কেমন আছেন সবাই ?আগের মতোই নাকি একটু বেশি ভালো ?
আবারো নিয়ে এলাম এইচডি ওয়ালপেপার আপনার এন্ড্রোইড মোবাইল আর ডেস্কটপ এর জন্য- ০৪।
পুরো প্যাকটিতে রয়েছে অনেক গুলো ক্যাটাগরির ওয়ালপেপার। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই একঝলক -
পুরো HD ওয়ালপেপার এর প্যাকটি ডাউনলোড করুন -- এখান থেকে - [DropBox ]
অন্য কথা : কম্পিউটারের Run Command এ যুক্ত করুন আপনার দরকারি ফাইল
আপনাদের সাথে একটি সাধারণ টিপস শেয়ার করব,
আমরা notepad etc run এ টাইপ করলেই অতি সহজেই পেয়ে যাই, সেগুলো পাওয়া যাই কারন সেগুল পিসি তে সেট আছে বলে, ক্যামন হয় যদি আপনি আপনার পছন্দের ফাইল ফোল্ডার run এ সার্চ দিলে পেয়ে যাবেন, এর জন্য আপমাদের একটু কাজ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলছি
>>>যে ফাইল বা ফোল্ডার টি দিয়ে কাজ করতে চান সেটাকে create shortcut এ ক্লিক করে shortcut file বানিয়ে নিন এবার ফাইল টি কে rename করে আপনার পছন্দের নাম দিন, এবার সেই ফাইল টি কে cut করে Local Disk (C) তার পর Windows ফাইল এ past করুন। এবার run এ আপনার ফাইল টি যে নামে সেভ করে ছিলেন সেই নাম টি টাইপ করে enter করুন এবার দেখুন মজা।
যদি না হয় তাহলে আমাকে বলবেন আমি স্ক্রীন শর্ট দিয়ে দিব, আর হা এটা আমি Windows 7 a করে দেখেছি আসাকরি xp তে হবে ৯৯%, এর আগে যদি এই টিপস টি নিয়ে আলোচনা করেন তাহলে আমাকে মাপ করবেন, আর আপনাদের যদি আমার এই টিউন একটুও ভাল লাগে comment দিবেন তাহলে খুশি হব।
না ভালো লাগলে একটু উঁকি দিতে পারেন এই সাইটটি তে
সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিলাম ...
আমি Rudro Raajib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।