আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারো আপনাদের কাছে চলে এসেছি কিছু শেয়ার করার জন্য। আশা করি সবার ভালো লাগবে। আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়।এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম।কিছুদিন আগে আমি এমন একটা রেজিস্ট্রি ক্লিনারের সন্ধান পাই যা আমাকে অন্য সব সফটওয়্যারের কথা ভুলিয়ে দেয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এটি দিয়ে রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্টও করা যায়। তো আর প্যাচাল না পেরে সরাসরি চলে যাই সচিত্র বর্ননায়……………….
১. সকল সমস্যা খুজতে "Scan your PC now" ক্লিক করুন।
২. সকল এরর, রেজিস্ট্রির সমস্যা এবং আননেসেসারি ফাইল শো করবে। "Repair error Now" ক্লিক করুন।
৩. সব চিরতরে খালাস।
৪. সফটওয়্যারটি আপনার মনের মত সেটিং করে নিন।
৫. আর বিস্তারিত লেখার প্রয়োজন মনে করছি না।
তো আর দেরি না করে এখুনি ডাউনলোড করে ফেলুন 29.97$ মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি। ক্র্যাক সাথে দেওয়া আছে। ক্র্যাক ফাইল, জাস্ট ডাবল ক্লিক করে "জেনারেট" ক্লিক করুন। সফটওয়্যারটি হয়ে যাবে একান্ত আপনার।
ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেউ যখন সফটওয়্যার নিয়ে টিউন করে তাকে বড়ই আপন মনে হয়।ধন্যবাদ টিউনটির জন্য।আশা করছি অনেকেরই কাজে লাগবে এটি।