সফটওয়্যার Uninstall করুন সকল প্রকার রেজিস্ট্রি সহ আর পিসি কে রাখুন সুপার ফাস্ট

আজ আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তা দিয়ে যে কোন সফটওয়্যার Uninstall করতে পারবেন এর সাথে রিলেটেড সকল প্রকার রেজিস্ট্রি কি সহ। ফলে পিসি থেকে যে কোন সফটওয়্যার সম্পূর্ণ ভাবে Uninstall কারা যায়। শুধু তাই নয় এই সফটওয়্যার দিয়ে start up সফটওয়্যার গুলো নিয়ন্ত্রন করতে পারবেন এবং junk file গুলো রিমোভ করতে পারবেন।

ডউনলোড লিংক:"Revo Uninstaller"


আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমার দেখা অন্যতম সবচেয়ে ভাল Uninstaller। যার নাম হলো REVO UNINSTALLER। অনেকদিন হলো ব্যবহার করছি। এরকম / এর থেকে ভাল সফটওয়্যার হয়তোবা অনেক আছে। তবে আমার কাছে এটা খুবই ভাল লাগে।

যারা বিভিন্ন সফটওয়্যার নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাদের জন্য UNINSTALLER সফটওয়্যার আবশ্যক। আর গুগল সার্চে BEST UNINSTALLER SOFTWARE লিখে সার্চ করলে সর্বপ্রথম রেজাল্ট আসবে REVO UNINSTALLER!! এই সফটওয়্যার সম্পর্কে সবারই কম-বেশি ধারণা আছে বলে মনে হয়। তাই আর বেশি কিছু বললাম না।
আমরা অনেকেই মনে করি Control Panel এ গিয়ে আন-ইন্সটলে একটা টিপ দিলেই সেই সফটওয়্যার কম্পিউটার থেকে মুছে যায়। ধারনাটা পুরোপুরি ঠিক না। আনইন্সটলের পর অনেক Leftover registry আর Program Data পিসিতে রয়ে যায়। ৪০ ডলার মুল্যের একটা সফটওয়্যারের বিনামুল্যে ডাউনলোড করে আমরা সেই অদরকারি ডাটাগুলোকে চিরতরে কম্পিউটার থেকে বিদায় করে দিতে পারে।

কিভাবে Uninstall করবেনঃ

কিভাবে Junk File রিমোভ করবেনঃ


কিভাবে start up সফটওয়্যার গুলো নিয়ন্ত্রন করবেনঃ

আশা করি সবার কাজে লাগবে

ভাল থাকবেন সবাই।

Level 0

আমি রণ তূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাঃ দারুণ। আপনার জানামতে কি কোন ফাইল খোঁজার সফটওয়্যার আছে pc এর জন্য?