প্রথমে software টি run করান। আপনি এটি দ্বারা animation, banner, button ইত্যাদি তৈরী করতে পারবেন। আমি animation দেখাচ্ছি। সুতরাং Create New Animation বাটনে ক্লিক করুন।
তারপর Add Image… বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি যোগ করুন (ইচ্ছামত ছবি নিতে পারবেন)। আমি দু’টি ছবি দিয়ে দেখালাম। পরে Next বাটনে ক্লিক করুন।
তারপর Animation এ আপনার দেয়া ছবিগুলো কতক্ষণ প্রদর্শন করতে চান তা select করে Next বাটন ক্লিক করুন।
আবার Next বাটন ক্লিক করুন।
এবার Finish বাটন ক্লিক করুন।
এবার প্রথম ছবিটি select করে Create effect বাটনে ক্লিক করুন।
এখানে আপনি আপনার পছন্দের effect টি select করুন। এবং সৌন্দর্য বাড়ানোর জন্য প্রয়োজন অনুযায়ী edit করুন। তারপর ok করুন।
play বাটনে ক্লিক করুন। ভাল লাগলে save বাটনে ক্লিক করে পছন্দের জায়গায় রেখে দিন। তারপর আপনার সাইটে যোগ করে দিন।
আশা করি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।
“টেকটিউনস বিশ্বের সবথেকে বড় বিজ্ঞান ও প্রযুক্তি বাংলা সৌশল নেটওয়ার্ক। বাংলাদেশের একমাত্র সর্বজন স্বীকৃত প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে গভীরে জানার জন্য টেকটিউনস গৃহীত হয়ে আসছে কোটি কোটি প্রযুক্তি প্রেমী দ্বারা। প্রযুক্তিকে জানার জন্য টেকটিউনস বাংলা ভাষার এক উন্মুক্ত পাঠশালা। বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক হিসেবে টেকটিউনস থেকে গড়ে উঠেছে বাংলাদেশের লাখো লাখো প্রযুক্তি পেশাজীবী, অনলাইন পেশাজীবী, ফ্রিল্যান্সার, টেক প্রফেশনাল। প্রযুক্তির এমন কোন শাখা-প্রশাখা নেই যেখানে টেকটিউনসের পদচারনা নেই।
আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো? আপনাদের সাপোর্ট আর প্রোমটই টেকটিউনসের মূল চালিকা শক্তি।“
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque