অনেক দিন আগে Windows PE Builder নিয়ে একটি টিউন করেছিলাম। টিউনটি’র পর অনেকেই ছোট-খাট সমস্যা নিয়ে লিখেছিল আমাকে। সাধ্যমত সহযোগিতাও করেছি। কিছুদিন আগে এক বন্ধুর জন্য Windows 7 PE টাকে Update করার পরিকল্পনা করলাম। বেশ কদিন একটানা পরিশ্রম করে Windows 7 PE টি তৈরি করেছি। যারা Windows 7 Live বা Windows 7 PE (Windows 7 Portable Edition) ইতিপূর্বে ব্যবহার করেছেন তারা আমার Windows 7 PE টিতে অনেক নতুনত্ব পাবেন। আর যারা এখনো ব্যবহার করেন নি বা Windows 7 PE এর সাথে পরিচয় নেই তারা নুতন একটি Bootable OS এর সাথে পরিচিত হতে পারবেন। এটিকে Mini Windows 7 ই বলতে পারেন। অর্থাৎ No Need Installation, Use Windows 7 from CD or USB Flash Drive or Pendrive. ফলে Windows Crash করলে বা Troubleshooting এর জন্য জরুরী মুহুর্তে এটি হতে পারে আপনার জন্য Best Portable Windows.
File Folder Searching এর জন্য রয়েছে অতি জনপ্রিয় Everything Tool টি। Windows Password Hack করার জন্য রয়েছে Lazesoft, NTPWEdit, Password Renew এর মত গুরুত্বপূর্ণ Tool। Writer-Reader হিসেবে Windows Notepad, WordPad এর সাথে রয়েছে Notepad++, যা Context Menu তে Add করা আছে এবং Default PDF Reader হিসেবে রয়েছে Sumatra PDF Reader যা দিয়ে যেকোন PDF File এর Preview দেখা যাবে বা ডাবল ক্লিকের মাধ্যমেই কোন PDF File ওপেন করা যাবে। File Folder Unlock করার জন্য রয়েছে Unlocker Tool টি, যা Context Menu তে Add করা আছে। ফলে যেকোন File Folder এর উপর Right Click করেই Unlock এর কাজটি করতে পারবেন। এছাড়া Zip/Unzip এর জন্য রয়েছে অতি জনপ্রিয় 7zip যা Context Menu তে Add করা আছে। ফলে যেকোন File Folder এর উপর Right Click করলেই 7zip এর অপশন পাবেন। Photo Viewer বা Image Viewer এর জন্য MS Paint এর পাশাপাশি রয়েছে Irfan view যাকে Default Image Viewer হিসেবে পাবেন। এর মাধ্যমে Image গুলোকে Thumbnail আকারে দেখা যাবে, ডাবল ক্লিকের মাধ্যমেই ওপেন করা যাবে, Edit করা যাবে। Windows Explorer এর পাশাপাশি My Computer Explore করার জন্য রয়েছে অধিক Feature সমৃদ্ধ Q-Dir। Shutdown, Reboot এর মত গুরুত্বপূর্ণ অপশনতো আছেই। এছাড়া Laze Soft এর মত অতি চমৎকার একটি Tool Add করেছি যা দিয়ে একসাথে Windows Password Hacking, Partitioning, Data Recover, Data Backup and Restore এবং Windows Recovery এর মত অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। যারা ইতিপূর্বে আমার Customized Hiren’s Boot CD টি ব্যবার করেছেন তারা টুলটির ক্ষমতা সম্পর্কে অবশ্যই জেনেছেন। Third Party Tool ছাড়াও অনেকগুলো Most Important and Useful Windows Tool Add করেছি Program Menu তে যার মাধ্যমে এক ক্লিকেই টুলগুলো রান করা যাবে। অতি প্রয়োজনীয় টুলগুলো Desktop, Start Menu এবং Task bar এ এড করে দিয়েছি। যেখান থেকে ইচ্ছা Run করতে পারেন।
প্রায় সবগুলো টুলই আপডেট করা আছে। আর Tool গুলো একসাথে পাওয়ার জন্য একটি Program Launcher Add করেছি যাতে Category করে Tool গুলো সাজানো আছে।
Program Launcher টি অতি পরিচিত Hiren’s BootCD থেকে নেয়া। আমি ওটাকে নিজের মত করে Customize করেছি। বর্ণনাতে পুরো Customization এর বর্ণনা দেয়া সম্ভব নয়। Operating System ছাড়া একটি পিসিতে প্রয়োজনীয় কাজ করার প্রায় সব ধরনের সুবিধাই রয়েছে এই Windows 7 PE তে। যারা ইতিপূর্বে আমার Customized Hiren’s Boot CD ব্যবহার করেছেন তারা আশাকরি এটা দিয়ে আরো বেশি উপকৃত হবেন। আরো বিস্তারিত জানতে হলে একবার ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, ব্যবহার করার পর সমস্যা পেলে অবশ্যই মতামত জানাতে পারেন।
যারা ইতিমধ্যে Yumi বা Sardu দিয়ে Multiboot ব্যবহার করতেছেন তারা Windows 7/8/8.1/10 ISO হিসেবে এড করতে পারেন বা Manually নিচের Command টি’র মাধ্যমে boot.wim ফাইলটি এড করে নিতে পারেন। এখানে bootmgr File টি অন্য জায়গায় থাকলে পুরো Address সহ লিখতে হবে। label Windows 7 PE
menu label Windows 7 PE
COM32 /chain.c32 fs ntldr=bootmgr
Requirement: Windows 7 Compatible PC with Minimum 1GB RAM.
Size: ISO File=443MB
nice