কম্পিউটার ব্যবহারকারী হিসাবে আমাদের বিভিন্ন রকমের সফটওয়্যার প্রয়োজন হয়। সবাইকে কম বেশি সফটওয়্যার ডাউনলোড করি। এসব সফটওয়্যার অনেক নামকরা প্রতিষ্ঠান বা প্রোগ্রামার, ডেভেলেপার তৈরি করছে। আবার এসব সফটওয়্যার অনলাইন থেকে ডাউনলোড করার জন্য ২৪/৭ উম্মুক্ত করে রাখছে। এ সাইট গুলো সাথে অনেকের পরিচয় আছে। অনেক সময় প্রয়োজনীয় এসব সফটওয়্যার খুঁজে পাওয়া কঠিন। তাই আজ আপনাদের জন্যে সেরা ১০ টি ওয়েবসাইটের তথ্য এবং কি কি সফটওয়্যার এসব সাইটে পাওয়া তার তথ্য বিবরণী তুলে ধরবো।আপনাদের পছন্দের ওয়েবসাইট ভিজিট করতে ওয়েবসাইটের নামের উপর ক্লিক করুন এবং পছন্দের সফটওয়্যারটি ডাউনলোড করুন।
Cnet CNET ওয়েবসাইটটি Download.com নামে পরিচিত। Cnet সফটওয়্যার ডাউনলোড সাইটটির সাথে যারা ইন্টারনেট ব্যবহার করে সবাই কম বেশি পরিচিত। এটির মধ্যে Windows, Mac, iOS, Linux, Mobile অপারেটিং সিস্টেম সহ সকল ধরনের সফটওয়্যার পাওয়া যায়।Cnet প্রতিষ্ঠিত হয় ৫ ই মার্চ ১৯৯৪ সালে। এটি ' CBS Interactive' আমেরিকান মিডিয়া ওয়েবসাইট এর মালিকাধিন প্রতিষ্ঠিান। Cnet আমেরিকা ছাড়া ও অস্ট্রিলিয়া, জাপান, চায়না, জার্মানি, কোরিয়ান, স্পেন, এবং ফ্রেঞ্চ ভাষায় এটির সংস্কার বের করে। এ সাইটটির এলেক্সা রেংক ১৬৯ (জুলাই ২০১৬)। মাসিক সাইটটির ভিজিটর ২০০ মিলিয়ন। এটি কম্পিউটার ব্যবহারকারীদের নিকট খুব জনপ্রিয়।সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
SoftonicSoftonic ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইটের মধ্যে জনপ্রিয় একটি সাইট।এ ওয়েব সাইটটির মধ্যে Windows, MAC, iOS, MobileApps ও WebApps সহ সকল ধরনের সফটওয়্যার পাওয়া যায়। Softonic প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। প্রতিষ্ঠিতার নাম Tomás Diago। এটি SPAIN এর একটি প্রতিষ্ঠিান। ইংরেজি ছাড়া ও ডাচ, আরবি, পুতূগিজ, জাপানী, চায়না, জার্মানি, ইটালি, স্পেনিস, পোলিশ, বুলগেরিয়ান, সুডিশ এবং ফ্রেঞ্চ ভাষায় সার্ভিস দিয়ে থাকে। এ ওয়েব সাইটটির এলেক্সা রেংক ১৯৯ (মে ২০১৬)। ওয়েব সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
File HippoFilehippo ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইটের মধ্যে খুবে জনপ্রিয় একটি সাইট। এ ওয়েব সাইটটির মধ্যে Windows, Mac, iOS, WebApps ইত্যাদি সফটওয়্যার পাওয়া যায়। এগুলো হল Freeware, Shareware, Open-source শাখায় বিভক্ত। Filehippo প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। এটি যুক্তরাজ্যের আইটি প্রতিষ্ঠিান 'Well Known Media' এর মালিকাধিন প্রতিষ্ঠিান। ইংরেজি ছাড়া ও জাপানী, চায়না, জার্মানি, ইটালি, স্পেনিস, পোলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় সার্ভিস দিয়ে থাকে। এ ওয়েবসাইটটির আলেক্সা রেংক ৭১১ (জুন ২০১৬)। এ ওয়েব সাইটটি আমার ও খুব প্রিয় সাইট।ওয়েবসাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
SoftpediaSoftpedia হল সফটওয়্যার ডাউনলোড এর Encyclopedia। এ ওয়েবসাইটির মধ্যে Windows, MAC, iOS, Linux, Mobile এবং Games সহ সকল ধরনের সফটওয়্যার পাওয়া যায়। Softpedia প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। 'SoftNews NET SRL Romania' নামে রুমানিয়ার একটি প্রতিষ্ঠিান। এ সাইটটির আলেক্সা রেংক ১৩৬৮ (নভেম্বর ২০১৪)। ওয়েব সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
ZD Net ZDNET ওয়েবসাইটি হল সফটওয়্যার লাইব্রেরি। এ ওয়েবসাইটটির মধ্যে Windows, MAC, iOS, Linux, Mobile অপারেটিং সিস্টেম সহ সকল ধরনের সফটওয়্যার পাওয়া যায়। ZD NET প্রতিষ্ঠিত হয় ১ লা এপ্রিল ১৯৯১ সালে। এটি ' CBS Interactive' আমেরিকান মিডিয়া ওয়েবসাইট এর মালিকাধিন একটি প্রতিষ্ঠিান। ওয়েবসাইটটির এলেক্সার রেংক ১৫৬১ (অগাস্ট ২০১৫)। মাসিক ওয়েবসাইটটির ভিজিটর ২৪ মিলিয়ন। ওয়েব সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
SourceForgeSourceForge প্রতিষ্ঠিত হয় নভেম্বর ১৯৯৯ সালে। এ ওয়েবসাইটটির মধ্যে Windows, Mac, iOS, Linux অপারেটিং সিস্টেম সহ সকল ধরনের সফটওয়্যার পাওয়া যায়এ সাইটটির এলেক্সার রেংক ৩১৬ (জুলাই ২০১৬)। মাসিক সাইটটির ভিজিটর ৩৩.৮ মিলিয়ন। এ ওয়েবসাইটটির নিবন্ধনকৃত ব্যবহারকারী ৩.৭ মিলিয়ন।
ওয়েব সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
TechSpot Techspot প্রতিষ্ঠিত হয় নভেম্বর ১৯৯৮ সালে। এ ওয়েব সাইটটির এলেক্সার রেংক ৪৫৬৪ (এপ্রিল ২০১৫)। মাসিক সাইটটির ভিজিটর ১০ মিলিয়ন।
ওয়েব সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
Soft32 Soft32 প্রতিষ্ঠিত হয় নভেম্বর ১৯৯৮ সালে। এ সাইটটির এলেক্সার রেংক ৮৩৬১ (জুলাই ২০১৬)। মাসিক সাইটটির ভিজিটর ১০ মিলিয়ন।
ওয়েব সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
BrotherSoft Brothersoft এ ওয়েব সাইটটির এলেক্সার রেংক ১০৩৮৯ (জুলাই২০১৬)। মাসিক ওয়েব সাইটটির ভিজিটর ২. ৩ মিলিয়ন।
ওয়েব সাইটটিতে কি কি ধরনের সফটওয়্যার আছে তার তালিকা নিম্মে দেওয়া হলঃ
টিউনটির সেরা ১০ ওয়েবসাইট মধ্যে আপনাদের পছন্দের ওয়েবসাইটের নাম বাদ পড়লে টিউমেন্ট জানান। ভাল লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। এ টিউনটি এর আগে এ ব্লগে প্রকাশিত হয়েছে। আমার ফেসবুক পেইজ এবং ফেসবুকে আমি। টেকটিউনের সবার শুভ কামনা করে আজকের মত বিদায়, আগামী টিউনে দেখা হবে। আল্লাহ হাফেজ!
আমি Mohammed Jahangir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।