২০১৫ সালে আন্ড্রইড বেবহার কারিদের জন্য মুক্তি পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নিরমিত প্রথম একসন ধরমি শুটিং গেম যা আমাদের ইতিহাস নিয়ে তৈরী, গেমটি বেশ জনপ্রিয়তা পেলেও গেমটিতে অনেক কিছুর ঘাটতি ছিলো, সেসব ঘাটতি পুরন করে তৈরী করা হয় হিরস অফ ৭১ এর রিটালিয়েশন ভারসন, গেমটিতে রয়েছে বিশেস কিছু ফিচার, যারা শুটিং / এডভেনচার বা গুলা গুলির গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই গেইমটা সত্যি দারুন, গেমটেতি বন্ধুকের বেবহার ছারাও আরো অনেক ওয়েপেন বেবহার করা হয়েছে, রাজাকার হত্যা করতে হয় মিলিটারি কেম্পে ঢুকার জন্য, বন্ধিদের মুক্তি মিলিটারি কেম্প থেকে ইত্তাদি অনেক গুলি ফিচার জুক্ত হয়েছে, গেইমটা একবার খেলে দেখুন ভাল লাগবেই, আর অনেক গূলি মিসন পাবেন প্রত্তেকটা মিসনে নতুন কিছু পাবেন।
সত্যি বলতে গেইমটার ডেবলাপমেন্ট সত্যি প্রসংসনিয়, গেইমটির পরের ভারসন নতুন একটি চমক আসছে, গেইমটিতে যুক্ত করা হবে হেলিকপ্টার, এত কিছু একটা গেইমে তাও আবার মাত্র ৯১ মেগাবাইটে, নুন্যতম Android 4.0.3 ভারসন লাগবে গেইমটি খেলতে হলে।আর দেরি কিসের ?
সত্যি বলতে গেইমটার ডেবলাপমেন্ট সত্যি প্রসংসনিয়, গেইমটির পরের ভারসন নতুন একটি চমক আসছে, গেইমটিতে যুক্ত করা হবে হেলিকপ্টার, এত কিছু একটা গেইমে তাও আবার মাত্র ৯১ মেগাবাইটে, নুন্যতম Android 4.0.3 ভারসন লাগবে গেইমটি খেলতে হলে।আর দেরি কিসের ?
আমি ব্লগার তাজমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।