ডাউনলোড করুন class 9-10 এর physics, chemistry, biology, algebra, geometry, higher mathematics algebra, higher mathematics geometry, general science বইগুলো

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম।আজকে যে বিষয় নিয়ে টিউন করব তা অনেকের কাজে লাগবে না।কারও লাগ্লে আমার এই টিউন করাটা সারথক হবে।

যারা class 9-10 এ পড়ে, আমার এই টিউন টি তাদের জন্য। আমার কাছে class 1-10 সবগুলো textbook আছে।আর আজকে class 9-10 এর physics, chemistry, biology, algebra, geometry, higher mathematics algebra, higher mathematics geometry, general science এই বইগুলো share করব।

***physics, chemistry, biology এই বইগুলো ডাউনলোড করুন এখান থেকেঃ

http://www.mediafire.com/?kt5jo9x23vo37af

***algebra, geometry, higher mathematics algebra, higher mathematics geometry, general science  এই বইগুলো ডাউনলোড করুন এখান থেকেঃ

http://www.mediafire.com/?jty7c5jre2cnp55

সবাই ভাল থাকবেন।সবাই সবার জন্য দয়া করবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে এই ব্যাপারে পড়েছি, আর সোর্স(www.nctb.gov.bd/books.php) উল্লেখ করলে সবাই বেশী উপকৃত হত।

    আপনার কথাটা ঠিক।

    আপনি ঠিক বলেছেন এনাম ভাই, আমার মেডিফায়ার লিংকে যেয়ে ডাউনলোড করতে হবে তার চেয়ে, ডাইরেক্টলি পিডিএফ লিংক দিলে ভালো হতো। আমার এখানে সবগুলোর পিডিএফ লিংক আছে এক পাতায়
    http://ebookbd.info/category/textbooks

nctb.gov.bd তে ১ম শ্রেণী থেকে ৯ম-১০ম শ্রেণী পর্যন্ত অনেকগুলো বইয়ের ইংলিশ মিডিয়াম ভার্ষন সহ রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করা যায়। তাহলে এগুলো আবার কিজন্য? তাছাড়া এই বই গুলোও সেখান থেকেই ডাউনলোড করা। কাজের টিউন হলনা।

    এই টিউন তাদের জন্য যাদের কাছে এই বই নাই।যাদের কাছে আছে তাদের জন্য নয়। কাউকে উতসাহিত করতে না পারেন অনুতসাহিত করবেন না।আর আমার ধারনা যে জিনিষ ১০ জনের জানা, সে জিনিষ ১ জনের নাও জানা নাও থাকতে পারে।এই টিউন সেই ১ জনের জন্য করা।

    ভাই,মাঝে মাঝেই nctb.gov.bd এর সাইট অধেক ট্রাফিকের চাপ নিতে না পেরে ডাউন হয়।তাই বিকল্প থাকা ভাল।

    আপনি আমার কথার ভুল অর্থ বের করেছেন। আমি মোটেও আপনাকে অনুৎসাহীত করছিনা। বরং আরও মানসম্মত টিউনের জন্য তাড়না দিচ্ছি। আপনার টিউনটিকি সয়ংসম্পূর্ণ হয়েছে? টিউনে এটা অন্তত উল্লেখ করেননি যে সব গুলো বইগুলো nctb এর সাইট থেকে নেয়া। অথচ, সেটার উপর ভিত্তি করেই টিউনটি হওয়া উচিৎ ছিল। এর সাথে মিডিয়া ফায়ার লিঙ্কটি দিলেও দিতে পারতেন morning_star ভাইয়ের কথা যদি ঠিক হয়( অবশ্য আমি কোনদিন ডাউন পাইনি)। আমার প্রায়ই সেখান থেকে ডাউনলোড করার প্রয়োজন হয়।

ওহ হো… সাবিহা ভাই এটা কি করলেন। আমি এর nctb.gov.bd তে যাই নাই কখনো। আপনাদের এখানে ঝগড়া দেখে দেখতে গেলাম। বিশ্বাস করুন সাইটটার প্রতি আমি তো টোটালি ইম্প্রেসড। আপনি এত কষ্ট করে এত কিছু করতে গেলেন কেনো। সাইটটার উপর ভিত্তি করে টিউনটা করতে পারতেন। আমি সবসময় দেশের জন্য আশাবাদী। এত সুন্দর একটা সরকারী সাইট যে আছে তা আপনি গর্ব করে বলতে পারতেন।
যাই হোক, টিউনটা আমার ভাল লেগেছে। কাজেও এসেছে। (তবে ডাউনলোড nctb.gov.bd থেকেই করেছি। আমি মারাত্মক দেশভক্ত তো। স্পিড তো ভালই পেলাম 😉 )

    এটা ঝগড়া না ভাই। টেকটিউনসে সবাই সবার আপন আর আপনজনদের মধ্যে এরকম কথাবার্তা স্বাভাবিক।

    আরে আপনি দেখি সিরিয়াসলি নিয়ে ফেলেছেন। বাংলাদেশের ব্লগ জগতে সবচেয়ে মিষ্টি পরিবারের বাসিন্দা আমরা। এখানে ঝগড়া করি হাসতে হাসতে। কি বলেন 😉 😉

    হুম।

    মাখন ভাইয়ের সাথে আমি একমত। আমার মধ্যে যে একেবারেই দেশপ্রেম নেই একথা জোর দিয়ে বলা যাবেনা।
    যাইহোক বাসিহা ভাইকে ধন্যবাদ কষ্ট করে টিউনটা করার জন্য!

হা হা হা হা আপনাদের অবস্থা দেখে খুব মজা পাচ্ছি । আমার স্কুলের মেয়েরা যখন সামনের সারিতে বসার জন্য এরকম ঝগড়া করে, তখনও এরকম মজা পাই ।
বই গুলো সবই আগে ডাউনলোড করে ফেলেছি http://www.nctv.gov.bd থেকে । তারপরও আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য ।

সবাই তো আর সব জানে না….আর যারা জানে না তাদের এই টিউনটি কাজে লাগবে।
ধন্যবাদ সাবিহা ভাইয়া শেয়ার করার জন্য।

আমি অনেক দিন ধরে এ রকম একটা টীউন খুজছিলাম । ধন্যবাদ সাবিহা ভাইকে ।

Level 0

অনেক ধন্যবাদ।
কি সুন্দর ঝকঝকে বই।
ইস আবার যদি দশম শ্রেণীর ছাত্র হতে পারতাম……
আমি এখন কাতার থেকে ও আমার ছেলেমেয়েদের পড়াতে পারব হা হা আহা

Level 0

ভাই এগুলো কি xp pack 2 তে support করে।করলে জানাবেন প্লীজ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তাহলে আমি download করব।

vai amar class v er english version book dorkar..