কেমন আছেন বন্ধুরা?নিশ্চয়ই ভাল।আজ একটি চমকপ্রদ Software নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি।তাহলে শুরু করা যাক আমার আজকের টিউনটি।
আপনারা যারা Crystal Clear Audio Sound শোনতে চান এবং Sound এ 3D Effect বাড়াতে চান তারা অবশ্যই SRS Audio Sandbox Software টি পছন্দ করবেন।
Software টি অনেকেই আগে ব্যবহার করে থাকতে পারেন,তবে অধিকাংশই হয়তো Softwareটি সম্পর্কে জানেন না।
আমরা অনেকেই DFX Audio Enhancer নামক Softwareটি ব্যবহার করেছি।দুটি Software এর কাজই এক,Sound Quality আরো সুন্দর,স্পষ্ট করা,Sound Noise দূর করা এবং Sound এর Crystallity বৃদ্ধি করা।কিন্তু মৌলিক পার্থক্য হল প্রথম Software টি যেভাবে Sound Quality বাড়াতে সক্ষম দ্বিতীয় Software টি তেমন নয়।তাছাড়া,DFX Audio Enhancer Software টি শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট Media player যেমন-Windows Media player,Real Media player,Winamp,Media Jukebox প্রভৃতিতে কাজ করে,অথচ এসব Media player তেমন জনপ্রিয় না।আমরা অধিকাংশই KM Player,VLC media Player,GOM player চালাতে পছন্দ করি কিন্তু এগুলোতে DFX Audio Enhancer কাজ করে না।অন্যদিকে,SRS Audio Sandbox যেকোন Media Player এ সমানভাবে কাজ করে।এমনকি আপনার পুরো Windows System এর Sound Quality তে এটি আমূল পরিবর্তন আনে।SRS Audio Sandbox এর ইন্টারফেস চমকপ্রদ এবং কাজেও অনেক শক্তিশালী।এতে রয়েছে বিভিন্ন রকম Equalizer-General,Rock,Hip Hop,Classical,Jazz,Club,Blues,Country etc.তাছাড়া,আপনি Equalizer এডিট ও করতে পারবেন।আরো রয়েছে মিউজিক,মুভি,গেমস্ চালানোর জন্য আলাদা আলাদা সাউন্ড ইফেক্ট।সফটওয়্যারটির সাইজ মাত্র 7.5mb.তাহলে আর দেরি কেন?এখনই ডাউনলোড করে নিন SRS Audio Sandbox সফটওয়্যারটি আর আপনার Sound System এর যথাযথ ব্যবহার করুন।
মিডিয়াফায়ার লিঙ্কঃ http://www.mediafire.com/?ifrna26agt63p8o
আমি মাহমুদুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের উত্থান পতনের মধ্য দিয়েই আমাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে হবে,এটাই আমাদের ভাগ্যের লিখন।
আপনার ডাউনলোড লিংক কাজ করছে না। অনুগ্রহ করে দেখুন!