আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? নিশ্চয়ই ভাল । আমিও ভাল আছি কিন্তু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার খাতা দেখতে দেখতে কিছুটা ক্লান্ত । তাই ক্লান্তি দূর করার জন্য আপনাদের জন্য ছোট একটি টিউন করলাম । আশা করি আপনাদের কাজে লাগবে। আজকে আপনাদের একটি ছোট একটি সফটওয়ারের কথা বলব যা দিয়ে এক সাথে অনেক কাজ করতে পারবেন । যার নাম হল ' পিকপিক ' সফটওয়ার । এটার সাহায্যে আপনি কম্পিউটার বা ওয়েবসাইটের স্ক্রিনশট পূর্ণ স্ক্রিন বা স্ক্রিনের যেকোন অংশের ইচ্ছানুযায়ী ছবি সংরক্ষণ করতে পারবেন যা অন্যান্য সফটওয়ারের চেয়ে বেশী কার্যকরী । ইহা ছাড়াও এটা ইমেজ এডিটর, কালার পিকার ও কালার পেলেট, স্ক্রিন পিক্সেল রুলার, স্ক্রিন মেগনিফাযার, স্ক্রিন প্রোট্রাক্টর, স্ক্রিন ক্রসহেয়ার, হোয়াইটবোর্ড ইত্যাদি ছাড়াও আর অনেক কিছু করা যায় ।
তাহলে ডাউনলোড করুন নিচের লিংক থেকে ।
http://ab623c63-download.picpick.org/download_start.html
তারপর এটা ইনস্টল করে সেটিংস ঠিক করে নিন । এই জন্য নিচের স্ক্রিনশটগুলো দেখুন ।
সেটিংস করা শেষ হয়ে গেলে স্ক্রিনশট নেয়ার জন্য শুধু কি বোর্ডের print screen SysRq কী চাপুন আর সেভ করুন । এখন দেখুন আরও কিছু স্ক্রিনশট ।
আমার আগে যদি কেউ এটা নিয়ে কেউ টিউন করে থাকেন তবে আমি দু:খিত । আর যদি ভাল রাগে তবে কমেন্ট করবেন । আমি এধরনের টিউন প্রথম করলাম । ধন্যবাদ ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
ধন্যবাদ ভাল অনেক অনেক সুন্দর software ১০০% ভাল লেগেছে