নিয়ে নিন ফ্রিতে পছন্দের কিছু কোট আর টাই সাথে অনেকগুলো মার্কা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।তারাহুরা করে আমরা অনেকেই ছবি তোলার সময় কোট টাই পরার সময় পাই না। তাই বলে কি আমাদের ছবিতে কোট টাই থাকবে না। সেটা কী মানা যায়? যাই হক, আসল কথায় আসি।আজ শেয়ার করব কিছু  বাছাই করে কোট আর টাই যার মাধ্যমে আপনি খুব সহজ ভাবে আপনার ছবিতে কোট আর টাই পরিয়ে নিতে পারবেন ফটোশপ এর মাধ্যমে।তার আগে আমার দেয়া কোট আর টাই এর ছবিগুলো এখান থেকে ডাউনলোড  করে নিন।এবার কিভাবে করতে হবে জানতে এই লিখাটি পরে দেখুন-

২। ভোটের সময় আমরা যারা ডিজাইনের কাজ করি তাদের কাছে কিছু ভোটের কাজ আসে। আর যিনি সভাপতি অথবা সেক্রেটারী পদে দাঁড়ান তার জন্য প্রতীক নির্ধারন করে দেওয়া হয়।
ডিজাইনের ক্ষেত্রে এই প্রতীক গুলো আমাদের কাজে আসবে।ভালো লাগলে টিউমেন্ট জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত।

পৃথিবীর বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত উক্তি যা আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।

“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”
—মারিও কুওমো।
“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”
—ডেল কার্নেগি।
“ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”
—পীথাগোরাস।
“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।

Level 0

আমি রণ তূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস