কম্পিউটারের যাদুকর- একটি অসাধারন বই

কম্পিউটারের যাদুকর- একটি অসাধারন বই

আজ একটু মজার টিউন করলাম। তা পুশিয়ে নেওয়ার জন্য এ টিউন। এখানে একটি বই শেয়ার করলাম। যার মধ্যে কিছু অসাধারন ব্যক্তির কথা লিখা আছে। বইটি পড়লে আমার মনে হয় আপনার নিজেরও ওদের মত হতে ইচ্ছে হবে।

বইএর নামঃ কম্পিউটারের যাদুকর।

লেখকঃ আহমেদ শামসুল আরেফীন

বইটি গুগল ডক্স এ ছিলো। আমি এর PDF ফরমেট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম।

অন্তত যারা সাইন্স বিভাগে পড়েন তারা বইটি পড়বেন। প্লিজ।

ডাউনলোড লিঙ্ক: http://www.mediafire.com/?i0v2aznrcoa0xox

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো একটা বই শেয়ার করলাম। কোন রেসফন্স নেই। আহ! দেশ গোল্লায় গেছে

আরো একটা ই-বুক :p । যথারীতি ডাউনলোড করে রাখলাম। তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন, তাই পড়ার চেষ্টা করবো।

    আগে এ বইটি পড়বেন। তার পর অন্য গুলো। না পড়লে সত্যি ই মিস করবেন

    Level 0

    বই টা খুব সুন্দর আমার কাছে ওয়ার্ড ফরম্যাটে আছে, আমি বইটা আমার সাইটে যোগ করছি এজন্য আপনার দেয়া লিংকটা ইউজ করতে চাই যদি ভাই মাইন করেন তো প্লিজ বলেন
    http://ebookbd.tk/category/computer-books-in-bangla/

    bdtv24.com says:
    ১৩ ডিসেম্বর, ২০১০ at 2:18 অপরাহ্ন

    বই টা খুব সুন্দর আমার কাছে ওয়ার্ড ফরম্যাটে আছে, আমি বইটা আমার সাইটে যোগ করছি এজন্য আপনার দেয়া লিংকটা ইউজ করতে চাই যদি ভাই মাইন করেন তো প্লিজ বলেন
    http://ebookbd.tk/category/computer-books-in-bangla/

    Ei link ta theke er age amio MS Word version Download korechhilam, kintu kichhu porte pari nai Font gulo ultopalta chhilo.

    Level 0

    এবার বুঝতে পেরেছি আপনার সমস্যা তাহলে আপনার কম্পিউটারে ফন্ট নেই, লিখাটি যে ফন্টে লিখা আপনার সেই ফন্ট ইন্সটল নেই।

    বই টি আমার না। আমি চুরি করে শেয়ার করলাম। ভালো বই বলে কথা।

Level 0

ডাউনলোড দিলাম। পুরোটা পড়ার পর মন্তব্য করবো।

অবশ্যই ডাউনলোড দিব এবং পড়বো। আর প্রতিক্রিয়া জানাবো নেক্সট টাইমে….

রাখ করছেন কেন Comment করতে একটু দেরি হয়ে গেল।কারন গায়ে ভিষণ জ্বর। Download শুরুকরে দিয়েছি লাগলে আপনার বাড়ীতে আমার দাওয়াত থাকবে

    আহ, কি শখ, নিজের বাড়িতে দাওয়াত দিতে পারেন না।

রাখ করছেন কেন Comment করতে একটু দেরি হয়ে গেল।কারন গায়ে ভিষণ জ্বর। Download শুরুকরে দিয়েছি।ভাল লাগলে আপনার বাড়ীতে আমার দাওয়াত থাকবে

কি যাদু দিলেন রে ভাই। সত্যি মজার বইটা থাংকু 🙂

আগেও একবার এটা টিউন করা হয়েছিল তখন ডাউনলোড করতে পারি নাই। দেখি এবার কি হয় । আমার জন্য এটা খুব দরকারি।

    এ বার ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

Level 0

ভাইজান মাইধ্যে মধ্যে আমার কছেও এরহমই মনে অয়! দেশ ঠার কি হইব??? তয় দেহি ডাউনলোড মারলাম….. আই হোপ ভাল লাগব৷

ভালই লাগলো। ধন্যবাদ……………………………..

ডাউনলোড করে পড়লাম।
জটিল একটা বই।
অনেক ধন্যবাদ জাকির ভাই।

    আপনাকে ও ধন্যবাদ। দেখুন কেমন একটা বই শেয়ার করলা, তাও আবার সেধে সেধে, আহ কপাল!

ডাউনলোড দিলাম,পড়লাম ভাল লাগল

    আমার বন্ধু রাশেদ নামক বইটি আমার খুব ভালো লাগছে। আপনার নামে

Level 0

ফন্ট ছোট্ট হলে তো বড় করা যায়, কারণ একই জিনিস তো আমিও পড়ছি? ধন্যবাদ

okay bozzz ….pora dhakbo 🙂

    দেখব না দেখুন। অবশই ভালো লাগবে

প্রিয় ছাড়া উপায় নাই। ব্রান্ডইউথ কম !!!

বইটি পড়লাম। অনেক ভাল লাগল বইটি পড়ে। এরকম একটি সুন্দর বই শেয়ার করার জন্য অাপনাকে অসংখ্য ধন্যবাদ।

ডাউনলোড করে এক নজর চোখ বুলিয়ে নিলাম,
অনেক কিছু জানার আছে বইটি থেকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর বইটি শেয়ার করার জন্য।

31% Computer er jadukor.zip !!!!!
100% হোক তারপর কমেন্ট করব !!

    ১০০% পড়ে তার পর আবার করবেন।

http://ebookbd.tk/category/computer-books-in-bangla/ এই লিংকে আরও অনেক কম্পিউটারের উপর লেখা বই আছে… 🙂

    আমরা সবাই এ সাইটের সাথে পরিচিত, তবে এবাভে স্প্যামিং করলে সাইটের ভালোর ছেয়ে খারাপ হয়… প্লিজ এ ভাবে স্প্যামিং করবেন না…

    জাকির ভাই স্প্যামিং আসলে কি আমি জানি না… আমাকে কী ভাই একটু বুঝিয়ে বলবেন? তাহলে হয়তো আমি বুঝতে পারতাম কি করে স্প্যামিং হয়েছে… 🙂

    আপনি যে এভাবে প্রতি কমেন্টে আপনার সাইটের এড দেন একেই বলে স্প্যামিং। ভালো লাগলো আপনি এটা ছাড়বেন শুনে। আপনার সাইটে অনেক ভালো ভালো বই আছে, সে গুলো সম্পর্কে টিউন করে আপনার সাইটের লিঙ্ক দেন , তাহলে আপনার উপর কেউ বিরক্ত হবে না, সাইটের ও পরিচিত বাড়বে, যদি ও আমি মাঝে মাঝে গিয়ে গুরে আসি, এরকম সবাই যাবে তখন।

    জাকির ভাই কোনটা আমার সাইট? আমি যে লিংক দিয়েছি এইটা আমার সাইট না। আর আমি এই লিংকের সাথে জড়িতও না। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই সাইট থেকে অনেক বই ডাউনলোড করে পড়েছি। তাই আমি লিংকটা দিলাম যাতে যারা বই পড়তে চায় তাদের উপকারে আসে।

    আপনি কি কারণে টিউন করেন? এজন্য-ই তো করেন যাতে মানুষ এই টিউন দিয়ে উপকৃত হয়। আমি আপনার টিউনে কমেন্ট করে লিংকটি দিয়েছি যাতে সবাই আরও বেশি বই পড়তে পারে। এর পেছনে আমার স্প্যামিং এর কোন উদ্দেশ্য ছিল না। আশা করি জাকির ভাই আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

    ধন্যবাদ জাকির ভাই স্প্যামিং কি তা বুঝিয়ে বলার জন্য… তবে ভাই আমি কখনোই প্রতি কমেন্টে কোন সাইটের লিংক দেইনা। ভাই লিংটা দেয়ায় আপনার স্প্যামিং মনে হয়েছে বলে আমি দুঃখিত… 🙂

    ওহ, দুঃক্ষিত, তার পর ও এ ভাবে লিঙ্ক দিলে সবাই বিরক্ত হয়। ধন্যবাদ উদার মনের মানুষ হওয়ার জন্য।

বইটি অসাধারন। বইটির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ। গণিত বিষয়ক কোন বংলা বই এর খোঁজ থাকলে টিউন করবেন আশা করি।

    আপনাকে ও ধন্যবাদ… আর আমি গণিতের বই পেলে শেয়ার করব।

Level 0

thnx boss…….

Level 0

tnx bro