সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আসলে টেকটিউন্সের সাথে আমার পরিচয় বেশি দিনের না। তাই এখনও সব টিউন দেখা হয় নি। আর সেই জন্য টিউন করতে মোটামুটি ভালোই ভয় লাগে। যদি কারও সাথে মিলে যায় তাহলে তো আমার ওপর সিডর, ঘূর্ণিঝড়, সাইক্লোন বয়ে যাবে। যাইহোক, আজ ভয়-ভীতি কাটিয়ে টিউনটি করতে বসলাম। কোনো ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
১গিগা নিয়ে আমার মাস চালাতে হয়। তাই ইচ্ছা থাকলেও বড় সফটওয়্যার নিতে পারি না। এজন্য ছোট ছোট কিছু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমার কাছে থাকা কিছু কিছূ পিচ্চি সফটওয়্যার আজ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কেমন লাগে...
সকলেই জানেন কী-লগারের কাজ। পিসির সকল তথ্য মনিটরিং করাই এর মূল কাজ। কীবোর্ডে যা টাইপ করা হবে তাই আপনার কাছে তুলে ধরবে কী-লগার। তবে এটার সাহায্যে আদর্শ হ্যাকিংও করা যায় কারণ এটি পাসোয়ার্ডও সংরক্ষণ করতে পারে। বাসায় যখন বন্ধুরা এসে ফেসবুক কিংবা মেইল ওপেন করে তখন মজাই লাগে। একেবারে ঝামেলাবিহীন হ্যাক। এর আগে কী-লগার নিয়ে অনেক দারুণ দারুণ টিউন হয়েছিল। আজ আমি যে দুই একটি কী-লগার দেব তা একেবারে সাধারণ। এগুলো শুধু হোম সিকিউরিটির জন্য। তো কথা না বাড়িয়ে দেখে নিই।
Family keylogger:
আমার মনে হয় যত কী-লগার আছে তার মধ্যে এইটার ব্যবহার সবচেয়ে সোজা এবং তেমন কোনো ফাংশনও তেমন নেই। প্রথমে এখানে ক্লীক করে ডাউনলোড করে নিন। বেশি না মাত্র ১২৮ কিলোবাইট। ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল করলে টাস্কবারে নিচের মত একটা আইকন দেখাবে।
আইকনটিতে ডাবল ক্লিক করলে নোটপ্যাড চালু হবে। সেখানে কীবোর্ডে যা যা টাইপ করেছেন সব লেখা থাকবে। চাইলে আইকনটি হাইড করে রাখতে পারেন। এইজন্য রাইট মাউস চেপে Hide icon-এ ক্লীক করতে হবে। আবার টাস্কবারে আনার জন্য Ctrl+Alt+Shift+F চাপুন। চলে আসবে।
Revealer keylogger:
এই কী-লগারও প্রায় ফ্যামিলি কী-লগারের মত। এটি ৯৫ কিলোবাইট। এটার মেইন মেনু-
এর সাহায্যে আপনি স্ক্রীনে যা যা করছেন তা ভিডিও করে রাখতে পারবেন। মাত্র ১.১৮ মেগাবাইটের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। এর ব্যবহারবিধিও খুব সোজা। সেটাপ করার পর F9 চাপলে রেকর্ডিং শুরু হবে এবং F10 চাপলে রেকর্ডিং শেষ হবে এবং সাথে সাথে যা যা রেকর্ড করেছেন তার ভিডিও দেখানো হবে।
সাধারণত স্ক্রীনশর্ট নেয়ার জন্য কোনো সফটওয়্যার লাগে না। যারা জানেন না তাদের বলছি- যে জায়গায় স্ক্রীনশর্ট নেবেন সেখানে মাউস ক্লীক করে Alt+Print ScreenSysRq(কী বোর্ডের ডান পাশে) চাপুন। তারপর পেইন্ট -এ গিয়ে পেষ্ট করুন। হয়ে যাবে। তবে এই ভাবে মন মত স্ক্রীনশর্ট নেয়া যায় না। তাই আজ স্ক্রীনশর্ট নেয়ার চমৎকার একটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। সফটওয়্যারটির নাম zeallsoft super screen capture. এটি শুধু স্ক্রীনশর্টই নেয় না, স্ক্রীনের অডিও, ভিডিও সব করে। আর এটি মাত্র ১.৪ মেগাবাইট। সাথে ফুল ভার্সন সিরিয়াল কী।
সফটওয়্যারটি ইনস্টল করলে টাস্কবারে একটি আইকন তৈরী হবে। সেটাতে মাউসের রাইট বাটন ক্লীক করলে বিভিন্ন এ্যঙ্গেলে স্ক্রীনশর্ট এবং অডিও, ভিডিও করার অপশন পাওয়া যাবে। দুটি স্ক্রীনশর্ট-
স্ক্রীনশর্ট নেয়ার পর তা পাওয়ার জন্য টাস্কবারের আইকনটিতে মাউসের লেফট বাটন ক্লীক করতে হবে। তাহলে নিচের মত একটি বক্স আসবে।
সেখান থেকে tools এ গেলে স্ক্রীনশর্টগুলো পাওয়া যাবে।
সবশেষ মজার একটা সফটওয়্যার দিয়ে টিউন শেষ করছি। এটার নাম আসলে cartoon maker. যদিও নাম কার্টুন মেকার তবে ছবি বিকৃত করতে এর জুড়ি নাই। সফটওয়্যারটির মেইন মেনু-
দেখুন ছবিটিকে কেমন বানানো যায়-
আমি একটু তাড়াতাড়ি করেছি বলে খুব একটা ভালো হল না। আপনারা আরও সুন্দর ভাবে ছবিটি পরিবর্তন করতে পারবেন। আর এটি শুধু ছবি বিকৃত করে না স্কেচও করতে পারে। ছবিতে text-ও এ্যাড করা যাবে।
নিচের অপশন গুলো থেকে ছবি এডিট করতে পারবেন-
এটি মাত্র ১ মেগাবাইট। তাই দেরী না করে ডাউনলোড করুন।
সিরিয়াল কী ডাউনলোড করুন এখান থেকে
আজ এ পর্যন্তই। সামনে একটা আকর্ষনীয় টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ্।
আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok
শুরু যখন করেছেন টিউন করায় আর পারদর্শী হয়ে উঠবেন ইনশাল্লাহ। টিউন ভাল হয়েছে। আমি টিউন করি না কারণ ভয় পাই। আর তেমন কিছু জানি ও না। কিন্তু টেক টিউনস এর ফ্যান বলতে পারেন। রেগুলার পড়ি। আর কমেন্ট করার চেষ্টা করি। আর এখান থেকেই যা কিছু শিখি।