অনেক কাজের এক টুলবার,না দেখলে হয়তো ভুল করবেন

সবাই কেমন আছেন এই শীতে ? নিশ্চই ভালো আছেন।আপনার গায়ে শীত বস্ত্র আছে,সুতরাং আপনার শীতে খারাপ থাকার কথা না।একবার ভাবুন,যাদের গায়ে শীত বস্ত্র নেই,শীত নিবারনের সামর্থ্য নেই তাদের কী অবস্থা....না,থাক কি দরকার তাদের কথা ভাবার! অনেকের মতো বিবেকের দরজায় তালা মেরে আপাতত বিষয়টা এড়িয়ে যাই।টিউনের বিষয়ে আসি।

আজকে আমি আপনাদের বাংলাদেশী একটি টুলবারের সাথে পরিচয় করিয়ে দেবো।এটি আমারই তৈরী করা।টুলবারটিতে যে যে সুবিধা পাবেন-

*দেশ-বিদেশের সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থার লিংক,রেডিও ও টেলিভিশন চ্যানেলের লিংক,বাংলাদেশের জনপ্রিয় কিছু মিউজিক সাইটের লিংক এবং ক্যাটাগরী অনুযায়ী আরো নানা রকম দরকারী সাইটের ঠিকানা।

*অনলাইনে সরাসরি রেডিও শোনার ব্যবস্থা।

*অনলাইন টিভি দেখার সুবিধা

*স্বয়ংক্রীয়ভাবে ফেসবুক,টুইটার ও স্কাইপে ব্যবহারের সুবিধা।যার ফলে আপনি যে সাইটেই থাকুন না কেন ফেসবুকে আপনার কোন নোটিফিকেশন/ম্যাসেজ এলে ব্রাউজারে তার এ্যালার্ট ম্যাসেজ পাবেন।

*অনলাইনে সরাসরি ভাইরাস স্ক্যানের সুবিধা।এছাড়া টুলবারটিতে আর কিছু সার্ভিস রয়েছে যা আপনাদের ভালো লাগবে।বর্তমানে এই টুলবারটির ব্যবহারকারীর সংখ্যা ২৫৭৮।দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে এই টুলবারটি সমন্ধে লেখা হয়েছে।কিন্তু টেকটিউনে আজই প্র্রথম শেয়ার করলাম।এটি জনপ্রিয় সকল ব্র্রাউজারেই কাজ করবে।ভালো লাগলে ব্যবহার করবেন।

BD WEBPORTAL নামের এই টুলবার ডাওনলোড করতে পারেন এখান থেকে-

bdwebportal.toolbar.fm

ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে ‘বিনোদন’ নামে নতুন একটি মেনু আসবে। এখান থেকে Bangla Radio অপশনে গিয়ে আপনি বাংলা বিভিন্ন রেডিও স্টেশন অনলাইনে সরাসরি শুনতে পারবেন।
আর বেশি কিছু বলতে পারছি না।গায়ে মোটা সোয়েটার তবু শীত লাগছে।অন্য অনেকের মতো বিবেকের দরজায় তালা লাগাতে চেয়েছিলাম বলেই হয়তো শীতটা বেশী লাগছে।কি করবো বলুন!শেষ পর্যন্ত আমিও যে মানুষ।মানুষ বলেই শীতার্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।আপনারও যদি নিজেকে মানুষ মনে হয় তাহলে একজন শীতার্তের পাশে দাড়ান।১০০% নিশ্চিত থাকুন কোন কনসার্ট বা ধুম ধাড়াক্কা সিনেমাও আপনাকে এতো আনন্দ দেবে না যতটা একজন গরীব শীতার্তের পাশে থেকে পাবেন।ভালো লাগলে/খারাপ লাগলে কমেন্ট করবেন।
সবাই কেমন আছেন এই শীতে ? নিশ্চই ভালো আছেন।আপনার গায়ে শীত বস্ত্র আছে,সুতরাং আপনার শীতে খারাপ থাকার কথা না।একবার ভাবুন,যাদের গায়ে শীত বস্ত্র নেই,শীত নিবারনের সামর্থ্য নেই তাদের কী অবস্থা....না,থাক কি দরকার তাদের কথা ভাবার! অনেকের মতো বিবেকের দরজায় তালা মেরে আপাতত বিষয়টা এড়িয়ে যাই।টিউনের বিষয়ে আসি।

আজকে আমি আপনাদের বাংলাদেশী একটি টুলবারের সাথে পরিচয় করিয়ে দেবো।এটি আমারই তৈরী করা।টুলবারটিতে যে যে সুবিধা পাবেন-

*দেশ-বিদেশের সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থার লিংক,রেডিও ও টেলিভিশন চ্যানেলের লিংক,বাংলাদেশের জনপ্রিয় কিছু মিউজিক সাইটের লিংক এবং ক্যাটাগরী অনুযায়ী আরো নানা রকম দরকারী সাইটের ঠিকানা।

*অনলাইনে সরাসরি রেডিও শোনার ব্যবস্থা।

*অনলাইন টিভি দেখার সুবিধা

*স্বয়ংক্রীয়ভাবে ফেসবুক,টুইটার ও স্কাইপে ব্যবহারের সুবিধা।যার ফলে আপনি যে সাইটেই থাকুন না কেন ফেসবুকে আপনার কোন নোটিফিকেশন/ম্যাসেজ এলে ব্রাউজারে তার এ্যালার্ট ম্যাসেজ পাবেন।

*অনলাইনে সরাসরি ভাইরাস স্ক্যানের সুবিধা।এছাড়া টুলবারটিতে আর কিছু সার্ভিস রয়েছে যা আপনাদের ভালো লাগবে।বর্তমানে এই টুলবারটির ব্যবহারকারীর সংখ্যা ২৫৭৮।দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে এই টুলবারটি সমন্ধে লেখা হয়েছে।কিন্তু টেকটিউনে আজই প্র্রথম শেয়ার করলাম।এটি জনপ্রিয় সকল ব্র্রাউজারেই কাজ করবে।ভালো লাগলে ব্যবহার করবেন।

BD WEBPORTAL নামের এই টুলবার ডাওনলোড করতে পারেন এখান থেকে-

bdwebportal.toolbar.fm

ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে ‘বিনোদন’ নামে নতুন একটি মেনু আসবে। এখান থেকে Bangla Radio অপশনে গিয়ে আপনি বাংলা বিভিন্ন রেডিও স্টেশন অনলাইনে সরাসরি শুনতে পারবেন।
আর বেশি কিছু বলতে পারছি না।গায়ে মোটা সোয়েটার তবু শীত লাগছে।অন্য অনেকের মতো বিবেকের দরজায় তালা লাগাতে চেয়েছিলাম বলেই হয়তো শীতটা বেশী লাগছে।কি করবো বলুন!শেষ পর্যন্ত আমিও যে মানুষ।মানুষ বলেই শীতার্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।আপনারও যদি নিজেকে মানুষ মনে হয় তাহলে একজন শীতার্তের পাশে দাড়ান।১০০% নিশ্চিত থাকুন কোন কনসার্ট বা ধুম ধাড়াক্কা সিনেমাও আপনাকে এতো আনন্দ দেবে না যতটা একজন গরীব শীতার্তের পাশে থেকে পাবেন।ভালো লাগলে/খারাপ লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dekha jak…….

এটা আমি ব্যবহার করছি ভাল-ই

প্রথম আলো’র ‘কম্পিউটার প্রতিদিন’ এ প্রকাশের পর ধেকেই ব্যবহার করছি। খুবই কাজের একটা জিনিস। টেকটিউনে শেয়ার করার জন্য এবং তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো্ই তো . ব্যবহার করে দেখি

এ তো আর নতুন কী

Comments are closed.