আজকে হাজির হলাম আপনাদের সামনে ফরম্যাট ফ্যাক্টরির নতুন ভার্সন নিয়ে, বেসির ভাগ মিডিয়া কনভার্টারই সুধু অডিও/ভিডিও কনভার্ট করা জায়, কিন্তু ফরম্যাট ফ্যাক্টরি দিয়ে আপনি সব টাইপের মিডিয়া ফাইল কনভার্ট করতে পারবেন। যেমন সব ফর্মেটের আডিও ভিডিও এবং পিকচার কনভার্ট সহও ডিভিডি রাইটও করা যাবে, আটোপ্লে ডিভিডি ভিডিও অটোম্যাটিক আলাদা করা যাবে এছারাও আরো কিছু ফিচার রয়েছে এই সফটওয়্যার টিতে।
অনেক সময় দেখবেন কোন কিছু কনভার্ট করার সময়, বিশেষ করে বড়ো সাজের ভিডিও কনভার্ট করার সময় কম্পিউটার অনেক স্লো হয়ে জায়। কারোন কনভার্টার গুলি প্রচুর র্যম খরচ করে থাকে, এবং কম্পিউটারের র্যাম ২জিবির কম থাকলে অনেক ধিরগতিতে ফাইল কনভার্ট হয়। সেখানে আমার মত আপনি ফরম্যাট ফ্যাক্টরি ব্যবহার করুন, এই সফট্যারটি দিয়ে খুব দ্রুত গতিতে ফাইল কনভার্ট করতে পারবেন, আর জেকোন মিডিয়া ফাইল সাপোর্ট করে ফরম্যাট ফ্যাক্টরিতে।
আরেকটি কথা হলো এই সফটওয়্যার টি সম্পুরন্য ফ্রি, এবং সফটওয়্যারটির কোন প্রো ভার্সন নেই কারন এটাই প্রো ভার্সন
কি ভাবছে ডাউনলোড করবেন ? আমার মতে একবার ডাওনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। আমি লাস্ট দুই বছর এই একটি কভারটারই ব্যবহার করছি। ইচ্ছে হলে ডাওনলোড করে নিন। না হয় নেট থেকে এটার সম্পর্কে আরো জেনেনিন**
পূর্বে প্রকাশিত ঃ http://answerglobe.com
আমি ব্লগার তাজমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।