প্রিয় বন্ধুরা,
সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজ আপনাদের সাথে খুব ছোট একটি ফাইল শেয়ার করব, যেটা দিয়ে আপনি আপনার আইডিএম কে করতে পারবেন ফুল ভার্সন এবং যখন ইচ্ছে তখন-ই আপডেট করতে পারবেন, যদি নতুন কোন বিল্ড রিলিজ হয়। আর একটা মজার ব্যাপার হল, আপনার আইডিএম কে রেজিস্টার করতে পারবেন আপনার নিজের নামে.!
তো চলুন দেখা যাক কিভাবে করবেন।
১. আপনাকে প্রথমে আইডিএম এর অফিসিয়াল সাইট থেকে আইডিএম ডাউনলোড করে নিয়ে ইন্সটল করে নিতে হবে। আপনার যদি ইন্সটল করা থাকে তাহলে লাগবে না।
২. এরপর নিচের ছবিতে ক্লিক করে ফাইল টি ডাউনলোড করুন।
৩. আনজিপ করুন।
৪. ফোল্ডার এর ভেতরে থাকা IDM Universal Web Crack.exe ফাইল টি রান করুন। নিচের ছবির মত দেখাবে।
এখন Crack বাটন টি তে ক্লিক করলেই আপনাকে সাকসেসফুল মেসেজ দিবে।
৫. আর আপনি যদি চান আপনার আইডিএম রেজিস্টার হবে আপনার নামে তবে Custom Registration Name সুইচ টি অন করে আপনার নাম লিখে দিন। তাহলেই হয়ে যাবে আপনার নামে রেজিস্ট্রেশান।
৬. এরপর যদি কোন নতুন বিল্ড রিলিজ হয়, এবং আপডেট চায়, নির্ভয়ে আপডেট দিয়ে দিন, আর একই কাজটি পুনরায় করুন, মানে ৪ এবং ৫ নাম্বার ধাপ অনুসরন করুন। তাহলেই হয়ে যাবে।
আমার আইডিএম এর ছবি 🙂
বিশেষ দ্রষ্টব্য ১ -- এই ফাইল টি ইউস করার জন্য আপনার পিসিতে অবশ্যই.NET Framework ইন্সটল থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন না।
বিশেষ দ্রষ্টব্য ২ --.NET Framework যদি ইন্সটল করা না থাকে, তবে IDM Universal Web Crack.exe ফাইল টি রান করলেই আপনাকে বলবে.NET Framework ইন্সটল করার জন্য। ওইখান থেকে ইন্সটল দিয়ে দিলেই হয়ে যাবে।
আশা করি ভাল এই টিউন টি আপনাদের কাজে লাগবে।
পরিশেষে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
আল্লাহ হাফেয
আমি Shohedul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
download file not found