মহান আল্লাহর ৯৯ নাম, তিলাউয়াত এবং ফজিলত সংবলিত এ্যন্ড্রয়েড এ্যপস

আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى‎) হলো ইসলাম ধর্মমতে কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ্‌র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন.  ইসলাম ধর্মমতে, বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই, আর তা হলো আল্লাহ, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।

বিভিন্ন হাদীস অনুসারে, আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে, কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই; তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কূরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০। অধিকন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন।

মহান আল্লাহর ৯৯ নাম, তিলাউয়াত এবং ফজিলত সংবলিত এ্যন্ড্রয়েড এ্যপস:

১। আল্লাহর নামসমুহ ও ফজিলতঃ

যারা আল্লাহর ৯৯ টি নাম শিখতে চান কিংবা আল্লাহর নামসমূহ ও ফজিলত জানতে চান কিংবা আল্লাহ পাকের সুন্দর নাম সমুহ মুখস্ত করতে চান তাদের জন্য এই আসমা উল হুসনা অ্যাপ। আল্লাহর নামসমুহ ও ফযিলত অ্যাপটিতে পাবেন আল্লাহ্‌ পাকের প্রতিটি নাম ও নাম সমুহর ফজিলত। কখন কোন নাম জিকির করলে কি ফযিলত পাওয়া যাবে তা বিস্তারিত বর্ণনা করা আছে এই আসমা উল হুসনা অ্যাপ এ।

আল্লাহর ৯৯টি নাম ও ফযিলত অ্যাপটির বৈশিষ্ট্যঃ
সহজ ও সুন্দর ডিজাইন
অ্যাপটি অফলাইনে কাজ করে
মোবাইল ও ট্যাবলেট সহ সকল ডিভাইসে ব্যবহার উপযোগী

আপ্সটিআন্ড্রয়েড ফোনে ডাউনলোড করুন- >>    এখান থেকে

 

2. আল্লাহর ৯৯টি নাম

আল্লাহ তায়ালার পবিত্র নাম সমূহ মুখস্ত রাখুন, যাদের নাম আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখা, তাদের কে তাদের পূর্ণ নামে ডাকুন এবং অন্যদের ও সেভাবে ডাকতে উত্সাহিত করুন।

আমরা আমাদের আদরের সন্তানের নাম রাখার ক্ষেত্রে প্রায়ই দেখা যায় হুজুরের সাথে কথা বলে আল্লাহ তায়ালার নামের সাথে মিলিয়ে নাম রাখি, আমরা ভাবি এতে অনেক সওয়াব হবে, হয়তো বা এই উছিলায় কাল কেয়ামতের ময়দানে আমার সন্তানটি নাযাত পেতে পারে। এই মনোভাবের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, অভিযোগ হল পরবর্তীতে এর বাস্তব প্রয়োগের ক্ষেত্রে।
উদাহরন দিয়ে বলি... ধরুন আপনি আপনার সন্তানের নাম রেখেছেন "আব্দুর রাজ্জাক" যার অর্থ "রিযিকদাতার ইবাদতকারী" কিন্তু আপনি আপনার সন্তানকে ডাকছেন "রাজ্জাক" বলে অর্থাত আপনি আপনার সন্তানকেই "রিযিকদাতা" হিসেবে সম্বোধন করেছেন। শুধু আপনি ই না, আপনার সাথে প্রায় সবাই যারা আপনার সন্তানকে "রাজ্জাক" বলে ডাকছে, সকলে নিজের অজান্তেই প্রতিনিয়ত গুনাহ করে চলছেন।

আপ্সটিআন্ড্রয়েড ফোনে ডাউনলোড করুন- >>    এখান থেকে

৩। আল্লাহর ৯৯ নাম (তিলওয়াতসহ)

আল্লাহর ৯৯ টি গুনবাচক নাম নিয়ে বিশেষ অ্যাপ্লিকেশন।

ফিচারসমূহঃ
- নামের উপর টাচ করলে উচ্চারন এর সুবিধা
- আল্লাহর ৯৯ টি নাম
- নামগুলোর বাংলা উচ্চারন
- নামগুলোর বাংলা অর্থ
- আরবী'তে নামগুলো

আপ্সটিআন্ড্রয়েড ফোনে ডাউনলোড করুন- >>    এখান থেকে

 

বেশি আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকুন। এতে অনেক ফজিলত রয়েছে। আপ্পস গুলো শেয়ার করে অন্যদের ও  এর ফজিলত নেয়ার সুযোগ করে দিন।   আর  ভাল লাগলে অবশ্যই আমার ওয়েবসাইট তোমার কথা থেকে  একবার ঘুরে আসুন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি ইমামুল করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস