You are not authorized to use it..

টাইটেল দেখে অনেকে ঘাবড়ে যেতে পরে তাবে ঘাবড়ানোর কোন কারণ নেই। আজ আমি আপনাদের একটি প্রযোজনীয় বিষয় নিয়ে আলোচনা করর। বিষয় টি অতি প্রয়োজনীয় না তার পর ও যারা ব্যাক্তিগত কম্পিউটারের সিকিউরিটির ব্যাপারে বেশী চিন্তিত তারা এটি ব্যাবহার করতে পারেন। আর এখানে অনেক ঞ্জানীদের ভিড়ে হইতো এটি কারো কাজে আসতে পারে

আমি আপনাদের একটি সফ্টওয়ার সম্পর্কে বলব য়া দ্বারা আপনারা আপনাদের কম্পিউটারের ইনষ্টল করা Software  গুলো কে  Unauthorized  ব্যাবহার থেকে রক্ষা করতে পারেন।

একটি  Software আছে যা দ্বারা সহজে কম্পিউটারের ইনষ্টল করা Software  গুলো কে  Unauthorized  ব্যাবহার থেকে রক্ষা করতে পারেন। Software টির নাম হল App Locker.

প্রথমে নিচের সাইট থেকে Softwre টি নামিয়ে নিন।

ডাউনলোড়

Software টি খুললে প্রথমে নিচের অংশের মত দেখতে পারবেন।

এর পর যে Software গুলো কে আপনি Lock করতে চান সেগুলোকে প্রথমে টিক চিহ্ন দিয়ে Select করুন। তারপর Save বাটনে click করুন। এবং তার পর Close বাটনে click করুন।

আপনি আরো বেশী Software Lock করতে চাইলে Configure বাটনে Click করুন এবং দেখবেন যে নিচের Window মত একটি চিত্র দেখাবে। এখানে উপরে Caption এর অংশে লিখুন Software টির নাম এবং তার পর  Executable File Name (*.exe) এর জায়গার আপনি software টির মুল নাম লিখবের .exe সহ। আপনি software এর মুল নাম পেতে C:\Program Files এ যান এবং যে software টি lock করতে চান তার নামের folder টি open করেন এবং ঐ খানে software টির মুল file যে নামে আছে যে নাম টি কপি করে এখানে paste করুন (শেষে .exe সহ) তার পর OK বাটনে click করলে আপনি আপনার নতুন যোগ করা software টি Application List  এ দেখতে পাবেন। তখন তা Application List থেকে select করে save করে Close করে দিন। দেখবেন যে আপনার software টি আর open হচ্ছে না।

এখানে অনেক অভিজ্ঞ জনদের বিষয়টি জানা থাকতে পারে অনিচ্ছাকৃত মিলে গেলে ক্ষমা প্রার্থী।

Thanks.

Rasel.

Level 0

আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি নিয়ে থাকতে ভালবাসি। গত তিন বছর নিজের চেষ্টায় বিনা প্রশিক্ষণে অনেক কিছু শিখেছি। আরো কিছু শিখতে চাইছি। ইচ্ছা আছে প্রযুক্তি নিয়ে নিজের ক্যারিয়ার গড়া কিন্তু অনেক বাধা তার পর ও...................................................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর বিষয়। কিন্তু মানুষ মাইনাস দিল কেন বুজলাম না !

    এত বুঝাবুঝিতে কাজ নাই। নেটের মধ্যে ভাল মানুষের চেয়ে খারাপ মানুষ বেশি আছে (আমার মতে)।

    কিছু লোকের স্বভাবই খারাপ। মাইনাস ওদেরই প্রাপ্য। কিন্তু ওদেরকে মাইনাস দেয়ার অপশন নাই তাই টিউনারদেরই মাইনাস খেতে হয়। কি আর করা …

    মাইনাসের চেয়ে প্লাসের সংখ্যাই বেশী। যার মন মানসিকতা খারাপ সে সব কিছুইকে খারাপ ভাবে। , যা কিছু দেখেন একটু ভাল ভাবে দেখেন দেখবেন সব কিছুই ভাল।

Balo o kajar softwer.thankyou

দারুণ….. 🙂

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,কাজের জিনিস।

কাজের

ভাল লাগল। ধন্যবাদ।

আমি আমার প্রোফাইল এ ছবি দিতে পারছিনা… এ জন্য যদি কেউ আমাকে সাহায্য করতো তাহলে খুব উপকার হোতো

অনেক সুন্দর টিউন হইছে,
তবে টাইটেলটা বাংলায় হইলে আরো ভাল হইত।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

    Level 0

    ্‌Thanks , I will try my best…………………

Level 0

Exceptional.Please continue it.