আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো পিসি বা ল্যাপটপের জন্য অসাধারন একটি বাংলা ডিকশোনারি তাও আবার ফ্রীতে।
"স্বাধীন অভিধান" সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই; এক কথায় দুর্দান্ত ! তারপরেও যারা জানেন না, তাদের জন্য বলছি যে, "স্বাধীন অভিধান" হল Im aginative World এর ডেভেলপ করা একটি সেরা অফলাইন বাংলা অভিধান ! এই অভিধানে ইংলিশ-বাংলা অভিধান সহ আরো অনেক সুবিধা আছে, যা ব্যবহার করলেই বুঝতে পারবেন; কত চমৎকার জিনিস এটি। সুতরাং এটি নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, ডাউনলোড করেই দেখুন, কি কি আছে এতে...
এখানে স্বাধীন অভিধান এর লেটেস্ট ভার্শন Shadhin Ovidhan 2.1.0.3 এর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম, শুধুমাত্র এক ক্লিক করেই ডাউনলোড করে নিন এই চমৎকার ডিকশনারিটি।
ক্রিনশটের মাধ্যমে তার ফিচারসমুহ নিচে দেওয়া হলোঃ
ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন।
তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন ডাউনলোড করে নিন আর ফাইল শেয়ার করুন দ্রুত গতিতে।
এবারে আপনার এন্ড্রয়েড ফোনকে মাউস বা কী-বোর্ড হিসেবে ইউস করুন [মেগাটিউন]
পিসি বা ল্যাপটপের জন্য ডাউনলোড করে নিন অসাধারন একটি বাংলা ডিকশোনারি।
এবারে নিজেই বানান যে কোন কিছুর কভার ফটো, একেবারে প্রোফেশনাল সফটওয়্যার
আপনার কম র্যাম এর পিসির জন্য রেম বুস্ট করার জন্য নিন smart ram booster RAMRush আর পিসি ফাস্ট করুন
আমি টিউনার মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা অনেক ভাল একটা ডিকশনারী। খুব কাজের। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আর ডিরেক্ট লিংক দেয়ার জন্যও..।