ভুলে যাওয়ার সময় হয়েছে “Usb Disc Security” এর কথা, ডাউনলোড করুন Outsanding এবং অত্যান্ত কাজের একটি ইউএসবি এন্টিভাইরাস “Autorun Remover v3″ (Pre-activated)

আমরা ইউএসবি এন্টিভাইরাস হিসাবে একনামে সবাই Usb Disc Security এর কথা জানি এবং জেনে না জেনে প্রায় সবাই এটি ইউজ করি। আমি নিজেও এক সময় এটি ব্যবহার করতাম।খুব ভাল ইউএসবি এন্টিভাইরাস।কিন্তু লাইসেন্স নিয়ে মাঝে মাঝে অনেক ঝামেলা হয়।কিন্তু আমি এখন আপনাদের সাথে এমন একটি ইউএসবি এন্টিভাইরাস শেয়ার করবো যা Usb Disc Security এর চাইতে অনেক অনেক ভালো এবং অনেক বেশি ফিচার সমৃদ্ধ। যদি Usb Disc Security এর চেয়ে ভাল অপশন পান তবে ওটা কেন ইউজ করবেন?

চলুন প্রথমে জানি বিভিন্য ভাইরাস এবং ট্রোজান কিভাবে পিসি ইনফেক্ট করে।

প্রায় সব রকমের ভাইরাস এবং ট্রোজান ফালতু জিনিস যতক্ষন না পর্যন্ত এটি রান না হয়।

আমাদের পিসিতে ৯৫% ভাইরাস এবং ট্রোজান ছড়ায় ইউএসবি ড্রাইভের মাধ্যমে। সকল ভাইরাস এবং ট্রোজানের সাথে একটি অটোরান ফাইল থাকে যেটি সাধারনত অটোরান ভাইরাস হিসাবে পরিচিত। এটি পিসিতে কোন ইউএসবি ড্রাইভ কানেক্ট করলে, ওই ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রামকে চালু করে পিসিতে প্রবেশ করায় এবং পিসির ১২টা বাজায়। ওই অটোরান ফাইলটি ছাড়া সকল ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রাম অচল। শুধুমাত্র ডাবল ক্লিক ছাড়া এরা কোন সময়ই এক্টিভ হবেনা,এবং আপনি ম্যানুয়ালি এদের ডিলিট করতে পারবেন। সুতরাং যদি কোন উপায়ে ওই অটোরান ফাইলটি রিমুভ করা যায় তবে ভাইরাসের বাপের সাধ্য দুরের কথা দাদার সাধ্য নাই আপনার পিসিতে প্রবেশ করে।একটু এডভান্স ইউজার হলে ইউএসবি ড্রাইভের কোন গুলো নরমাল ফাইল আর কোন গুলো ভাইরাস তা বুঝতে পারবেন।এবং চাইলে হাতে ডিলিট করতে পারবেন অথবা পিসিতে চাষ করতে পারবেন অথবা কারো দরকার হলে চরা দামে বিক্রি করতে পারবেন। অনেকে gpedit.msc পদ্ধতিতে পিসির অটোরান বন্ধ করে থাকেন আবার অনেকে Explore করে ব্রাউজ করেন,কিন্তু এগুলো করে কোন ফায়দা নাই। অটোরান ভাইরাস এই সব সিস্টেম ভেঙ্গে ফেলে পিসি ইনফ্যক্ট করে। আজ যে ইউএসবি এন্টিভাইরাসটি আপনাদের সাথে শেয়ার করবো তার নাম Autorun Remover। পুর্বে আমি এটির আগের ভার্সনের উপর টিউন করেছিলাম। সম্প্রতি এর নতুন ভার্সন v3  বের হয়েছে। এটি এখন আগের চেয়ে অনেক উন্নত এবং বেশি অপশন সমৃদ্ধ, এই ভার্সনে এর ইন্টারফেসও অনেক সুন্দর করা হয়েছে। এটি পিসির সবরকম অটোরান অফ করে এবং দুনিয়ার তাবত Autorun ফাইল এবং শক্তিশালি বাঘা বাঘা সব Autorun ভাইরাস (যেগুলি সব বাঘা বাঘা এন্টিভাইরাস যেমন Kaspersky, Nod32, Avast, AVG, Avira ডিটেক্ট করতে পারেনা) পার্মানেন্টলি হজম করে ফেলে যার ফলে যেকোন ভাইরাস বা ট্রোজান হয়ে যায় হাতের পুতুল যাকে আপনি যেমন খুশি নাচাতে পারবেন। বরাবরের মত চলে যাই সচিত্র বর্ননায়।

১. এর সাহায্যে পিসির সব রকম অটোরান ডিসেবল করে রাখতে পারবেন।

২. এটির সাহায্যে পিসি এবং ইউএসবি ড্রাইভের সব অটোরান ভাইরাস ক্লিন করতে পারবেন।

৩. এর সাহায্যে পিসির সিস্টেমের সকল প্রকার রেজিস্ট্রি এরর দূর এবং রিপাইয়ার করতে পারবেন।

৪. এটির সাহায্যে আপনার পিসিতে ইউএসবি পোর্ট,  ডিসেবল,ইউএসবি ড্রাইভ আনলক এবং রাইট প্রোটেক্টেড করে রাখতে পারবেন।

৫. আপনার পিসির প্রসেস গুলো নিয়ন্ত্রন করতে পারবেন।

৬. বিভিন্ন Suspicious ফাইল সম্পর্কে কোম্পানীর কাছে রিপোর্ট সাবমিট করতে পারবেন।

৭. আপডেট অপশন এর সাহায্যে অটোরান রিমুভার কে আপডেট করতে পারবেন। তবে একবার আপডেট করলে আশা করি ৬মাসের মধ্যে আর আপডেট করতে হবেনা।

৮. পিসিতে রিমুভেবল মিডিয়া কানেক্ট করার সাথে সাথে এটি অটোমেটিক ভাবে সম্পুর্ন মিডিয়া স্ক্যান করে এবং অটোরান ভাইরাস বা অটোরান জাতীয় ফাইল পেলে গপাগপ গিলে ফেলে।

৮. Autorun Remover কে নিজের মত সেটিং করে নিন।

এটি প্রায় সব ধরনের ইউএসবি মিডিয়া সাপোর্ট করে, নিচে দেখুন।

  • Pen drives
  • USB sticks
  • USB Flash cards
  • USB MP3 players
  • USB Audio players
  • External hard drives
  • Pocket PCs
  • Mobile phones
  • iPod’s and iPhone’s
  • Other USB mass storage enabled devices

এটি Others এন্টিভাইরাস Compatible অর্থাৎ আপনি যে এন্টিভাইরাসই ব্যবহার করুন না কেন তার সাথে এটি ইউজ করতে পারবেন এবং আপনার মেইন এন্টিভাইরাসের সাথে মিলে এটি আপনাকে প্রোটেকশন প্রদান করবে, সহজ কথায় 2 in 1 প্রোটেকশন। এটি লাইটওয়েট সফটওয়্যার বিধায় পিসি স্লো করেনা।

তো আর দেরি না করে দ্রুত ডাউনলোড করুন মাত্র 5mb এর অত্যান্ত কাজের এই সফটওয়্যারটি।এটি প্রি-এক্টিভেটেড তাই ক্র্যাক করার ঝামেলা নেই।

অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন, যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ টিউন, বেশ সময় নিয়ে করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। এমন মানসম্মত টিউন টিটিতে প্রয়োজন। ধন্যবাদ আকাশ ভাই।

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আরিফ ভাই।

    পাইছি তো দেরি কেন? শুরু করে দিন!! এখনই!!! free down load ——————————————————————
    Usb Disc Security” এর কথা, ডাউনলোড করুন Outsanding এবং অত্যান্ত কাজের একটি ইউএসবি এন্টিভাইরাস “Autorun Remover v3″ (Pre-activated)
    http://www.moonbd.com

    🙂

ভাইয়া, আমার মনে হয় usb disk security is d best ..:)

    আগে এটা ইউজ করে দেখেন, দুইটার কমপেয়ার করেন, তারপর আপনি ই বলতে পারবেন যে কোনটা বেস্ট। ধন্যবাদ।

ভালো লেগেছে

    ধন্যবাদ “খাঁন” ভাই।

bai ami original kesperskay with internet security (kinsi) use kori……okay no hoi use korai dhaki 🙂

    ক্যাস্পারস্কির সাথে এটা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন।

যদিও আমি কোনটাই ইউস করিনা কারন আমার এই ধরনের কোন সমস্যা নাই।
তবে আপানার টিউনটা অনেক ভাল হইছে এই জন্য আপনাকে ধন্যবাদ দিতে কমেন্ট করলাম।
শুভকামনা রইল আপানার জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ আতাউর ভাই।

জটিল হইছে ভাই

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হাসান ভাই।

অটোরান রিমোভার কিন্তু ভালো।এখন বিষয়টা হচ্ছে ্যার কাছে যেইটা ভালো লাগে । ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।

    সহমত এবং ধন্যবাদ

জনপ্রিয় হলেও ইউএসবি ডিস্ক সিকিউরিটি আমার কাছে ভাল লাগে না। আমি ইউএসবি থ্রেড ব্যবহার করি। আর এটিকে ভালই মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে….

    ধন্যবাদ রুহুল ভাই।

জটিল….

    ধন্যবাদ জহিরুল ভাই।

লোড দিলাম আশা করি ভাল হবে

    অবশ্যই, ধন্যবাদ আপনাকে

দেখি কেমন লাগে … একসাথে USB Disk Sec n এটা ব্যবহার করে … ঃ) কি বলেন …। ধন্যবাদ আকাশ ভাই।

Level 0

আপনার টিউন গুলো খুবই ভাল হয় ।

আমি ইউএসবি ডিস্ক সিকিউরিটি ব্যবহার করতাম কিন্তু ওটার চেয়ে এটা অনেক অনেক ভাল… আপনাকে অনেক ধন্যবাদ, আর হ্যা আপনি অনেক দিন পরে টিউন করলেন কেন? আপনার টিউন গুলো বরাবরেই ভাল হয়… আরও টিউনের অপেক্ষায় রইলাম…

Level 0

সুন্দর টিউন…এখন থেকে USB Disk Security র বদলে এটা ব্যবহার করবো।