সবাই কেমন আছেন? নিশ্চই ভালো! যাই হোক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো "রিয়াল এইচডি ইউটিউব ডাউনলোডার" নামের একটি এপস। নাম দেখেই বুঝতে পারছেন সত্যিই এটা কাজের হবে। হ্যা তাই। আমরা ইন্টার্নেট ঘাটলেই অনেক অনেক এপস পাবো যেগুলো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সুবিধা দেয়ার কথা বলে, কিন্তু দিতে পারেনা।
কারণ ইউটিউব নিজের ফাইল এত্তো সহজে ডাউনলোড করার পারমিশন দেয় না। কিন্তু বাস্তবে অল্প কিছু এপস আছে যা সত্যিকার ভাবেই আপনাকে ইউটিউব থেকে ভিডিও সহজে ডাউনলোড করার সুবিধা দেবে। এই এপস টি তেমনি একটি এপস। এটি ফোনে ইন্সটল করার পর আপনি যে কোন ইউটিউব ভিডিও অনায়াসে ডাউনলোড করতে পারবেন। এজন্য কোন শর্তের প্রয়োজন নাই। শুধু ইন্সটল করুন আর ডাউনলোড শুরু করে দিন। এটা এতোটাই সহজ যে, যে কেউ বুঝে যাবেন।
আর অযথা অন্য সাইটে ঢুকে বিভিন্ন শর্ত পূরণ করে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন নাই। এখন আপনি যা চান তাই পাবেন। এপস টি ইন্সটল করার পর রান করুন। সার্চ অপশন পাবেন। এবার আপনার প্রয়োজনীয় ভিডিও সার্চ দিন। দেখবেন সে ভিডিওটির অনেক রেজাল্ট চলে এসেছে। এবার এই রেজাল্ট গুলো থেকে আপনার দরকারি ভিডিওটিতে ক্লিক করুন।
ভিডিওর সাইজ অনুযায়ী ডাউনলোড হতে সময় লাগবে। তো দেখলেন তো কতোই না সহজ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা! এখন আর হাজারটা শর্ত মানার দরকার নাই। নিজেই হয়ে যান ইউটিউব মাস্টার আর বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও যেমন টিউটোরিয়াল, মুভি রিভিউ, পড়াশুনা ইত্যাদির ভিডিও ডাউনলোড করুন সবার আগে, সবচেয়ে সহজে। এমন এপস কোথাও পাবেন না।
আমি রণ তূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।