সবচেয়ে দ্রুত বড় ভিডিওর ফাইল সাইজ কমান, ৯০% পর্যন্তঃ ভিডিওর মান অক্ষুন্ন রেখে(দরকারি টিউন)

কিভাবে Youtube থেকে আয় করবেন, আসুন জেনে নিই A to Z আর আয় করা শুরু হবে আজ থেকেই,ইনশাআল্লাহ [মেগা টিউন]

সবচেয়ে দ্রুত বড় ভিডিওর ফাইল সাইজ কমান, ৯০% পর্যন্তঃ ভিডিওর মান অক্ষুন্ন রেখে(দরকারি টিউন)

Camtasia Studio নিয়ে যাদের প্রবলেম আছে তাদের জন্য একটা ফুল ফ্রি কোর্স(বেসিক)-Camtasia Studio ডাউনলোড with Serial key:

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার আজকের টিউন কিভাবে ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে কোন ভিডিও এর সাইজ কমানো যায়।

কাদের জন্য এই টিউনঃ

  • যাদের হার্ডডিস্কের সাইজ কম অথচ আপনারা পছন্দের ভিডিও রাখতে চাচ্ছেন
  • ইউটিউবে HD কোয়ালিটির ভিডিও আপলোড করার পরেও, ভিডিওর লিখাগুলো ঝাপসা দেখায়। যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের এটা কমন সমস্যা।

আজকের এই টিউন শেষ করে আশা করি আপনাদের এই সমস্যা থাকবে না।

reduce video size Handbrake

জিপ ইউটিলিটি ব্যবহার করে কার্যকরভাবে ভিডিও ফাইলের আকার কমানো সম্ভব হয় না। আবার সফটওয়্যার দিয়ে বিট রেট কমিয়ে ভিন্ন ফরমেটে কনভার্ট করলেও ভিডিওর মান খারাপ হয়।

আমি আপনাদের এমন একটি সফটয়্যার এর সাথে পরিচয় করিয়ে ‍দিব যা দিয়ে সাধারনত 90% ভিডিও সাইজ কমানো যায় কিন্তু ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে। এই সফটয়্যার সমন্ধে হয়ত অনেকেই জানেন, এর আগেও এই সফটয়্যার নিয়ে  টিউন  হয়েছে। কিন্তু যারা জানেন না তাদের জন্য এই টিউন।

সফটয়্যারটির নাম Handbrake. প্রথমে সফট্যয়ারটি ডাউনলোড করুন নিচের ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক থেকে মাত্র 14.7 MB। install করুন, Open করুন।

ডাউনলোড For Windows 32bit

ডাউনলোড For Windows 64bit

 নিচের মত চিত্র প্রদর্শিত হবে।

handbrake Tutorial

এই সফটওয়্যারের সাহাযেয় দেখবেন আপনার কাংখিত ভিডিও ফাইলের সাইজ অনেকখানি কমে গেছে ভিডিওর মান অক্ষুন্ন থেকে।আমি আমার ৫০.৭ MB ভিডিও হ্যান্ডব্র্যাক দিয়ে ৯.২ MB নিয়ে গেছি, কিন্তু কোয়ালিটির কোন পরিবর্তন নাই।

এই সফটওয়্যারের ব্যবহার নিয়ে ভিডিও টিউটেরিয়াল দেখুন...ভিডিও

যে সব বন্ধুরা জব সার্চ করছেন তারা আমার ব্লগে ঘুরে আসতে পারেন আশা করি উপকৃত হবেন...আমার ব্লগ। ভালো থাকবেন...  সুস্থ থাকেন এই কামনাই শেষ করছি, আল্লাহ হাফেজ।

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস