পিসির প্রয়জনিও সফটওয়্যার এর সমাহার [পর্ব ১] আজ নিয়ে নিন পিসির অতি প্রয়জনিও ৫ টি সফটওয়্যার। দেখুন কি থাকছে আজ আপনাদের জন্য

————————–—বিসমিল্লাহির রাহমানির রাহিম ————————–—

কেমন আছেন সবাই ??

আজ আপনাদের সাথে আপনার পিসির অতি প্রয়জনিও ৫ টি সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব।

এগুলো আপনার পিসির জন্য  কততুকু গুরুত্বপূর্ণ আপনি দেখলেই বুঝতে পারবেন। চলুন দেখে নেই কি থাকছে এই পর্বে আপনাদের জন্য।

Sharp Keys 

এটি একটি সিস্টেম সফটওয়্যার। অনেক সময়ই আমাদের ল্যাপটপের দুই একটা বাটন কাজ নাও করতে পারে। আপনি এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনার যেই বাটন দুইবার কিবোর্ড এ আছে
বা যেটি আপনার তেমন কাজে লাগেনা সেখানে নষ্ট বাটনের কমান্ড প্রতিস্থাপন করে নিতে পারবেন। যেমন Shift বাটন কাজ না করলে fn বাটনকে Shift বাটন বানিয়ে
ফেলতে পারবেন। এই সফটওয়্যার টি চালু করতে আপনার net framework 4.0 Install করতে হবে।

 

ডাউনলোড লিঙ্ক

 

Auto Shutdown

এটি ব্যবহার করে আপনি আপনার পিছিকে আটোমেটিক Shutdown করে দিতে পারবেন। যেমন আপনি রাতে ঘুমানোর আগে একটি ফাইল Download দিলেন, Download শেষ হতে ৩০ মিনিট লাগবে।
এবার আপনি ৩০ মিনিট Shutdown টাইম দিয়ে ঘুমিয়ে পরতে পারবেন।। ৩০ মিনিট পর আপনার পিছি অটো অফ হয়ে যাবে

ডাউনলোড লিঙ্ক

Messenger

Messenger সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এতদিন মোবাইল এ ব্যবহার করছেন এখন থেকে পিছিতেও ব্যবহার করবেন আর কি।

ডাউনলোড লিঙ্ক
HD Recorder ফর স্কাইপ

এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনি আপনার স্কাইপ এর ভিডিও এবং অডিও কল রেকর্ড করতে পারবেন।।

download link

Photo Instrument

অসাধারন একটি Photo এডিটর সফটওয়্যার। এটি ব্যবহার করে আপনি ফটোশপের মতই কাজ করতে পারবেন।
সফটওয়্যার ইন্সটল করলেই একটা টিউটোরিয়াল ওপেন হবে ওটা দেখলেই সব বুঝে যাবেন। এটি Unregistered ভার্সন
কিন্তু আমি আপনাদের সিরিয়াল কি সহ দিচ্ছি।।

download link

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

ধন্যবাদ কষ্ট করে টিউনটি পরার জন্য

কিছু জানার থাকলে টিউমেন্ট করেন

আজ এ পর্যন্তই আগামি পর্বে আবার দেখা হবে ততক্ষণ ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়

খোদা হাফেয

আমি সন্দ্বিপ কুন্ডু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস