আমরা মাঝে মাঝে ভাইরাস নিয়ে চিন্তা করি এই যেমন কিছুদিন আগে “কনফ্লিকার" নিয়ে চিন্তায় ছিলাম তবে আপনার যদি একটি আপডেটেড এ্যান্টিভাইরাস থাকে তাহলে চিন্তার কিছু নেই ।আবার আপনি যদি একটু হিসাব নিকাশ করে আপনার পিসি চালান তাহলেও আপনি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। যা হোক আমি আজকে যা নিয়ে লিখব তা হল ফ্রি সিকিউরিটি টুল।
আমার জানা মতে সবাই ফ্রি পাগল তবে অনেকে ভাবে ফ্রিওয়্যার তেমন ভাল না আমিও মনে করি সব ফ্রি জিনিসই কাজের না। অনেক ফ্রিওয়্যার আপনার পিসিকে কিছুটা ধীরগতি করে তোলে আবার অনেক ফ্রিওয়্যার খুব কাজের।
যা হোক আমি নিচে ৮টি গ্রেট ফ্রি সিকিউরিটি টুলস দিলাম যা আসলেই কাজের।
এই এ্যান্টিভাইরাস সর্ম্পকে আমরা সবাই মোটামুটি জানি তারপরও আসুন আর একবার জানি এতে আপনি কি পাবেন -
এছাড়াও আরো অনেক কিছু যা আপানার পিসিকে সুরক্ষিত করবে।
এটি একটি জটিল এ্যান্টিভাইরাস যা আপনাকে Spyware থেকে পুরাপুরি মুক্তি দেবে।
এছাড়াও আপনি যা থেকে মুক্তি পাবেন -
এটা একটি search engine যার সাহায্য আপনি জানতে পারবেন আপনার ওয়েব সাইটে malware Attack করেছে কিনা।
এটি আপনাকে রক্ষা করবে যখন আপনি chatting বা peer-to-peer networks.sharing information, ইত্যাদি করবেন।
এটি আপনাকে রক্ষা করবে -
Hidden in some end-user license agreements (EULAs) are indicators that the software may be spyware,থেকে।
আমি মনে করি Firewall জন্যে এটা খুবই দরকারি একটি সফ্ট এটাতে আপনি যে সুবিধা পাবেন -
এটা আরো একটি জটিল সফ্ট এটা দ্বারা আপনি খুব সহজে antispyware থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও এই সফ্ট আপনি যা পাবেন -
একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যখন আপনি scanning করে spyware killing করবেন তারপর অবশ্যই আপনাকে পিসি restart করতে হবে।
এটা আরো একটি উন্নত মানের antispyware টুল এটা শুধু আপনার ফাইলস আর মেমোরি scan করবে না আপনার Registry ক্লিন করবে।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
কে বলছে ভুল করেনা ? করে বইলাই তো লিখছে।
উদাহরণ স্বরুপ এটি
(( এটা আরো একটি জটিল সফ্ট এটা দ্বারা আপনি খুব সহজে antispyware মুক্তি পেতে পারেন। ))
এই জটিল সফ্ট দ্বারা আমরা spyware হতে না antispyware হতে মুক্তি পাব । হা হা হা হি হি হি ।
আমার কমেন্টটি দয়া করে নেতিবাচক ভাবে গ্রহন করবেন না। (Just fun)
যারা ভাইরাস নিয়ে ভীত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।