৮টি গ্রেট ফ্রি সিকিউরিটি টুলস

আমরা মাঝে মাঝে ভাইরাস নিয়ে চিন্তা করি এই যেমন কিছুদিন আগে “কনফ্লিকার" নিয়ে চিন্তায় ছিলাম তবে আপনার যদি একটি আপডেটেড এ্যান্টিভাইরাস থাকে তাহলে চিন্তার কিছু নেই ।আবার আপনি যদি একটু হিসাব নিকাশ করে আপনার পিসি চালান তাহলেও আপনি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। যা হোক আমি আজকে যা নিয়ে লিখব তা হল ফ্রি সিকিউরিটি টুল।

আমার জানা মতে সবাই ফ্রি পাগল তবে অনেকে ভাবে ফ্রিওয়্যার তেমন ভাল না আমিও মনে করি সব ফ্রি জিনিসই কাজের না। অনেক ফ্রিওয়্যার আপনার পিসিকে কিছুটা ধীরগতি করে তোলে আবার অনেক ফ্রিওয়্যার খুব কাজের।

যা হোক আমি নিচে ৮টি গ্রেট ফ্রি সিকিউরিটি টুলস দিলাম যা আসলেই কাজের।

Avast Home Edition

krabice-home48.gif

এই এ্যান্টিভাইরাস সর্ম্পকে আমরা সবাই মোটামুটি জানি তারপরও আসুন আর একবার জানি এতে আপনি কি পাবেন -

  • It scans your system for malware and kills what it finds
  • seven different types of "shields" to keep you safe from harm

এছাড়াও আরো অনেক কিছু যা আপানার পিসিকে সুরক্ষিত করবে।

a-Squared HiJackFree

boxshot_hjf_v2_180.jpg

এটি একটি জটিল এ্যান্টিভাইরাস যা আপনাকে Spyware থেকে পুরাপুরি মুক্তি দেবে।
এছাড়াও আপনি যা থেকে মুক্তি পাবেন -

  • HiJackers
  • Spyware
  • Adware
  • Trojans
  • Worms

Attack Trace

এটা একটি search engine যার সাহায্য আপনি জানতে পারবেন আপনার ওয়েব সাইটে malware Attack করেছে কিনা।

Comodo EasyVPN Home

77092f.jpg

এটি আপনাকে রক্ষা করবে যখন আপনি chatting বা peer-to-peer networks.sharing information, ইত্যাদি করবেন।

EULAlyzer

images32.jpg

এটি আপনাকে রক্ষা করবে -

Hidden in some end-user license agreements (EULAs) are indicators that the software may be spyware,থেকে।

Online Armor Personal Firewall

71274f.jpg

আমি মনে করি Firewall জন্যে এটা খুবই দরকারি একটি সফ্ট এটাতে আপনি যে সুবিধা পাবেন -

  • Stops Hackers
  • Stops Malicious Programs
  • Protect you when Banking and Transacting Online
  • Protects your Identity

SpywareBlaster

spywareblaster.gif

এটা আরো একটি জটিল সফ্ট এটা দ্বারা আপনি খুব সহজে antispyware থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও এই সফ্ট আপনি যা পাবেন -

  • keeps tracking cookies off your PC.
  • protects against dangerous ActiveX controls
  • potentially dangerous Web sites can perform when you visit them

একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যখন আপনি scanning করে spyware killing করবেন তারপর অবশ্যই আপনাকে পিসি restart করতে হবে।

superantispyware Free Edition

superantispyware_professional-61452-1235704487.jpeg

এটা আরো একটি উন্নত মানের antispyware টুল এটা শুধু আপনার ফাইলস আর মেমোরি scan করবে না আপনার Registry ক্লিন করবে।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা ভাইরাস নিয়ে ভীত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিনিয়ত কি ভুল করেন? আমি তো আপনার কোন ভূল পাই না। (Just fun)

Level New

কে বলছে ভুল করেনা ? করে বইলাই তো লিখছে।

উদাহরণ স্বরুপ এটি
(( এটা আরো একটি জটিল সফ্ট এটা দ্বারা আপনি খুব সহজে antispyware মুক্তি পেতে পারেন। ))

এই জটিল সফ্ট দ্বারা আমরা spyware হতে না antispyware হতে মুক্তি পাব । হা হা হা হি হি হি ।

আমার কমেন্টটি দয়া করে নেতিবাচক ভাবে গ্রহন করবেন না। (Just fun)

Level New

শালিক ভাই এই যে একটা ভুল করলাম .. Just fun

Level New

@ lincoln ভাই এত রাতে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ।
@শাকিল ভাই আপনাকেও ধন্যবাদ।

শাকিল থেকে শালিক ও এটাই তাহলে ভূল! কিন্তু এটাতো ভুল না এটাতো ইচ্ছাকৃত।

চমৎকার টেকটিউনে এখন চ্যাটও করা যাচ্ছে!

মঈন ভাই ভাল লাগলো ……

Level New

মঈন ভাই কঠিন লাগলো ……

Level New

তথ্যটি খুবই গুরত্বপূর্ণ। আমি আশা করবো আমরা ইউজাররা আরো ভালো কিছু পাব। ধন্যবাদ