিতর এক্সট্র্যাক্ট কুরুন।তাহলে তিনটা ফাইল পাবেন।ফাইলগুলো ভালভাবে সংরক্ষণ করুন।

IDM যেভাবে ইন্সটল করবেনঃ

  • ফাইলগুলোর মধ্যে থেকে প্রথমে "idman625build20.exe" ফাইলটি রান করিয়ে IDM ইন্সটল দিন।
  • IDM ইন্সটল হলে exit করার দরকার নাই।যদি IDM রানিং অবস্থায় থাকে তাহলে সিম্পলি close করুন।
  • এবার আপনি যদি ৩২ বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন,তাহলে "32bit Patch build 20.exe" ফাইলটি রান করান।আর যদি আপনি ৬৪ বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন,তবে "64bit Patch build 20.exe" ফাইলটি রান করান।
  • ব্যাস,কাজ শেষ।এবার এঞ্জয় করুন।

বি।দ্রঃ যদি কোন কারনে antivirus প্রব্লেম ক্রিয়েট করে,তাহলে তা ডিজেবল করে IDM ইন্সটল করুন।কাজ হবেই হবে।এই ফাইলগুলো ১০০% সেইফ এবং একাধিকবার টেস্ট করা বিধায় এর দ্বারা কম্পিউটার এর কোন প্রকার ক্ষতির সম্ভাবনা নেই।

যে কোন প্রয়োজনে অবশ্যয় টিউমেন্টে জানাবেন।আমার ওয়েবসাইট  Rokomari-Bd  or  Rifat rupu

এছাড়াও ফেইছবুকে আমি

Level 2

আমি রিফাত সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@ রিফাত সাদিক, অনেক ধন্যবাদ। এ ধরনের টিউন হলে আমার মত আন পড়া লোকও কাজ করতে পারে। অসাধারন! টেকটিউনের সব টিউন যদি এমন হতো! আবারও ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ।